প্রশ্নঃ আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত?
ক. মিশর
খ. ইরান
গ. ইরাক
ঘ. সিরিয়া
উত্তরঃ ঘ
প্রশ্নঃ পেপাল (PayPal) কি?
ক. অনলাইনে তথ্য আদান-প্রদানের মাধ্যম
খ. অনলাইনে অর্থ লেনদেন করার মাধ্যম
গ. একটি ওয়েব সাইটের নাম
ঘ. একটি জঙ্গি সংগঠন
উত্তরঃ খ
প্রশ্নঃ ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে উপমহাদেশের কোন শিল্পের ধংস হয়?
ক. বস্ত্র শিল্প
খ. কুটির শিল্প
গ. কাগজ শিল্প
ঘ. পাট শিল্প
উত্তরঃ খ
প্রশ্নঃ Where is Wall Street located?/ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত?
ক. লন্ডন(London)
খ. নিউইয়র্ক(New York)
গ. সিডনি(Sydney)
ঘ. ওয়াশিংটন ডি.সি (Washington D.C)
উত্তরঃ খ
প্রশ্নঃ এস্তোনিয়ার রাজধানীর নাম কি?
ক. ভিলনিয়াস
খ. রিগা
গ. তাল্লিন
ঘ. লিমা
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন দেশের সংবিধান সবচেয়ে ছোট?
ক. যুক্তরাষ্ট্রের
খ. কানাডার
গ. জাপানের
ঘ. ভারতের
উত্তরঃ ক
প্রশ্নঃ The capital of United Arab Emirates is:/ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী–
ক. Dubai
খ. Abu Dhabi
গ. Sharjah
ঘ. Al Ain
উত্তরঃ খ
প্রশ্নঃ কাতালোনিয়ার স্বাধীনতাকামী নেতার নাম কি?
ক. কার্লোস পুজদেমন
খ. মারিয়ানো রাজয়
গ. হুয়ান কার্লোস
ঘ. ষষ্ঠ ফিলিপ
উত্তরঃ ক
প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ক কে?
ক. আব্রাহাম লিংকন
খ. জর্জ ওয়াশিংটন
গ. জন এফ কেনেডি
ঘ. বিল ক্লিনটন
উত্তরঃ খ
প্রশ্নঃ চীনের তৈরি প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের নাম কী?
ক. Comac D919
খ. Comac C919
গ. Comac B919
ঘ. Comac A919
উত্তরঃ খ
প্রশ্নঃ থাই-শব্দ ‘কোমেন’ -এর অর্থ কি?
ক. বিনাশকারী
খ. বিস্ফোরক
গ. ধ্বংসকারী
ঘ. সৃষ্টিশীল
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন দেশের সাথে আর্কটিকের বৃহত্তম সীমান্ত?
ক. আমেরিকা
খ. নরওয়ে
গ. কানাডা
ঘ. রাশিয়া
উত্তরঃ ঘ
প্রশ্নঃ Orient Houseকার সদর দপ্তর
ক. প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন
খ. বিট্রিশ লেবার পার্টি
গ. যুক্তরাষ্ট্রের ডেমোক্রটিক পার্টি
ঘ. ভারতীয় জাতীয় কংগ্রেস
উত্তরঃ ক
প্রশ্নঃ সারায়েভো কোন দেশের রাজধানী?
ক. বসনিয়া-হারজেগোভিনা
খ. ক্রোয়েশিয়া
গ. যুগোস্লাভিয়া
ঘ. আলবেনিয়া
উত্তরঃ ক
প্রশ্নঃ ঝাড়খন্ড ভারতের কততম প্রদেশ?
ক. ২৫ তম
খ. ২৬ তম
গ. ২৭ তম
ঘ. ২৮ তম
উত্তরঃ ঘ
প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের নাম কি?
ক. আল গোর
খ. জো বাইডেন
গ. জর্জ বুশ
ঘ. ডিক চেনী
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন তিনজন দার্শনিককে Wise men of the old বলা হয়?
ক. প্লেটো, এরিস্টটল, ম্যাকিয়াভেলী
খ. সক্রেটিস, প্লেটো, অ্যাস্টিন
গ. হবস, লক, রুশো
ঘ. সক্রেটিস, প্লেটো, এরিস্টটল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ দক্ষিণ এশীয় উপগ্রহ কবে উৎক্ষেপণ করা হয়?
ক. ৪ মে ২০১৭
খ. ৫ মে ২০১৭
গ. ৪ মার্চ ২০১৭
ঘ. ৭ মার্চ ২০১৭
উত্তরঃ খ
প্রশ্নঃ বিশ্বের নতুনতম রাষ্ট্র কোনটি?
ক. লাইবেরিয়া
খ. দক্ষিণ সুদান
গ. পূর্ব তিমুর
ঘ. তাইওয়ান
উত্তরঃ খ
প্রশ্নঃ হারারে-এর পুরাতন নাম–
ক. সলসবেরী
খ. ফরমুজা
গ. পেট্রোগ্রাড
ঘ. রোডেসিযা
উত্তরঃ ক
প্রশ্নঃ Mein-Kampf-এর লেখক কে?
ক. উইনস্টোন চার্চিল
খ. কার্ল মার্কস
গ. এডলফ হিটলার
ঘ. আবুল কালাম
উত্তরঃ গ
প্রশ্নঃ ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবনাবসান হয় কোথায়?
ক. ওয়াটার লু নামক স্থানে
খ. দ্বীপ এনাবার্তে
গ. ভার্সাই নগরিতে
ঘ. সেন্ট হেলেনা দ্বীপে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ আইফেল টাওয়ার কোথায় অবস্থিত?
ক. লন্ডনে
খ. মিউনিখে
গ. হংকং-এ
ঘ. প্যারিসে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘টাইগার হিল’ কোথায়?
ক. নেপালে
খ. দার্জিলিংযে
গ. জেরুজালেমে
ঘ. কাশ্মীরে
উত্তরঃ খ, ঘ
প্রশ্নঃ বর্ণবাদী নীতি, কোথায় প্রচলিত ছিল?
ক. দক্ষিণ আফ্রিকা
খ. রুয়ান্ডা
গ. জিম্বাবুয়ে
ঘ. পাপুয়া নিউনিগি
উত্তরঃ ক
প্রশ্নঃ ভারতের কোন প্রধানমন্ত্রী বোফর্স অন্ত্র কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন?
ক. রাজিব গান্ধী
খ. ইন্দিরা গান্ধী
গ. নরসীমা রাও
ঘ. বাজপেয়ী
উত্তরঃ ক
প্রশ্নঃ মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের রাজনৈতিক দলের নাম কি?
ক. ডেমোক্রেটিক পার্টি
খ. রিপাবলিকান পার্টি
গ. লেবার পার্টি
ঘ. কনজারভেটিভ পার্টি
উত্তরঃ ক
প্রশ্নঃ রেললাইন ছাড়া বিশ্বের প্রথম স্মার্ট ট্রেন চালু করেছে কোন দেশ?
ক. ফ্রান্স
খ. চীন
গ. জাপান
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ খ
প্রশ্নঃ সৌরশক্তি চালিত বিশ্বের প্রথম পার্লামেন্টে ভবনের অধিকারী কোন দেশ?
ক. জাপান
খ. জার্মানি
গ. ভারত
ঘ. পাকিস্তান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ রুমানিয়ার রাজধানী-
ক. বুদাপেস্ট
খ. বেলগ্রেড
গ. সমরখন্দ
ঘ. বুখারেস্ট
উত্তরঃ ঘ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)