প্রশ্নঃ কোন দেশেটি স্ক্যানডিনেভিয়ার অন্তর্ভূক্ত নয়?
ক. ডেনমার্ক
খ. লেবানন
গ. নেদারল্যান্ডস
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বিশ্বে বর্তমানে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি-
ক. মালয়েশিয়া
খ. চীন
গ. যুক্তরাষ্ট্র
ঘ. সিংগাপুরে
উত্তরঃ খ
প্রশ্নঃ মাদার তেরেসা পরিচালিত দাতাব্য প্রতিষ্ঠানটির নাম কি?
ক. মাদার তেরেসা প্রতিষ্ঠান
খ. মিশনারিজ অব চ্যারিটি
গ. চ্যারিটিঅব মিশনারিজ
ঘ. চ্যারিটি অব মাদার তেরেসা
উত্তরঃ খ
প্রশ্নঃ Nagorno Karabagh is the name of a city in Russia which became famous for its:
ক. ethnic riots between Armenians and Azerbaizanis
খ. recent earthquake
গ. holiday resort
ঘ. human rights movement
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘উত্তরের ভেনিস’ বরা হয়-
ক. কুইবেক
খ. স্টকহোম
গ. রোম
ঘ. অসলো
উত্তরঃ খ
প্রশ্নঃ মাদার তেরেসা পথের অবহেলিত শিশুদের জন্য কোথায় প্রথম আশ্রয় খোলেন?
ক. কলকাতা
খ. কাবুল
গ. বৈরুত
ঘ. বাগদাদ
উত্তরঃ ক
প্রশ্নঃ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী ঘোষণা করা হয়?
ক. জেরুজালেম
খ. তেল আবিব
গ. গাজা সিটি
ঘ. সিনাই
উত্তরঃ ক
প্রশ্নঃ The capital city of Zimbabwe:/জিম্বাবুয়ের রাজধানী
ক. Addis Ababa
খ. Harare
গ. Dakar
ঘ. None of these
উত্তরঃ খ
প্রশ্নঃ বারাক ওবামার পারিবারিক শিকড় আফ্রিকার কোন দেশে খুঁজে পাওয়া যায়?
ক. জাম্বিয়া
খ. জায়ার
গ. তাঞ্জানিয়া
ঘ. কেনিয়া
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নিম্নলিখিত ব্যক্তিবর্গের মধ্যে কোন জন ভারতবর্ষে হিন্দুত্বাবাদী জঙ্গী শিবসেনা প্রধান?
ক. বাল থ্যাকার
খ. অটল বিহারী বাজপেয়ী
গ. শারদ পাওয়ার
ঘ. লালু প্রসাদ
উত্তরঃ ক
প্রশ্নঃ কিউবায় ক্ষেপনাস্ত্র সঙ্কটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন?
ক. রিচার্ড এম নিক্সন
খ. জন এফ কেনেডী
গ. লিন্ডন বেইনস জনসন
ঘ. হ্যারি এস ট্রুম্যান
উত্তরঃ খ
প্রশ্নঃ গ্লাসনস্ত এর অর্থ কি?
ক. সমাজতন্ত্রের সংগঠন
খ. সমাজতন্ত্র ও গণতন্ত্রের মধ্যে সামঞ্জস্য বিধান
গ. খোলামেলা আলোচনা
ঘ. সমাজন্ত্রের পরিবর্তে গণতন্ত্র প্রতিষ্ঠান
উত্তরঃ গ
প্রশ্নঃ আফগানিস্তানের কোন জাতিগোষ্ঠীর সদস্যরা সংখ্যাগরিষ্ঠ?
ক. তাজিক
খ. উজবেক
গ. কুর্দী
ঘ. পশতুন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ দুই ইয়েমেন কত সালে একত্রিত হয়?
ক. ১৯৮৫
খ. ১৯৯০
গ. ১৯৯২
ঘ. ১৯৯৫
উত্তরঃ খ
প্রশ্নঃ What is the former name of Japan?/ জাপানের পুরাতন নাম—
ক. রেঙ্গুন(Rangoon)
খ. বোম্বে(Bombay)
গ. নিপ্পন(Nippon)
ঘ. কোনটিই নয়(None of these)
উত্তরঃ গ
প্রশ্নঃ চীনের দুঃখ বলে পরিচিত
ক. মেনাম নদী
খ. হোয়াংহো নদী
গ. ইয়াংসিকিয়াং নদী
ঘ. মেকং নদী
উত্তরঃ খ
প্রশ্নঃ মধ্যপ্রাচ্যের অধিকাংশ অধিবাসী-
ক. ককেশীয়
খ. মঙ্গোলীয়
গ. নিগ্রো
ঘ. অস্ট্রেলীয়
উত্তরঃ ক
প্রশ্নঃ নিম্নের কোনটি ওরিয়েন্টাল অঞ্চল এর অন্তভূর্ভক্ত
ক. ইউরোপ
খ. গ্রিনল্যান্ড
গ. উত্তর আমেরিকা
ঘ. দক্ষিণ পূর্ব এশিয়া
উত্তরঃ ঘ
প্রশ্নঃ অক্টোবর বিপ্লব কোন দেশে সংঘটিত হয়েছিল
ক. জার্মানি
খ. ফ্রান্স
গ. রাশিয়া
ঘ. যুক্তরাষ্ট
উত্তরঃ গ
প্রশ্নঃ Nasaka’ is the border force of/ নাসাকা’ কোন দেশের সীমান্তরক্ষী বাহিনী?
ক. Pakistan
খ. Myanmar
গ. Bhutan
ঘ. Nepal
উত্তরঃ খ
প্রশ্নঃ চীনের পুরাতন নাম কি?
ক. পিকিং
খ. ক্যাথে
গ. মালয়
ঘ. গল
উত্তরঃ খ
সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক বিষয়াবলী, বিশ্ব রাজনীতি:
প্রশ্নঃ কোন ধরনের সরকার ব্যবস্থায় রাষ্ট্রের প্রধান নিযুক্ত হন বংশানুক্রমে?
ক. গণতান্ত্রিক
খ. সাংবিধানিক রাজতন্ত্র
গ. একনায়কতন্ত্র
ঘ. কেন্দ্রীয় শাসনব্যবস্থায়
উত্তরঃ খ
প্রশ্নঃ অং সান সুকি’র রাজনৈতিক দল-
ক. ন্যশনাল ডেমোক্রেটিক লীগ
খ. লীগ অব ন্যাশনাল ডেমোক্রেসি
গ. ন্যাশনাল লীগ অব ডেমোক্রেসি
ঘ. ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ মিলোনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করার কথা কোন সময়ে?
ক. ২০১০ সালে
খ. ২০১৫ সালে
গ. ২০২০ সালে
ঘ. ২০২৫ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ নেপালের বর্তমান (২০১৭) প্রধানমন্ত্রী কে?
ক. পুষ্প কোমল দহল
খ. শের বাহাদুর দেউবা
গ. বিদ্যা দেবী ভাণ্ডারী
ঘ. কুল বাহাদুর গুরুং
উত্তরঃ খ
প্রশ্নঃ গ্রিসের প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
ক. ইতিকা দাচ্চি
খ. হেলেন ক্লার্ক
গ. মারিও দ্রামি
ঘ. ভাসিলিকি থানৌ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ জাতিসংঘভূক্ত রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিকদের বলা হয়-
ক. অ্যাম্বাসেডর
খ. হাইকমিশনার
গ. অ্যাটাশে
ঘ. সেক্রেটারী
উত্তরঃ ক
প্রশ্নঃ অস্ট্রেলিয়ার বর্তমান (২০১৫) প্রধানমন্ত্রী কে?
ক. কেভিন রাড
খ. টনি অ্যাবট
গ. ম্যালকম টার্নবুল
ঘ. জুলিয়া গিলার্ড
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)