আন্তর্জাতিক বিষয়াবলী-৭৮

প্রশ্নঃ ভারতের প্রথম বেসরকারি বিমানবন্দরের নাম কি?
ক. কাজী নজরুল ইসলাম বিমানবন্দর
খ. অমর্ত্য সেন বিমানবন্দর
গ. রবীন্দ্রনাথ ঠাকুর বিমানবন্দর
ঘ. নরেন্দ্র মোদি বিমানবন্দর
উত্তরঃ ক

প্রশ্নঃ বেলফোর ঘোষণা কি?
ক. মধ্যপ্রাচ্যে ইহুদি রাষ্ট্রের ঘোষণা
খ. আরব ও ইহুদিদের মধ্যে শাস্তি স্থাপনের ঘোষণা
গ. মধ্যপ্রোচ্যের আরব সংহতি রক্ষার ঘোষাণা
ঘ. আরব ও ইহুদিদের সংঘর্ষের ঘোষণা
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ লোহিত সাগরের প্রাচীন নাম কী?
ক. অন্ধকার সাগর
খ. মৃত্যু সাগর
গ. সাইনাস আরাবিকাস
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ The capital city of Bhutan is-/ভুটানের রাজধানী কী?
ক. থীম্পু
খ. কাঠমন্ডু
গ. গ্যাংটক
ঘ. কলম্বো
উত্তরঃ ক

প্রশ্নঃ EIU-এর তথ্যমতে, ২০১৫ সালে বিশ্বের কম ব্যয়বহুল বা সস্তা শহর কোনটি?
ক. মস্কো, রাশিয়া
খ. টরেন্টো, কানাডা
গ. সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর
ঘ. করাচি, পাকিস্তান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আই এইচ এস জেনস-এর মতে, বিশ্বে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
ক. রাশিয়া
খ. যুক্তরাষ্ট্র
গ. পাকিস্তান
ঘ. ভারত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস গঠিত হয়েছে-
ক. সাবেক ব্রিটিশ কালোনিসমূহ
খ. ল্যটিন আমেরিকার দেশগুলো নিয়ে
গ. এশিয়া ও আফ্রিকার জাতি-রাষ্ট্র এর সমন্বয়ে
ঘ. সেভিয়েত ইউনিয়ন ভেঙ্গে স্বাধীনতাপ্রাপ্ত রাষ্ট্রসমূহ নিয়ে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী কবে মৃত্যু বরণ করেন?
ক. ৩ জুন ২০১৬
খ. ৫ জুন ২০১৬
গ. ১০ জুন ২০১৬
ঘ. ৭ জুন ২০১৬
উত্তরঃ ক

প্রশ্নঃ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীকে বলা হয়?
ক. Foreign Minister
খ. Secretary of the State
গ. Foreign Secretary
ঘ. International Minister
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটিকে ‘ইউরোপের রণক্ষেত্র’ বলা হয়?
ক. নেদারল্যান্ড
খ. বেলজিয়াম
গ. ফিনল্যান্ড
ঘ. সুইজারল্যান্ড
উত্তরঃ খ

প্রশ্নঃ মোবাইলের প্রথম সিম তৈরি করে যে প্রতিষ্ঠান সেটি কোন দেশের?
ক. রাশিয়া
খ. যুক্তরাজ্য
গ. জার্মানি
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০১৭ অনুযায়ী বিশ্বের কোন দেশে সর্বাধিক বিনিয়োগ হয়েছে?
ক. রাশিয়া
খ. চীন
গ. হংকং
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কিরগিস্তানের রাজধানী কোথায়?
ক. বিশকেক
খ. আলমা আতা
গ. আশাখাবাদ
ঘ. উলানবাটোর
উত্তরঃ ক

প্রশ্নঃ Which of the following US presidents visited Dhaka?/কোন মার্কিন প্রেসিডেন্ট ঢাকা সফরে এসেছিলেন?
ক. জিমি কার্টার(Jimmy Carter)
খ. বিল ক্লিনটন(Bill Clinton)
গ. ঞ্জর্জ বুশ(GW Bush)
ঘ. রিচার্ড নিক্সন(Richard Nixon)
উত্তরঃ খ

প্রশ্নঃ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি?
ক. বুশ হাউজ
খ. ব্লু হাউজ
গ. ক্রোমলিন
ঘ. হোয়াইট লজ
উত্তরঃ খ

প্রশ্নঃ বাদশা ফাহাদের পর সৌদি বাদশা কে হন?
ক. খালেদ
খ. ফয়সাল
গ. আব্দুল আজিজ
ঘ. আবদুল্লাহ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ইউরোপে রেনেসাঁ শুরু হয়-
ক. পঞ্চদশ শতাব্দীতে
খ. ষোড়শ শতাব্দীতে
গ. চতুর্দশ শতাব্দীতে
ঘ. সপ্তদশ শতাব্দীতে
উত্তরঃ গ

প্রশ্নঃ কোপেন হেগেন কোন দেশের রাজধানী?
ক. ডেনমার্ক
খ. বেলজিয়াম
গ. ভিয়েতনাম
ঘ. আর্মেনিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ Who is known as the architect of economic reforms in India? কাকে ভারতের অর্থনীতি সংস্কারের স্থপতি বলা হয়?
ক. Jyoti
খ. Jawaharalal Nehru
গ. Bajpayee
ঘ. Monmohon Singh
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আমেরিকা স্বাধীনতা ঘোষণা করে—
ক. ২ জুলাই, ১৫৫৬
খ. ৩ জুলাই, ১৬৭৬
গ. ৪ জুলাই, ১৭৭৬
ঘ. ৫ জুলাই, ১৮৭৬
উত্তরঃ গ

প্রশ্নঃ হো চি মিন নগরের পূর্ববর্তী নাম কি ছিল?
ক. সায়গন
খ. ভিয়েতমিন
গ. হ্যানয়
ঘ. ভিয়েনতিয়েন
উত্তরঃ ক

প্রশ্নঃ চিকেন নেক কোনটি
ক. সিগিগুড়ি করিডোর
খ. কোলিলি করিডোর
গ. দুই জার্মানির সংযোগস্থাল
ঘ. তিনবিঘা করিডোর
উত্তরঃ ক

প্রশ্নঃ আনুষ্ঠানিক দুই জর্মানি একত্রিত হয়-
ক. ২ অক্টোবর, ১৯৯০
খ. ৩ অক্টোবর, ১৯৯০
গ. ৪ নভেম্বর, ১৯৯০
ঘ. ৫ ডিসেম্বর, ১৯৯০
উত্তরঃ খ

প্রশ্নঃ রাজিব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্মঘাতী মহিলার নাম কি?
ক. নলিনী
খ. নাথু
গ. থানু
ঘ. আনু
উত্তরঃ গ

প্রশ্নঃ আচেহ প্রদেশটি কোন দেশের অংশ?
ক. মালয়েশিয়ার
খ. ইন্দোনেশিয়ার
গ. থাইল্যান্ডের
ঘ. মিয়ানমারের
উত্তরঃ খ

প্রশ্নঃ মিয়ানমারের সামরিক জান্তা কি নামে পরিচিত?
ক. স্টেট মাইনরিটি এনাইহিলেশন কাউন্সিল
খ. স্টেট পিস অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল
গ. সেস্ট মিলিটারি কাউন্সিল
ঘ. স্টেট ল অ্যান্ড অর্ডার রেস্টরেশন কাউন্সিল
উত্তরঃ খ

প্রশ্নঃ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন—
ক. জনগণের সরাসরি ভোটে
খ. প্রতিনিধি পরিষদের ভোটে
গ. সিনেটের ভোটে
ঘ. ইলেকটোরাল কলেজের ভোটে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ভারতের ‘সেভেন সিস্টার্স’ রাজ্যসমূহের অন্তভূক্ত নয়
ক. কেরালা
খ. মনিপুর
গ. ত্রিপুরা
ঘ. মিজোরাম
উত্তরঃ ক

প্রশ্নঃ তাজমহল কোন শতাব্দীতে তৈরি হয়েছিল?
ক. ষোড়শ
খ. সপ্তদশ
গ. অষ্টাদশ
ঘ. উনবিংশ
উত্তরঃ খ

প্রশ্নঃ ফিলিস্তিনিদের মাতৃভূমিতে কখন ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়
ক. ১৯৪৮
খ. ১৯৫০
গ. ১৯৬৭
ঘ. ১৯৭০
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!