প্রশ্নঃ ভারতের প্রথম বেসরকারি বিমানবন্দরের নাম কি?
ক. কাজী নজরুল ইসলাম বিমানবন্দর
খ. অমর্ত্য সেন বিমানবন্দর
গ. রবীন্দ্রনাথ ঠাকুর বিমানবন্দর
ঘ. নরেন্দ্র মোদি বিমানবন্দর
উত্তরঃ ক
প্রশ্নঃ বেলফোর ঘোষণা কি?
ক. মধ্যপ্রাচ্যে ইহুদি রাষ্ট্রের ঘোষণা
খ. আরব ও ইহুদিদের মধ্যে শাস্তি স্থাপনের ঘোষণা
গ. মধ্যপ্রোচ্যের আরব সংহতি রক্ষার ঘোষাণা
ঘ. আরব ও ইহুদিদের সংঘর্ষের ঘোষণা
উত্তরঃ ক
প্রশ্নঃ লোহিত সাগরের প্রাচীন নাম কী?
ক. অন্ধকার সাগর
খ. মৃত্যু সাগর
গ. সাইনাস আরাবিকাস
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ
প্রশ্নঃ The capital city of Bhutan is-/ভুটানের রাজধানী কী?
ক. থীম্পু
খ. কাঠমন্ডু
গ. গ্যাংটক
ঘ. কলম্বো
উত্তরঃ ক
প্রশ্নঃ EIU-এর তথ্যমতে, ২০১৫ সালে বিশ্বের কম ব্যয়বহুল বা সস্তা শহর কোনটি?
ক. মস্কো, রাশিয়া
খ. টরেন্টো, কানাডা
গ. সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর
ঘ. করাচি, পাকিস্তান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ আই এইচ এস জেনস-এর মতে, বিশ্বে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
ক. রাশিয়া
খ. যুক্তরাষ্ট্র
গ. পাকিস্তান
ঘ. ভারত
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস গঠিত হয়েছে-
ক. সাবেক ব্রিটিশ কালোনিসমূহ
খ. ল্যটিন আমেরিকার দেশগুলো নিয়ে
গ. এশিয়া ও আফ্রিকার জাতি-রাষ্ট্র এর সমন্বয়ে
ঘ. সেভিয়েত ইউনিয়ন ভেঙ্গে স্বাধীনতাপ্রাপ্ত রাষ্ট্রসমূহ নিয়ে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী কবে মৃত্যু বরণ করেন?
ক. ৩ জুন ২০১৬
খ. ৫ জুন ২০১৬
গ. ১০ জুন ২০১৬
ঘ. ৭ জুন ২০১৬
উত্তরঃ ক
প্রশ্নঃ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীকে বলা হয়?
ক. Foreign Minister
খ. Secretary of the State
গ. Foreign Secretary
ঘ. International Minister
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের কোনটিকে ‘ইউরোপের রণক্ষেত্র’ বলা হয়?
ক. নেদারল্যান্ড
খ. বেলজিয়াম
গ. ফিনল্যান্ড
ঘ. সুইজারল্যান্ড
উত্তরঃ খ
প্রশ্নঃ মোবাইলের প্রথম সিম তৈরি করে যে প্রতিষ্ঠান সেটি কোন দেশের?
ক. রাশিয়া
খ. যুক্তরাজ্য
গ. জার্মানি
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ গ
প্রশ্নঃ বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০১৭ অনুযায়ী বিশ্বের কোন দেশে সর্বাধিক বিনিয়োগ হয়েছে?
ক. রাশিয়া
খ. চীন
গ. হংকং
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কিরগিস্তানের রাজধানী কোথায়?
ক. বিশকেক
খ. আলমা আতা
গ. আশাখাবাদ
ঘ. উলানবাটোর
উত্তরঃ ক
প্রশ্নঃ Which of the following US presidents visited Dhaka?/কোন মার্কিন প্রেসিডেন্ট ঢাকা সফরে এসেছিলেন?
ক. জিমি কার্টার(Jimmy Carter)
খ. বিল ক্লিনটন(Bill Clinton)
গ. ঞ্জর্জ বুশ(GW Bush)
ঘ. রিচার্ড নিক্সন(Richard Nixon)
উত্তরঃ খ
প্রশ্নঃ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি?
ক. বুশ হাউজ
খ. ব্লু হাউজ
গ. ক্রোমলিন
ঘ. হোয়াইট লজ
উত্তরঃ খ
প্রশ্নঃ বাদশা ফাহাদের পর সৌদি বাদশা কে হন?
ক. খালেদ
খ. ফয়সাল
গ. আব্দুল আজিজ
ঘ. আবদুল্লাহ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ইউরোপে রেনেসাঁ শুরু হয়-
ক. পঞ্চদশ শতাব্দীতে
খ. ষোড়শ শতাব্দীতে
গ. চতুর্দশ শতাব্দীতে
ঘ. সপ্তদশ শতাব্দীতে
উত্তরঃ গ
প্রশ্নঃ কোপেন হেগেন কোন দেশের রাজধানী?
ক. ডেনমার্ক
খ. বেলজিয়াম
গ. ভিয়েতনাম
ঘ. আর্মেনিয়া
উত্তরঃ ক
প্রশ্নঃ Who is known as the architect of economic reforms in India? কাকে ভারতের অর্থনীতি সংস্কারের স্থপতি বলা হয়?
ক. Jyoti
খ. Jawaharalal Nehru
গ. Bajpayee
ঘ. Monmohon Singh
উত্তরঃ ঘ
প্রশ্নঃ আমেরিকা স্বাধীনতা ঘোষণা করে—
ক. ২ জুলাই, ১৫৫৬
খ. ৩ জুলাই, ১৬৭৬
গ. ৪ জুলাই, ১৭৭৬
ঘ. ৫ জুলাই, ১৮৭৬
উত্তরঃ গ
প্রশ্নঃ হো চি মিন নগরের পূর্ববর্তী নাম কি ছিল?
ক. সায়গন
খ. ভিয়েতমিন
গ. হ্যানয়
ঘ. ভিয়েনতিয়েন
উত্তরঃ ক
প্রশ্নঃ চিকেন নেক কোনটি
ক. সিগিগুড়ি করিডোর
খ. কোলিলি করিডোর
গ. দুই জার্মানির সংযোগস্থাল
ঘ. তিনবিঘা করিডোর
উত্তরঃ ক
প্রশ্নঃ আনুষ্ঠানিক দুই জর্মানি একত্রিত হয়-
ক. ২ অক্টোবর, ১৯৯০
খ. ৩ অক্টোবর, ১৯৯০
গ. ৪ নভেম্বর, ১৯৯০
ঘ. ৫ ডিসেম্বর, ১৯৯০
উত্তরঃ খ
প্রশ্নঃ রাজিব গান্ধীকে হত্যার জন্য বোমা বহনকারী আত্মঘাতী মহিলার নাম কি?
ক. নলিনী
খ. নাথু
গ. থানু
ঘ. আনু
উত্তরঃ গ
প্রশ্নঃ আচেহ প্রদেশটি কোন দেশের অংশ?
ক. মালয়েশিয়ার
খ. ইন্দোনেশিয়ার
গ. থাইল্যান্ডের
ঘ. মিয়ানমারের
উত্তরঃ খ
প্রশ্নঃ মিয়ানমারের সামরিক জান্তা কি নামে পরিচিত?
ক. স্টেট মাইনরিটি এনাইহিলেশন কাউন্সিল
খ. স্টেট পিস অ্যান্ড ডেভেলপমেন্ট কাউন্সিল
গ. সেস্ট মিলিটারি কাউন্সিল
ঘ. স্টেট ল অ্যান্ড অর্ডার রেস্টরেশন কাউন্সিল
উত্তরঃ খ
প্রশ্নঃ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন—
ক. জনগণের সরাসরি ভোটে
খ. প্রতিনিধি পরিষদের ভোটে
গ. সিনেটের ভোটে
ঘ. ইলেকটোরাল কলেজের ভোটে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ভারতের ‘সেভেন সিস্টার্স’ রাজ্যসমূহের অন্তভূক্ত নয়
ক. কেরালা
খ. মনিপুর
গ. ত্রিপুরা
ঘ. মিজোরাম
উত্তরঃ ক
প্রশ্নঃ তাজমহল কোন শতাব্দীতে তৈরি হয়েছিল?
ক. ষোড়শ
খ. সপ্তদশ
গ. অষ্টাদশ
ঘ. উনবিংশ
উত্তরঃ খ
প্রশ্নঃ ফিলিস্তিনিদের মাতৃভূমিতে কখন ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়
ক. ১৯৪৮
খ. ১৯৫০
গ. ১৯৬৭
ঘ. ১৯৭০
উত্তরঃ ক
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)