প্রশ্নঃ বিশ্বের কোন দেশে সর্বাধিক খ্রিস্টান বাস করে?
ক. চীন
খ. রাশিয়া
গ. যুক্তরাষ্ট্র
ঘ. ফিলিপাইন
উত্তরঃ গ
প্রশ্নঃ এডলফ হিটলার কোন দেশে জন্মগ্রহণ করেন?
ক. অস্ট্রিয়া
খ. ইতালি
গ. জার্মানি
ঘ. ফ্রান্স
উত্তরঃ ক
প্রশ্নঃ ইয়াসির আরাফাত কোন সনে PLO-র চেয়ারম্যান হন?
ক. ১৯৬৪ সালে
খ. ১৯৬৯ সালে
গ. ১৯৭০ সালে
ঘ. ১৯৭১ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ হাম্বানটোটা (Hambantota) গভীর সমুদ্রবন্দর কোন দেশে অবস্থিত?
ক. শ্রীলংকা
খ. মালদ্বীপ
গ. ভারত
ঘ. নেপাল
উত্তরঃ ক
প্রশ্নঃ The beginning of the Renaissance may be traced to the city of:
ক. Venice
খ. London
গ. Paris
ঘ. Florence
উত্তরঃ ঘ
প্রশ্নঃ দেশ রাজধানীর একই নাম–
ক. তাইওয়ান
খ. উগান্ডা
গ. জিবুতি
ঘ. কোস্টারিকা
উত্তরঃ গ
প্রশ্নঃ মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে কোন দেশটি প্রত্যক্ষভাবে সাহায্য করে?
ক. স্পেন
খ. রাশিয়া
গ. দক্ষিণ আমেরিকা
ঘ. ফ্রান্স
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ব্রুনেই এর আয়ের প্রধান উৎস কি?
ক. পর্যটন
খ. সোনার খনি
গ. পেট্রোলিয়াম উৎপাদন
ঘ. বনজ সম্পদ
উত্তরঃ গ
প্রশ্নঃ সম্প্রতি ভারত Google-কে নিচের কোন প্রোগ্রামের জন্য ছবি তোলা থেকে বিরত করে?
ক. Google Earth
খ. Street View
গ. Road Image
ঘ. Google Map
উত্তরঃ খ
প্রশ্নঃ জাতির জনক হিসেবে পরিচিত, কিন্তু কখনো রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হননি
ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ. মোহাম্মদ আলী জিন্নাহ
গ. নেলসন ম্যান্ডেলা
ঘ. মহাত্মা গান্ধী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত ?
ক. উত্তর আমেরিকা
খ. দক্ষিণ আমেরিকা
গ. ইউরোপ
ঘ. আফ্রিকা
উত্তরঃ খ
প্রশ্নঃ ফ্রান্সের নেপোলিয়ান বোনাপার্ট ক্ষমতায় এসেছিলেন?
ক. ১৭৮৯
খ. ১৭৯৯
গ. ১৮০২
ঘ. ১৭৫৪
উত্তরঃ খ
প্রশ্নঃ হংকংয়ের প্রথম নারী প্রধান নির্বাহী কে?
ক. সাই ইং ওয়েন
খ. চেন জুহং
গ. ক্যারি ল্যাম
ঘ. মার্গারেট চ্যান
উত্তরঃ গ
প্রশ্নঃ গৌরবময় বিপ্লব সংগঠিত হয়–
ক. ১৬৮৮ সালে
খ. ১৭৮৮ সালে
গ. ১৮৮৮ সালে
ঘ. ১৯৮৮ সালে
উত্তরঃ ক
প্রশ্নঃ সেইন্ট পিটার্সবার্গ শহরের প্রাক্তন নাম-
ক. লেলিনগ্রাড
খ. স্টালিনগ্রাড
গ. মস্কো
ঘ. তিউলা
উত্তরঃ ক
প্রশ্নঃ কত সালে নানকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যে চুক্তির অধীনে ব্রিটিশ কলোনি হিসেবে ঘোষণা দেয়া হয়েছিল?
ক. ১৮৩৯
খ. ১৮৪২
গ. ১৮৪৩
ঘ. ১৮৫৬
উত্তরঃ খ
প্রশ্নঃ লেনিনগ্রেড শহরের বর্তমান নাম কি?
ক. সেন্ট পিটার্সবার্গ
খ. কিয়েভ
গ. ভ্লাদিভস্টক
ঘ. ভলগাগ্রাড
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘শারম আল শেখ’ কি?
ক. মিশরের অবকাশ কেন্দ্র
খ. আরব আমিরাতের সমুদ্রবন্দর
গ. ব্রিটেনের পর্যটন কেন্দ্র
ঘ. বিখ্যাত ভূ-উপগ্রহ কেন্দ্র
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘Nippon’ is the old name of-/ ‘নিপ্পন’ কোন দেশের পুরাতন নাম?
ক. চীন(China)
খ. জাপান(Japan)
গ. ভারত(India)
ঘ. পাকিস্তান(Pakistan)
উত্তরঃ খ
প্রশ্নঃ আমেরিকা অর্থাৎ বর্তমান ইউএসএ ব্রিটেনের একটি কলোনী ছিল। ব্রিটেনের হাত হতে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জনের জন্য তাদের দীর্ঘদিন যুদ্ধ করতে হয়। এ যুদ্ধে তাদের প্রত্যক্ষ সাহায্য প্রদান করে ইউরোপের একটি দেশ। সে কোন দেশটি?
ক. জার্মানি
খ. স্পেন
গ. ফ্রান্স
ঘ. পর্তুগাল
উত্তরঃ গ
প্রশ্নঃ ২০১৭ সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোন শহর?
ক. ঢাকা (বাংলাদেশ)
খ. টোকিও (জাপান)
গ. বেইজিং (চীন)
ঘ. কোনাক্রি (গিনি)
উত্তরঃ ঘ
প্রশ্নঃ গ্রেট বিয়ার লেক কোথায় অবস্থিত?
ক. দক্ষিণ আফ্রিকা
খ. যুক্তরাষ্ট্র
গ. কানাডা
ঘ. ফিনল্যান্ড
উত্তরঃ গ
প্রশ্নঃ নিম্নলিখিত শহরের কোনটি আলবেনিয়ার রাজধানী?
ক. বুদাপেস্ট
খ. প্রাগ
গ. এথেন্স
ঘ. তিরানা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ Which among the following battles was not faught by Napoleon?/ নিম্নলিখিত যুদ্ধগুলোর মধ্যে কোন যুদ্ধটি নেপোলিয়ন করেন নি?
ক. Battle of Waterloo
খ. Battle of Leipzig
গ. Battle of Trafalgar
ঘ. Battle of Jutland
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন দেশটি কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস (CIS) এর সদস্য রাষ্ট্র?
ক. পোল্যান্ড
খ. চীন
গ. বেলারুশ
ঘ. জার্মানি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ গোল্ড কোস্ট কোন দেশের পুরাতন মান?
ক. বেনিন
খ. ঘানা
গ. নাইজেরিয়া
ঘ. মিশর
উত্তরঃ খ
প্রশ্নঃ সুদান-এর রাজধানী-
ক. মোগাদিসু
খ. ত্রিপলী
গ. খার্তুম
ঘ. কায়রো
উত্তরঃ গ
প্রশ্নঃ ব্লু-হোয়েল (Blue-Whale) নামক সুইসাইড গেম-এর স্রষ্টা কে?
ক. মাইকেল স্টার্ন (অস্ট্রিয়া)
খ. গ্রেস হুপার (যুক্তরাষ্ট্র)
গ. ফিলিপ বুদেইকিন (রাশিয়া)
ঘ. অ্যাডা লাভলেস (ব্রিটেন)
উত্তরঃ গ
প্রশ্নঃ What is the former name of Srilanka?/শ্রীলঙ্কার প্রাক্তন নাম কি?
ক. Cylone
খ. Ceylon
গ. Shin Hall
ঘ. Sealons
উত্তরঃ গ
প্রশ্নঃ বাকিংহাম প্রাসাদে বাস করেন—
ক. ব্রিটিশ প্রধানমন্ত্রী
খ. কানাডার প্রধানমন্ত্রী
গ. মার্কিন প্রেসিডেন্ট
ঘ. ব্রিটেনের রানী
উত্তরঃ ঘ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)