আন্তর্জাতিক বিষয়াবলী-৭৬

প্রশ্নঃ বার্মার নাম নিম্নের কোন সালে মায়ানমার করা হয়?
ক. ১৯৯০ সালে
খ. ১৯৮৯ সালে
গ. ১৯৮৮ সালে
ঘ. কোনটিই না
উত্তরঃ খ

প্রশ্নঃ ফরাসি বিপ্লবের মতবাদ বা শ্লোগানের প্রবক্তা কে ছিলেন?
ক. মোপাসো
খ. ভলতেয়ার
গ. বারট্রান্ড রাসেল
ঘ. রুশো
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কোন রাজার শাসন আমলে ফরাসি বিপ্লব সূচীত হয়?
ক. ত্রয়োদশ লুই
খ. চতুর্দশ লুই
গ. পঞ্চদশ লুই
ঘ. ষোড়শ লুই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ গ্রানাডাতে যুক্তরাষ্ট্র কত সালে সামরিক আগ্রাসন চালিয়েছিল?
ক. ১৯৭৯ সালে
খ. ১৯৮৩ সালে
গ. ১৯৮৫ সালে
ঘ. ১৯৮৭ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ বিশ্বের কোন দুটি দেশ প্রথম হটলাইন চালু করে?
ক. জার্মানি – জাপান
খ. জাপান – রাশিয়া
গ. ইরান – রাশিয়া
ঘ. যুক্তরাষ্ট্র – রাশিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মঙ্গোলিয়ার রাজধানীর নাম-
ক. লাসা
খ. থিম্পু
গ. উলানবাটোর
ঘ. মংড়ু
উত্তরঃ গ

প্রশ্নঃ মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট প্রথম আততায়ীর গুলিতে নিহত হন?
ক. জন এফ কেনেডী
খ. আব্রাহাম লিঙ্কন
গ. উড্রো উইলসন
ঘ. টমাস জেফারসন
উত্তরঃ খ

প্রশ্নঃ ১৯৪৭ সালে ব্রিটিশ বিতাড়নকালে কাশ্নীর ছিল-
ক. মুসলিম সংখ্যাগরিষ্ঠ
খ. হিন্দু রাজা শাসিত
গ. একটি করদ রাজ্য
ঘ. এর সবগুলোই সত্যা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Addis Ababa is the capital city of–/ আদ্দিস আবাবা কোন দেশের রাজধানী?
ক. Romania
খ. Uruguay
গ. South Africa
ঘ. Ethiopia
ঙ. Newzealand
উত্তরঃ ঘ

প্রশ্নঃ The name of the capital of Finland is :/ফিনল্যান্ডের রাজধানীর নাম কি?
ক. Copenhagen
খ. Berlin
গ. Helsinki
ঘ. Hague
উত্তরঃ গ

প্রশ্নঃ যে বছর রাশিয়ায় বলশেভিক বিপ্লব সংঘটিত হয়-
ক. ১৯১৬
খ. ১৯১৭
গ. ১৯৪৯
ঘ. ১৯৬২
উত্তরঃ খ

প্রশ্নঃ দালাইনামা কোন দেশের নাগরিক?
ক. ভারত
খ. চীন
গ. মঙ্গোলিয়া
ঘ. তিব্বত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ৫ জুন ২০১৭ ভারত মহাকাশে কোন রকেটটি উৎক্ষেপণ করে?
ক. GSLV Mark IV
খ. GSLV Mark III
গ. GSLV Mark II
ঘ. GSLV Mark I
উত্তরঃ খ

প্রশ্নঃ 7 sisters কোন দেশে অবস্থিত?
ক. ভারত
খ. পাকিস্তান
গ. মায়ানমার
ঘ. শ্রীলঙ্কা
উত্তরঃ ক

প্রশ্নঃ মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস কোনটি?
ক. ১৪ জুলাই
খ. ১৪ আগস্ট
গ. ৪ জুলাই
ঘ. ২৩ মার্চ
উত্তরঃ গ

প্রশ্নঃ Which world famous leader’s body is still preserved, not yet buried and displayed in public?
ক. Lelin
খ. Stalin
গ. Karl Marx
ঘ. Dally
ঙ. None of these
উত্তরঃ ক

প্রশ্নঃ মলদোভার মুদ্রার নাম কি?
ক. লিরা
খ. লিউ
গ. ইউরো
ঘ. রিংগিত
উত্তরঃ খ

প্রশ্নঃ ইয়াসির আরাফাত কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন?
ক. প্যালেস্টাইন
খ. মিশর
গ. ইসরাইল
ঘ. সিরিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ তিয়েনমেন স্কয়ার অবস্থিত
ক. নিউইয়র্ক
খ. লন্ডন
গ. বেইজিং
ঘ. প্যারিস
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমানাযুক্ত?
ক. ভারত
খ. চীন
গ. মায়ানমার
ঘ. বাংলাদেশ
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বিপ্লবের মধ্য দিয়ে বাস্তিল দুর্গের পতন ঘটে? অথবা ‘Fall of the Bastill’ is associated with–
ক. আমেরিকার বিপ্লব
খ. ফরাসি বিপ্লব
গ. বলশেভিক বিপ্লব
ঘ. ইংলিশ বিপ্লব
উত্তরঃ খ

প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে কত নূন্যতম ইলেকটোরাল ভোটের প্রয়োজন?
ক. ২৭২
খ. ২৭১
গ. ২৭০
ঘ. ২৬৮
উত্তরঃ গ

প্রশ্নঃ বর্তমানে (২০১৫) বিশ্বের শীর্ষ ধনী ব্যাক্তি কে?
ক. কার্লোস স্লিম হেলু
খ. ওয়ারেন বাফেট
গ. অ্যামানসিও ওর্তেগা
ঘ. বিল গেটস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বর্তমান পৃথিবীর একক পরাশক্তি কে?
ক. জাপান
খ. মার্কিন যুক্তরাষ্ট্র
গ. রাশিয়া
ঘ. চীন
উত্তরঃ খ

প্রশ্নঃ ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম কি?
ক. নিকোলাস সার্কোজি
খ. জ্যাক শিরাক
গ. ফ্রঁসিয়ে মিতেরাঁ
ঘ. জেনারেল দ্য গল
উত্তরঃ ক

প্রশ্নঃ বেলফোর ঘোষণা কোন রাষ্ট্রের প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত?
ক. পাকিস্তান
খ. কাসোভো
গ. ইসরায়েল
ঘ. কিউবা
উত্তরঃ গ

প্রশ্নঃ Palestinian self-rule has been established in:/ প্যাসেস্টাইন স্ব-শাসন প্রতিষ্ঠিত হয়েছে
ক. Jordan
খ. West Bank and Gaza strrip
গ. Sinai Peninsula
ঘ. Jerusalem
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন দেশের আকৃতি অনেকটা বুট জুতার মত?
ক. জার্মানি
খ. রাশিয়া
গ. ইতালি
ঘ. অস্ট্রিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ Which country does not have access to sea?/কোন দেশটির সমুদ্রে প্রবেশিধাকার নেই?
ক. থাইল্যান্ড(Thailand)
খ. ফ্রান্স(France)
গ. জাপান(Japan)
ঘ. আফগানিস্তান(Afghanistan)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর নাম কি?
ক. Duge Bridge
খ. Sidu River Bridge
গ. Beipanjiang Bridge
ঘ. Yachi River Bridge
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!