আন্তর্জাতিক বিষয়াবলী-৭৯

প্রশ্নঃ কোন দেশেটি স্ক্যানডিনেভিয়ার অন্তর্ভূক্ত নয়?
ক. ডেনমার্ক
খ. লেবানন
গ. নেদারল্যান্ডস
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিশ্বে বর্তমানে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি-
ক. মালয়েশিয়া
খ. চীন
গ. যুক্তরাষ্ট্র
ঘ. সিংগাপুরে
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ মাদার তেরেসা পরিচালিত দাতাব্য প্রতিষ্ঠানটির নাম কি?
ক. মাদার তেরেসা প্রতিষ্ঠান
খ. মিশনারিজ অব চ্যারিটি
গ. চ্যারিটিঅব মিশনারিজ
ঘ. চ্যারিটি অব মাদার তেরেসা
উত্তরঃ খ

প্রশ্নঃ Nagorno Karabagh is the name of a city in Russia which became famous for its:
ক. ethnic riots between Armenians and Azerbaizanis
খ. recent earthquake
গ. holiday resort
ঘ. human rights movement
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘উত্তরের ভেনিস’ বরা হয়-
ক. কুইবেক
খ. স্টকহোম
গ. রোম
ঘ. অসলো
উত্তরঃ খ

প্রশ্নঃ মাদার তেরেসা পথের অবহেলিত শিশুদের জন্য কোথায় প্রথম আশ্রয় খোলেন?
ক. কলকাতা
খ. কাবুল
গ. বৈরুত
ঘ. বাগদাদ
উত্তরঃ ক

প্রশ্নঃ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী ঘোষণা করা হয়?
ক. জেরুজালেম
খ. তেল আবিব
গ. গাজা সিটি
ঘ. সিনাই
উত্তরঃ ক

প্রশ্নঃ The capital city of Zimbabwe:/জিম্বাবুয়ের রাজধানী
ক. Addis Ababa
খ. Harare
গ. Dakar
ঘ. None of these
উত্তরঃ খ

প্রশ্নঃ বারাক ওবামার পারিবারিক শিকড় আফ্রিকার কোন দেশে খুঁজে পাওয়া যায়?
ক. জাম্বিয়া
খ. জায়ার
গ. তাঞ্জানিয়া
ঘ. কেনিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কোন জন ভারতবর্ষে হিন্দুত্বাবাদী জঙ্গী শিবসেনা প্রধান?
ক. বাল থ্যাকার
খ. অটল বিহারী বাজপেয়ী
গ. শারদ পাওয়ার
ঘ. লালু প্রসাদ
উত্তরঃ ক

প্রশ্নঃ কিউবায় ক্ষেপনাস্ত্র সঙ্কটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন?
ক. রিচার্ড এম নিক্সন
খ. জন এফ কেনেডী
গ. লিন্ডন বেইনস জনসন
ঘ. হ্যারি এস ট্রুম্যান
উত্তরঃ খ

প্রশ্নঃ গ্লাসনস্ত এর অর্থ কি?
ক. সমাজতন্ত্রের সংগঠন
খ. সমাজতন্ত্র ও গণতন্ত্রের মধ্যে সামঞ্জস্য বিধান
গ. খোলামেলা আলোচনা
ঘ. সমাজন্ত্রের পরিবর্তে গণতন্ত্র প্রতিষ্ঠান
উত্তরঃ গ

প্রশ্নঃ আফগানিস্তানের কোন জাতিগোষ্ঠীর সদস্যরা সংখ্যাগরিষ্ঠ?
ক. তাজিক
খ. উজবেক
গ. কুর্দী
ঘ. পশতুন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দুই ইয়েমেন কত সালে একত্রিত হয়?
ক. ১৯৮৫
খ. ১৯৯০
গ. ১৯৯২
ঘ. ১৯৯৫
উত্তরঃ খ

প্রশ্নঃ What is the former name of Japan?/ জাপানের পুরাতন নাম—
ক. রেঙ্গুন(Rangoon)
খ. বোম্বে(Bombay)
গ. নিপ্পন(Nippon)
ঘ. কোনটিই নয়(None of these)
উত্তরঃ গ

প্রশ্নঃ চীনের দুঃখ বলে পরিচিত
ক. মেনাম নদী
খ. হোয়াংহো নদী
গ. ইয়াংসিকিয়াং নদী
ঘ. মেকং নদী
উত্তরঃ খ

প্রশ্নঃ মধ্যপ্রাচ্যের অধিকাংশ অধিবাসী-
ক. ককেশীয়
খ. মঙ্গোলীয়
গ. নিগ্রো
ঘ. অস্ট্রেলীয়
উত্তরঃ ক

প্রশ্নঃ নিম্নের কোনটি ওরিয়েন্টাল অঞ্চল এর অন্তভূর্ভক্ত
ক. ইউরোপ
খ. গ্রিনল্যান্ড
গ. উত্তর আমেরিকা
ঘ. দক্ষিণ পূর্ব এশিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অক্টোবর বিপ্লব কোন দেশে সংঘটিত হয়েছিল
ক. জার্মানি
খ. ফ্রান্স
গ. রাশিয়া
ঘ. যুক্তরাষ্ট
উত্তরঃ গ

প্রশ্নঃ Nasaka’ is the border force of/ নাসাকা’ কোন দেশের সীমান্তরক্ষী বাহিনী?
ক. Pakistan
খ. Myanmar
গ. Bhutan
ঘ. Nepal
উত্তরঃ খ

প্রশ্নঃ চীনের পুরাতন নাম কি?
ক. পিকিং
খ. ক্যাথে
গ. মালয়
ঘ. গল
উত্তরঃ খ

সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক বিষয়াবলী, বিশ্ব রাজনীতি:

প্রশ্নঃ কোন ধরনের সরকার ব্যবস্থায় রাষ্ট্রের প্রধান নিযুক্ত হন বংশানুক্রমে?
ক. গণতান্ত্রিক
খ. সাংবিধানিক রাজতন্ত্র
গ. একনায়কতন্ত্র
ঘ. কেন্দ্রীয় শাসনব্যবস্থায়
উত্তরঃ খ

প্রশ্নঃ অং সান সুকি’র রাজনৈতিক দল-
ক. ন্যশনাল ডেমোক্রেটিক লীগ
খ. লীগ অব ন্যাশনাল ডেমোক্রেসি
গ. ন্যাশনাল লীগ অব ডেমোক্রেসি
ঘ. ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মিলোনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করার কথা কোন সময়ে?
ক. ২০১০ সালে
খ. ২০১৫ সালে
গ. ২০২০ সালে
ঘ. ২০২৫ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ নেপালের বর্তমান (২০১৭) প্রধানমন্ত্রী কে?
ক. পুষ্প কোমল দহল
খ. শের বাহাদুর দেউবা
গ. বিদ্যা দেবী ভাণ্ডারী
ঘ. কুল বাহাদুর গুরুং
উত্তরঃ খ

প্রশ্নঃ গ্রিসের প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
ক. ইতিকা দাচ্চি
খ. হেলেন ক্লার্ক
গ. মারিও দ্রামি
ঘ. ভাসিলিকি থানৌ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জাতিসংঘভূক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিকদের বলা হয়-
ক. অ্যাম্বাসেডর
খ. হাইকমিশনার
গ. অ্যাটাশে
ঘ. সেক্রেটারী
উত্তরঃ ক

প্রশ্নঃ অস্ট্রেলিয়ার বর্তমান (২০১৫) প্রধানমন্ত্রী কে?
ক. কেভিন রাড
খ. টনি অ্যাবট
গ. ম্যালকম টার্নবুল
ঘ. জুলিয়া গিলার্ড
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!