আন্তর্জাতিক বিষয়াবলী-৬৩

প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য কোনটি?
ক. নিউইয়র্ক
খ. ফ্লোরিডা
গ. টেক্সাস
ঘ. ক্যালিফোর্নিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পূর্ব জার্মানি রাষ্ট্রের অবলুপ্তি ঘোষিত হয় কত সালে
ক. ১৯৮৭
খ. ১৯৯০
গ. ১৯৯১
ঘ. ১৯৯২
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কার নেতৃত্বে পেরেস্ত্রাইকা বাস্তবায়িত হয়?
ক. ভাদিমির পুতিন
খ. গর্বাচেভ
গ. স্টালিন
ঘ. ইয়ালৎসিন
উত্তরঃ খ

প্রশ্নঃ ভারতের পশ্চিমবঙ্গের আইন সভার নাম
ক. বিধানসভা
খ. রাজ্যসভা
গ. লোকসভা
ঘ. পঞ্চায়েত
উত্তরঃ ক

প্রশ্নঃ পারস্যের বর্তমান নাম কি?
ক. থাইল্যান্ড
খ. তুরস্ক
গ. ইরাক
ঘ. ইরান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ I have a dream শীর্ষক বিখ্যাত ভাষনটি প্রদান করেন–
ক. মার্টিন লুথার কিং
খ. নেলসন ম্যান্ডেলা
গ. মহাত্মা গান্ধী
ঘ. মোহাম্মদ আলী জিন্নাহ
উত্তরঃ ক

প্রশ্নঃ অসলো এর পূর্ব নাম কি?
ক. লাওস
খ. খ্রিস্টিনা
গ. ইস্টিনা
ঘ. লাফার্জ
উত্তরঃ খ

প্রশ্নঃ কান্দাহার কোন দেশের শহর?
ক. কাজাকিস্তান
খ. আফগানিস্তান
গ. ইরান
ঘ. কিরগিস্তান
উত্তরঃ খ

প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর অবস্থিত–
ক. কেপ টাউনে
খ. কলম্বিয়ায়
গ. পেন্টাগনে
ঘ. নিউইয়র্কে
উত্তরঃ গ

প্রশ্নঃ ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন কোন লেখকদ্বয়? কোন দুইজন দার্শনিক লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা যুগিয়েছিলেন?
ক. প্লোটো ও রুশো
খ. রুশো ও ভলটেয়ার
গ. প্লোটো ও এরিস্টেটল
ঘ. শেক্সপিয়ার ও ভলটেয়ার
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোন দেশ এশিয়ান টাইগার নয়?
ক. হংকং
খ. তাইওয়ান
গ. সিংগাপুর
ঘ. দক্ষিণ কোরিয়া
ঙ. ভারত
উত্তরঃ ঙ

প্রশ্নঃ ফ্রান্সের প্রেসিডেন্টের মেয়াদকাল কত বৎসর?
ক. ৪ বৎসর
খ. ৫ বৎসর
গ. ৬ বৎসর
ঘ. ৭ বৎসর
উত্তরঃ খ

প্রশ্নঃ জার্মানিনর বর্তমান চ্যান্সেলরের নাম কি?
ক. শ্রোয়েডার
খ. অ্যাঞ্জেলা মার্কেল
গ. হেলমুট স্মিথ
ঘ. হেলমুট কোল
উত্তরঃ খ

প্রশ্নঃ European Renaissance refers to:
ক. Religious reforms in Europe
খ. European conquest of the Americas
গ. Regeneration of the aets and literature starting in Italy
ঘ. Unification of certain European states
উত্তরঃ গ

প্রশ্নঃ লাটভিয়ার রাজধানীর নাম কি?
ক. ভিলনিয়াস
খ. রিগা
গ. তাল্লিন
ঘ. লিমা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘পানাম পেপারস’ ফাঁস হয় কবে?
ক. ৩ মার্চ ২০১৬
খ. ৩ এপ্রিল ২০১৬
গ. ৩ মে ২০১৬
ঘ. ৩১ মার্চ ২০১৬
উত্তরঃ খ

প্রশ্নঃ আব্রাহাম লিংকন মৃত্যু বরণ করেন–
ক. ১০ এপ্রিল, ১৯৬৫
খ. ১৫ এপ্রিল, ১৯৬৫
গ. ১৫ এপ্রিল, ১৮৬৫
ঘ. ১০ এপ্রিল, ১৮৬৫
উত্তরঃ গ

প্রশ্নঃ সর্বশেষ মিউনিখ নিরাপত্তা সম্মেলন কোন সালের কোন মাসে অনুষ্ঠিত হয়?
ক. সেপ্টেম্বর, ২০১৮
খ. মার্চ, ২০১৯
গ. ফেব্রুয়ারি, ২০১৯
ঘ. ডিসেম্বর, ২০১৮
উত্তরঃ গ

প্রশ্নঃ ওয়েস্ট মিনিস্টার কি জন্য বিখ্যাত?
ক. ব্রিটেনের ব্যবসা কেন্দ্র
খ. ব্রিটেনের পার্লামেন্ট ভবন
গ. আমেরিকার হোয়াইট হাউস
ঘ. নাসা ভবন
উত্তরঃ খ

প্রশ্নঃ সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে কয়টি রাষ্ট্র গঠ করা হয়েছিল
ক. ১০টি
খ. ১৫টি
গ. ১২টি
ঘ. ১৬টি
উত্তরঃ খ

প্রশ্নঃ ১৯১৮ সালের পূর্বে রাশিয়ার রাজধানী কোথায় ছিল?
ক. সুরশুভ
খ. কোটলাস
গ. পেট্রোগ্রাড
ঘ. ভলগাদা
উত্তরঃ গ

প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর প্রথম কোন দেশ সফর করেন?
ক. জাপান
খ. রাশিয়া
গ. ইসরাইল
ঘ. সৌদি আরব
উত্তরঃ ঘ

প্রশ্নঃ City of Culture নামে খ্যাত শহর কোনটি?
ক. এথেন্স
খ. তাসখন্দ
গ. প্যারিস
ঘ. মস্কো
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিউইয়র্কের টুইন টাওয়ার ধ্বংসস্তুপ অঞ্চলটি এখন কি নামে পরিচিত?
ক. ডেড সিটি
খ. ফেয়ার ফিল্ড
গ. গ্রাউন্ড জিরো
ঘ. ডেড ভ্যালি
উত্তরঃ গ

প্রশ্নঃ এনরন(ENRON) কি?
ক. একটি যুদ্ধবিমানবাহী জাহাজ
খ. এক প্রকার রোগ জীবাণু
গ. একটি ঔষধের নাম
ঘ. পৃথিবীর অন্যতম বৃহত্তম দেউলিয়া ঘোষিত জ্বালানি কোম্পানি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ভারতের ২৬ তম রাজ্য কোনটি?
ক. অরুণাচল প্রদেশ
খ. ঝাড়খন্ড
গ. ছত্রিশগড়
ঘ. গোয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ East London কোথায় অবস্থিত?
ক. ইংল্যান্ডে
খ. জার্মানিতে
গ. আমেরিকায়
ঘ. দক্ষিণ আফ্রিকা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ খোদার পাথর ভিটা কোথায় অবস্থিত?
ক. আগ্রা, ভারত
খ. কাটমন্ডু, নেপাল
গ. মহাস্থানগড়, বাংলাদেশ
ঘ. ইস্তানবুল, তুরস্ক
উত্তরঃ গ

প্রশ্নঃ কসোভো নগরীর সাথে সার্বীয়দের স্পর্শকতার সম্পর্কের কারণ কি?
ক. রণকৌশলগত
খ. ধর্মীয় ঐহিত্য ও ঐতিহাসিক স্মৃতি
গ. মুসলিম বিদ্বেষের প্রবণতা
ঘ. আলবেনীয়দের ঔদ্ধত্য
উত্তরঃ খ

প্রশ্নঃ ফ্রান্স এর সরকার পদ্ধতি কোন ধরনের?
ক. রাষ্ট্রপতি শাসিত
খ. আধা রাষ্ট্রপতি শাসিত
গ. সংসদীয়
ঘ. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!