সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক বিষয়াবলী, বিশ্বের আলোচিত যুদ্ধ ও চুক্তিসমূহ:
প্রশ্নঃ ফকল্যান্ড কোন দেশের উপনিবেশ?
ক. স্পেন
খ. আর্জেন্টিনা
গ. পর্তুগাল
ঘ. ইংল্যান্ড
উত্তরঃ ঘ
প্রশ্নঃ Velvet Revolution’ কি?
ক. Velvet সামগ্রীর উৎপাদন
খ. সাবেক চেকোস্লাভাকিয়ার সমাজতন্ত্র বিরোধী আন্দোলন
গ. গর্বাচেভের কর্মসূচী
ঘ. এর কোন অস্তিত্ব নেই
উত্তরঃ খ
প্রশ্নঃ যে দুটো দেশের মধ্যে আফিম যুদ্ধ (Opium War) বাধে-
ক. চীন ও যুক্তরাজ্য
খ. চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র
গ. চীন ও রাশিয়া
ঘ. চীন ও ফ্রান্স
উত্তরঃ ক
প্রশ্নঃ North American Free Trade Agreement কবে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৯১ সালে
খ. ১৯৯২ সালে
গ. ১৯৯৩ সালে
ঘ. ১৯৯৪ সালে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ “উই রিভার” চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে?
ক. ১৯৯৮
খ. ১৯৯৯
গ. ২০০০
ঘ. ২০০১
উত্তরঃ ক
প্রশ্নঃ প্রথম মহাযুদ্ধ কোন সনে শুরু হয়?
ক. ১৯১৪
খ. ১৯১৮
গ. ১৯৪০
ঘ. ১৯৪৪
উত্তরঃ ক
প্রশ্নঃ ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ (TPP) চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
ক. ৭ অক্টোবর ২০১৫
খ. ৬ অক্টোবর ২০১৫
গ. ৫ অক্টোবর ২০১৫
ঘ. ৪ অক্টোবর ২০১৫
উত্তরঃ গ
প্রশ্নঃ সাইপ্রাস কোন দুই দেশের মধ্যে বিবাদের কারণ?
ক. গ্রিস ও তুরস্ক
খ. তুরস্ক ও ইরাক
গ. গ্রিস ও ইতালি
ঘ. স্পেন ও যুক্তরাজ্য
উত্তরঃ ক
প্রশ্নঃ Operation Desert Strom বলতে কোন যুদ্ধকে বুঝায়?
ক. ইরান-ইরাক যুদ্ধ
খ. ভিয়েতনাম যুদ্ধ
গ. ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধ
ঘ. ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ
উত্তরঃ গ
প্রশ্নঃ ক্রুসেডের আনুমানিক সময়কাল কত?
ক. ৮২৬-১০২৬ খ্রিঃ
খ. ৮৯৬-১১২৬ খ্রিঃ
গ. ১০৯৬-১২৯২ খ্রিঃ
ঘ. ১২২৬-১৩২৬ খ্রিঃ
উত্তরঃ গ
প্রশ্নঃ সি.টি.বি.টি কি উদ্দেশ্যে স্বাক্ষরিত হয়েছিল?
ক. পরিবেশ সংরক্ষণ
খ. পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ
গ. মুক্ত বাণিজ্য
ঘ. শিশু পাচার রোধ
উত্তরঃ খ
প্রশ্নঃ মানবাধিকার চুক্তি স্বাক্ষরিত ও স্বীকৃত হয়েছিল-
ক. ১৯৪৫ সালে
খ. ১৯৪৭ সালে
গ. ১৯৪৮ সালে
ঘ. ১৯৫০ সালে
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন দেশে প্রথম আণবিক বোমা ফেলা হয়?
ক. ইতালি
খ. জার্মানি
গ. জাপান
ঘ. চীন
উত্তরঃ গ
প্রশ্নঃ কোরীয় যুদ্ধ কোন সনে আরম্ভ হয়?
ক. ১৯৪৮
খ. ১৯৫০
গ. ১৯৫১
ঘ. ১৯৫২
উত্তরঃ খ
প্রশ্নঃ Operation Iraqi Freedom’ যুদ্ধ শুরু হয়েছিল কখন থেকে?
ক. ২০০১ সালের ৫ মার্চ
খ. ২০০২ সালের ১ মার্চ
গ. ২০০৩ সালের ২০ মার্চ
ঘ. ২০০৪ সালের ২৫ মার্চ
উত্তরঃ গ
প্রশ্নঃ চীনের প্রথম বিমানবাহী রণতরীর নাম–
ক. লিয়াওনিং
খ. ঝাওজিং
গ. লি পিনিং
ঘ. লিয়াওপিং
উত্তরঃ ক
প্রশ্নঃ গোলান মালভূমি কোন দুই দেশের মধ্যে সংঘাতের কারণ?
ক. মিশর ও ইসরায়েল
খ. সিরিয়া ও ইসরায়েল
গ. জর্ডান ও ইসরায়েল
ঘ. রাশিয়া ও জর্জিয়া
উত্তরঃ খ
প্রশ্নঃ মার্কিন যুক্তরাষ্ট্র কবে আফগান যুদ্ধের সমাপ্তি ঘটায়?
ক. ২৪ ডিসেম্বর ২০১৪
খ. ২৬ ডিসেম্বর ২০১৪
গ. ২৫ ডিসেম্বর ২০১৪
ঘ. ২৮ ডিসেম্বর ২০১৪
উত্তরঃ ঘ
প্রশ্নঃ মন্ট্রিল প্রটোকলের ৫ম সংশোধনী কোথায় গৃহীত হয়?
ক. বেইজিং, চীন
খ. মন্ট্রিল, কানাডা
গ. কিগালি, রুয়ান্ডা
ঘ. লন্ডন, কানাডা
উত্তরঃ গ
প্রশ্নঃ “অরেঞ্জ রেভুলেশন” (Orange Revolution) কোথায় সংঘটিত হয়েছে?
ক. যুক্তরাষ্ট্রে
খ. পূর্ব ইউরোপে
গ. জার্মানিতে
ঘ. ইউক্রেনে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ভূমি মাইন নিষিদ্ধ করার জন্য স্বাক্ষরিত চুক্তি-
ক. সিটিবিটি
খ. কিয়োটো চুক্তি
গ. রোম চুক্তি
ঘ. অটোয়া চুক্তি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব-পশ্চিম দ্বন্দের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল–
ক. কমিন্টার্ন
খ. কমেকন
গ. কমিনফর্ম
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ ছয় দিনের যুদ্ধ যে সনে সংঘটিত হয়?
ক. ১৯৫৬
খ. ১৯৬৭
গ. ১৯৭৩
ঘ. ১৯৮২
উত্তরঃ খ
প্রশ্নঃ আফগান যুদ্ধের প্রথম কমান্ডার কে ছিলেন?
ক. জেনারেল জন ম্যাককল
খ. জেনারেল জন কলিন
গ. জেনারেল জন হার্বাট
ঘ. জেনারেল জন ক্যাম্পবেল
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন দেশ দুটির মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়?
ক. রাশিয়া-ভারত
খ. ভারত-পাকিস্তান
গ. ভারত-চীন
ঘ. ভারত-বাংলাদেশ
উত্তরঃ খ
প্রশ্নঃ প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে অস্ট্রিয়ার যুবরাজকে কোন শহরে হত্যা করা হয়েছিল?
ক. গ্রাজ
খ. সারায়েভো
গ. জাগরেব
ঘ. সালজবুরগ
উত্তরঃ খ
প্রশ্নঃ Anti Ballistic Missile Treaty স্বাক্ষরিত হয়েছিল কবে?
ক. ১৯৭০ সালে
খ. ১৯৭২ সালে
গ. ১৯৭৩ সালে
ঘ. ১৯৭৯ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ আগস্ট বিপ্লব সংগঠিত হয় কোন সালে, কোথায়–
ক. ১৯৪০ সালে, ইংল্যান্ডে
খ. ১৯৪৫ সালে, আমেরিকায়
গ. ১৯৪৫ সালে, ভিয়েতনামে
ঘ. ১৯৪৫ সালে, ফ্রান্সে
উত্তরঃ গ
প্রশ্নঃ আফ্রিকাভিত্তিক হচ্ছে COMESA হচ্ছে একটি-
ক. শান্তি ফোরাম
খ. সামরিক জোট
গ. বাণিজ্যিক ব্লক
ঘ. পরিবেশবাদী গ্রুপ
উত্তরঃ গ
প্রশ্নঃ রাসায়নিক যুদ্ধবিগ্রহের জনক কাকে বলে হয়?
ক. জর্জ বুশ
খ. ফ্রিৎজা হেবার
গ. এডলফ হিটলার
ঘ. জন এফ কেনেডি
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)