প্রশ্নঃ নেপালের সর্বশেষ রাজা ছিলেন–
ক. ধীরেন্দ্র
খ. জ্ঞানেন্দ্র
গ. বীরেন্দ্র
ঘ. মহেন্দ্র
উত্তরঃ খ
প্রশ্নঃ যুক্তরাজ্যের বর্তমান (২০১৬) ও দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী কে?
ক. Maria Miller
খ. Amber Rudd
গ. Theresa May
ঘ. Nicky Morgan
উত্তরঃ গ
প্রশ্নঃ ফ্রান্সের বর্তমান (২০১৭) প্রধানমন্ত্রী কে?
ক. Édouard Philippe
খ. Arnaud Montebourg
গ. Benoît Hamon
ঘ. Sylvia Pinel
উত্তরঃ ক
প্রশ্নঃ পেরুর বর্তমান (২০১৭) ও তৃতীয় নারী প্রধানমন্ত্রী কে?
ক. Ana Jara
খ. Rosario Fernández
গ. Mercedes Aráoz Fernández
ঘ. None of the above
উত্তরঃ গ
প্রশ্নঃ ১৯৯৩ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে কম্বোডিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে কোন দল বিজয়ী হয়েছিল?
ক. ফুনসিনপেক
খ. সিপিপি
গ. খেমাররুজ
ঘ. কেপিএলএনএফ
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন দেশে সাংবিধানিক রাজতন্ত্র চালু আছে?
ক. ভারত
খ. নেপাল
গ. যুক্তরাজ্য
ঘ. মিশর
উত্তরঃ গ
প্রশ্নঃ যুক্তরাজ্যের রাণী কোন দেশটির রাষ্ট্রপ্রধান?
ক. নিউজিল্যান্ড
খ. কানাডা
গ. সাইপ্রাস
ঘ. অস্ট্রেলিয়া
উত্তরঃ ঘ
প্রশ্নঃ মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান (২০১৭) অর্থমন্ত্রী কে?
ক. জেফ সেশন্স
খ. জেমস ম্যাটিস
গ. স্টিভেন মুচিন
ঘ. রেক্স টিলারসন
উত্তরঃ গ
প্রশ্নঃ লিথুয়ানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট কে?
ক. কাজিমিরা প্রুন্সকিন
খ. ডালিয়া গ্রেবাস্কুট
গ. ভাইরা ভাইক ফ্রেইবার্গ
ঘ. লাইমদোতা স্টারুজুমা
উত্তরঃ খ
প্রশ্নঃ প্যারাডাইস পেপারস কেলেঙ্কারি প্রকাশ করে কোন সংগঠন?
ক. U.S. Secretary of Commerce Wilbur Ross
খ. Süddeutsche Zeitung
গ. International Consortium of Investigative Journalists(ICIJ)
ঘ. None of them
উত্তরঃ গ
প্রশ্নঃ মার্শাল দ্বীপপুঞ্জের প্রথম নারী প্রেসিডেন্টের নাম কি?
ক. হিলদা হিউগেট
খ. ঝাউ হাইনে
গ. হিলদা হাইনে
ঘ. জিউম হিউ
উত্তরঃ গ
প্রশ্নঃ ফিনল্যান্ড এর প্রথম নারী প্রেসিডেন্ট কে?
ক. এরনা সোলবার্গ
খ. তারজা হ্যালোনেন
গ. গ্রো হারলেম ব্রান্ডেটল্যান্ড
ঘ. আন্নোলি টুয়োলিক্কি জাতেনমিয়াকি
উত্তরঃ খ
প্রশ্নঃ স্বাধীনতার পূর্বে পূর্ব তিমুর কোন দেশের অধীন ছিল?
ক. পর্তুগাল
খ. ইন্দোনেশিয়া
গ. মালয়েশিয়া
ঘ. ফিলিপাইন
উত্তরঃ খ
প্রশ্নঃ Ping Pong Dplomacy-র সাথে কোন দেশটি সংশ্লিষ্ট
ক. চীন
খ. জাপান
গ. ইসরাইল
ঘ. কোরিয়া
উত্তরঃ ক
প্রশ্নঃ তাইওয়ানের প্রথম নারী প্রেসিডেন্টের নাম কি?
ক. সাই ইং ওয়েন
খ. ওয়েন সাই
গ. তিউ ওয়েন
ঘ. সাং ইয়ং
উত্তরঃ ক
প্রশ্নঃ শ্রীলংকার বর্তমান প্রেসিডেন্ট কে?
ক. অনিল বিক্রমাসিংহে
খ. রঙ্গনাথন হেরাথ
গ. মাইথ্রিপালা সিরিসেনা
ঘ. মাহিন্দ্র রাজাপাকসে
উত্তরঃ গ
প্রশ্নঃ যুক্তরাজ্যের BREXIT বিষয়ক মন্ত্রী কে?
ক. George Osborne
খ. Michael Fallon
গ. Nicky Morgan
ঘ. David Davis
উত্তরঃ ঘ
প্রশ্নঃ Bhumibol is the king of which country?/ ভূমিবল কোন দেশের রাজা?
ক. Nepal
খ. Malaysia
গ. Thailand
ঘ. Bhutan
উত্তরঃ গ
প্রশ্নঃ অ্যাঙ্গোলা স্বাধীনতা লাভ করে কত সালে?
ক. ১৯৭৩
খ. ১৯৭৪
গ. ১৯৭৫
ঘ. ১৯৭৬
উত্তরঃ গ
প্রশ্নঃ স্বাধীনতার সময় এ্যাঙ্গোলা কোন দেশের উপনিবেশ ছিল?
ক. ফ্রান্স
খ. যুক্তরাজ্য
গ. ইতালি
ঘ. পর্তুগাল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ তাইওয়ানের প্রথম নারী প্রেসিডেন্ট কে?
ক. লিউ ইয়ানদং
খ. লিউ ইয়াং
গ. সাই ইং-ওয়েন
ঘ. ইউ ইউ তু
উত্তরঃ গ
প্রশ্নঃ বর্তমানে বিশ্বের দীর্ঘকালীন শাসক কে?
ক. রানী দ্বিতীয় এলিজাবেথ
খ. ভূমিবল আদুলাদেজ
গ. মাহাথির মোহাম্মদ
ঘ. উপরের কেউ না
উত্তরঃ খ
প্রশ্নঃ ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর ইরানের প্রথম নারী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান–
ক. মারজিয়েহ মাখতুন
খ. মারজিয়েহ আফখাম
গ. আফখাম মাখতুন
ঘ. উপরের কেউ না
উত্তরঃ খ
প্রশ্নঃ মালদ্বীপের সরকার প্রধানকে বলা হয়?
ক. রাজা
খ. প্রেসিডেন্ট
গ. প্রধানমন্ত্রী
ঘ. বাদশাহ
উত্তরঃ খ
প্রশ্নঃ নাইজেরিয়ার বিরোধী নেতা মাসুদ আবিওলা কবে নিজেকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বলে ঘোষনা করেন?
ক. ৭ জুন, ১৯৯৪
খ. ১১ জুন, ১৯৯৪
গ. ১ জুলাই, ১৯৯৪
ঘ. ১২ জুলাই, ১৯৯৪
উত্তরঃ ক
প্রশ্নঃ নেপালের রাজতন্ত্রের বিলুপ্ত ঘটে কোন সালে?
ক. ২০০৫
খ. ২০০৬
গ. ২০০৭
ঘ. ২০০৮
উত্তরঃ গ
প্রশ্নঃ ১৯৬২ সালে স্বাধীনতা লাভের পূর্বে আলজেরিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল?
ক. ইতালি
খ. ফ্রান্স
গ. স্পেন
ঘ. যুক্তরাজ্য
উত্তরঃ খ
প্রশ্নঃ জেরেমি বেন্থাম কোন দেশের অধিবাসী ছিলেন?
ক. মার্কিন যুক্তরাষ্ট্র
খ. ফ্রান্স
গ. জার্মান
ঘ. যুক্তরাজ্য
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ইরিত্রিয়া কোন দেশের অংশ ছিল?
ক. মরক্কো
খ. ঘানা
গ. মিশর
ঘ. ইথিওপিয়া
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন মার্কিন প্রেসিডেন্ট সর্বাধিকবার বিলে ভেটো দেন?
ক. ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
খ. গ্রোভার ক্লিভল্যান্ড
গ. হ্যারি এস. ট্রুম্যান
ঘ. ডুইট ডি. আইজেনহাওয়ার
উত্তরঃ ক
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)