প্রশ্নঃ উইলস্টন চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন—
ক. ব্রিটেন
খ. ফ্রান্স
গ. ইতালি
ঘ. জার্মানি
উত্তরঃ ক
প্রশ্নঃ এশীয় অবকাঠামো বিনিয়গ ব্যাংক (AIIB)- এর প্রতিষ্ঠাতা দেশ কতটি?
ক. ৫৫
খ. ৫৯
গ. ৫৭
ঘ. ৫০
উত্তরঃ গ
প্রশ্নঃ বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট?
ক. ৪৬
খ. ৩৬
গ. ৪৪
ঘ. ৫৪
উত্তরঃ গ
প্রশ্নঃ ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের কোন প্রদেশের অন্তর্ভুক্ত ছিল?
ক. অন্ধ্র
খ. বোম্বাই
গ. রাজস্থান
ঘ. উত্তর প্রদেশ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি?
ক. রবার্ট ওয়ালপোল
খ. চার্চিল
গ. জন এডামস
ঘ. জন ওয়ালপোল
উত্তরঃ ক
প্রশ্নঃ The ballot is stronger than bullet’ Quoted by-/’বুলেটের চাইতে ব্যালট শক্তিশালী’ উক্তিটি কার?
ক. লিংকন(Linclon)
খ. চার্চিল(W. Churchill)
গ. হিটলার(Hitler)
ঘ. মুসোলিনী(B. Mussolini)
উত্তরঃ ক
প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম বাঁধের নাম কি?
ক. গ্র্যান্ড কুলি বাঁধ (যুক্তরাষ্ট্র)
খ. সরদার সরোবর বাঁধ (ভারত)
গ. গার্ডিন বাঁধ (কানাডা)
ঘ. সামারা বাঁধ (রাশিয়া)
উত্তরঃ ক
প্রশ্নঃ মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের বর্তমান স্পিকার?
ক. ন্যান্সি পেলোসি
খ. হিলারি ক্লিনটন
গ. কিথ এলিসন
ঘ. আরনল্ড শোয়ার্জনেগার
উত্তরঃ ক
প্রশ্নঃ তক্ষশীলা কোন দেশে অবস্থিত?
ক. ভারতে
খ. পাকিস্তানে
গ. শ্রীলংকায়
ঘ. আফগানিস্তানে
উত্তরঃ খ
প্রশ্নঃ আমেরিকার কোন প্রেসিডেন্ট তিন মেয়াদ ক্ষমতায় ছিলেন?
ক. ট্রুমান
খ. ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
গ. জেমস মেডিসন
ঘ. থিওডর রুজভেল্ট
উত্তরঃ খ
প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের নিগ্রোদের অধিকার আদায়ের আন্দোলনের অহিংসবাদী নেতা কে ছিলেন?
ক. হেনরি
খ. মার্টিন লুথার কিং
গ. দেসমন্ড টুটু
ঘ. কেনেথ কাউন্ডা
উত্তরঃ খ
প্রশ্নঃ চীনের প্রাচীরের দৈর্ঘ্য কত মাইল?
ক. ২৪৮০
খ. ২২০০
গ. ৩৪২৪
ঘ. ৩২০০
উত্তরঃ গ
প্রশ্নঃ The Story of My Experiments with Truth’ বইয়ের লেখক
ক. মহাত্মা গান্ধী
খ. জওহরলাল নেহেরু
গ. ইন্ধিরা গান্ধী
ঘ. মতিলাল নেহেরু
উত্তরঃ ক
প্রশ্নঃ ফালুন গং কী?
ক. চীনের একটি ধর্ম
খ. চীনের একটি আধ্যাত্মিক আন্দোলন
গ. চীনের একটি উপজাতি
ঘ. চীনের একটি উপগ্রহ
উত্তরঃ খ
প্রশ্নঃ বেনিটো মুসোলিনী কোন দেশের নেতা ছিলেন?
ক. ফ্রান্স
খ. ব্রিটেন
গ. ইটালি
ঘ. পর্তুগাল
উত্তরঃ গ
প্রশ্নঃ রোম ভিত্তিক গণ-আদালত Permanent People’s Tribunal (PPT) কবে প্রতিষ্ঠিত হয়?
ক. ২৪ জুন ১৯৭৯
খ. ২৪ জুন ১৯৮৫
গ. ২৪ জুন ১৯৭৬
ঘ. ২৪ জুন ১৯৭৮
উত্তরঃ ক
প্রশ্নঃ সকাল বেলার শান্তি বলা হয় কোনটিকে?
ক. ফিনল্যান্ডকে
খ. কোরিয়াকে
গ. থাইল্যান্ডকে
ঘ. ইতালিকে
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘হল্যান্ড’ কোন দেশের পুরাতন নাম?
ক. ইংল্যান্ড
খ. নেদারল্যান্ড
গ. সুইডেন
ঘ. নিউজিল্যান্ড
উত্তরঃ খ
প্রশ্নঃ সৌদি আরবের রাজধানী-
ক. জেদ্দা
খ. মক্কা
গ. মদীনা
ঘ. রিয়াদ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ জাপান পুনরায় পরমাণু বিদ্যুৎকেন্দ্র চালু করে কবে?
ক. ১৫ আগস্ট ২০১৫
খ. ১৩ আগস্ট ২০১৫
গ. ১১ আগস্ট ২০১৫
ঘ. ১০ আগস্ট ২০১৫
উত্তরঃ গ
প্রশ্নঃ City of flowering treesবলা হয কোন শহরকে?/ Which city is called ‘The City of Flowering Trees’?
ক. হারারে(Harare)
খ. সুইজারল্যান্ড(Switzerland)
গ. প্যারিস(Paris)
ঘ. ভেনিস(Venice)
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘বুজুমবুরা’ কোন দেশের রাজধানী?
ক. রুয়ান্ডা
খ. জায়ার
গ. বুরুন্ডি
ঘ. হাইতি
উত্তরঃ গ
প্রশ্নঃ ভারতের প্রথম লোকসভা গঠিত হয় কবে?
ক. ১৯৪৭ সালে
খ. ১৯৪৯ সালে
গ. ১৯৫০ সালে
ঘ. ১৯৫২ সালে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘আবু গারিব’ বলিতে বুঝায়?
ক. একজন বিখ্যাত দার্শনিক
খ. একটি যাদুঘর
গ. একটি জেলখানা
ঘ. একজন বৈজ্ঞানিক
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে সমুদ্র সীমা বিরোধ কোন সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয়?
ক. Permanent Court of Justice
খ. International Tribunal for the Law of the Sea
গ. International Court of Justice
ঘ. Permanent Court of Arbitration
উত্তরঃ খ
প্রশ্নঃ নমপেন কোন দেশের রাজধানী?
ক. লাওস
খ. কম্বোডিয়া
গ. থাইল্যান্ড
ঘ. ভিয়েতনাম
উত্তরঃ খ
প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি কোনটি?
ক. British Musuem Library
খ. Lanin State Library
গ. National Library of Japan
ঘ. United State Library of Congress
ঙ. Academy of Science Library
উত্তরঃ ঘ
প্রশ্নঃ The capital city of Kazakhstan is—/কাজাকিস্তান এর রাজধানরি নাম কি?
ক. Amla-Ata
খ. Dushanbe
গ. Bisbee
ঘ. Taskhand
ঙ. None of these
উত্তরঃ ঙ
প্রশ্নঃ চীনে কত সালে কমিউনিজম প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৭১
খ. ১৯৫০
গ. ১৯৮০
ঘ. ১৯৪৯
উত্তরঃ ঘ
প্রশ্নঃ আয়ারল্যান্ড কবে ব্রিটেনের অঙ্গরাজ্যে পরিণত হয়?
ক. ১৬০১
খ. ১৬০৩
গ. ১৬১০
ঘ. ১৬৯০
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)