প্রশ্নঃ কোনটি ‘শ্বেতহস্তীর দেশ’ নামে পরিচিত?
ক. থাইল্যান্ড
খ. সিঙ্গাপুর
গ. কাম্পুচিয়া
ঘ. ইন্দোনেশিয়া
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন দেশে সমুদ্র বন্দর নেই?
ক. লেবানন
খ. আলজেরিয়া
গ. মিশর
ঘ. আফগানিস্তান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ওয়েস্ট পয়েন্টে অবস্থিত যুক্তরাষ্ট্রের–
ক. নৌ একাডেমি
খ. সামরিক একাডেমি
গ. বিমান বাহিনী একাডেমি
ঘ. মেরিন একাডেমি
উত্তরঃ খ
প্রশ্নঃ যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষ যোগ দেয়?
ক. হাওয়াই
খ. আরিজোনা
গ. টেক্সাস
ঘ. ফ্লোরিডা
উত্তরঃ ক
প্রশ্নঃ ঐতিহাসিক ‘ফেজ শহর’ কোথায় অবস্থিত?
ক. আলজেরিয়ায়
খ. মরক্কোয়
গ. লিবিয়ায়
ঘ. মিশরে
উত্তরঃ খ
প্রশ্নঃ ভারতের প্রথম মুসলিম নারী পাইলট কে?
ক. আমেনা হামিদ আহমেদ
খ. সারাহ হামিদ আহমেদ
গ. পাপিয়া হামিদ আহমেদ
ঘ. হেলেনা হামিদ খান
উত্তরঃ খ
প্রশ্নঃ চেকোস্লোভাকিয়া কত সালে ভেঙ্গে দুটো রাষ্ট্রে পরিণত হয়?
ক. ১৯৮৯
খ. ১৯৯০
গ. ১৯৯৩
ঘ. ১৯৯৫
উত্তরঃ গ
প্রশ্নঃ বাবরি মসজিদ ভারতবর্ষের কোন শহরে অবস্থিত ছিল?
ক. দিল্লী
খ. বোম্বাই
গ. অযোধ্যা
ঘ. পাটনা
উত্তরঃ গ
প্রশ্নঃ ২০১৭ সালের ফোর্বসের তালিকায় শীর্ষ ক্ষমতাধর নারী কে?
ক. সেরিল স্যান্ডবার্গ
খ. মেলিন্ডা গেটস
গ. তেরেসা মে
ঘ. অ্যাঞ্জেলা মার্কেল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ আমেরিকার ৩৫তম প্রেসিডেন্ট কে ছিলেন?
ক. ডেভিড আইসেন হাওয়ার
খ. লিন্ডন বেনিন জনসন
গ. জন এফ কেনেডি
ঘ. হ্যারি এস ট্রুম্যান
উত্তরঃ গ
প্রশ্নঃ ওয়াটার গেট কেলেঙ্কারি গণমাধ্যমে ফাঁস করা সাংবাদিকের নাম কি?
ক. Bob Woodward
খ. Carl Bernstein
গ. Judy Hoback Miller
ঘ. ক ও খ উভয়ই
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন শহরকে ‘সাত পাহাড়ের দেশ’ বলা হয়?
ক. টোকিও
খ. শিকাগো
গ. নায়াগ্রা
ঘ. রোম
উত্তরঃ ঘ
প্রশ্নঃ চীনের প্রাচীরের দৈর্ঘ্য কত?
ক. ৬৪০০ কি.মি.
খ. ৬০০০ কি.মি.
গ. ৫০০০ কি.মি.
ঘ. ৪৮০০ কি.মি
উত্তরঃ ক
প্রশ্নঃ যুক্তরাষ্ট্র গুয়ান্তানামো বে ব্যবহার করে–
ক. জাতীয় ক্রীড়া অনুষ্ঠানের জন্য
খ. সামরিক কয়েদখানা হিসাবে
গ. জাতীয় পার্ক হিসাবে
ঘ. পর্যটন স্থান হিসাবে
উত্তরঃ খ
প্রশ্নঃ পূর্ব তিমুরের রাজধানী-
ক. মালে
খ. থিম্পু
গ. দিলি
ঘ. উলানবাটোর
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন মার্কিন প্রেসিডেন্ট ওয়াটার গেট কেলেঙ্কারির সাথে জড়িত?
ক. জিমি কার্টার
খ. জন এফ কেনেডী
গ. রোনাল্ড রিগান
ঘ. রিচার্ড নিক্সন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ পোলাস্কা কোন দেশের পূর্ব নাম?
ক. পর্তুগাল
খ. পোল্যান্ড
গ. পাপুয়া নিউগিনি
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ Which of the following countries is not surrounded by land?/নিচের কোন দেশটি স্থলবেষ্টিত দেশ নয়?
ক. লাওস(Laos)
খ. আফগানিস্তান(Afghanistan)
গ. ইরান(Iran)
ঘ. মঙ্গোলিয়া(Mongolia)
ঙ. ভুটান(Bhutan)
উত্তরঃ গ
প্রশ্নঃ Bandar Seri Bhagwan:/বন্দর সেরি বেগওয়ান-
ক. A Hidu God(একজন হিন্দু দেবতা)
খ. A holy mountain in the Himalays(হিমালয়ের একটি পবিত্র পর্বত)
গ. The capital of Brunei(ব্রুনাইয়ের রাজধানী)
ঘ. Famous garden in Indonesia(ইন্দোনেশিয়ার একটি বিখ্যাত বাগান)
উত্তরঃ গ
প্রশ্নঃ বাস্তিল দুর্গর পতন ঘটেছিল-
ক. ১৪ জুলাই, ১৭৮৯
খ. ৭ জুন, ১৭৮৮
গ. ৫ অক্টোবর, ১৭৮৮
ঘ. ২৬ আগস্ট, ১৭৮৮
উত্তরঃ ক
প্রশ্নঃ সিঅঅইএস (CIS) এর সদর দপ্তর
ক. মস্কোতে
খ. বাকুতে
গ. মিনস্কে
ঘ. দুশানবে
উত্তরঃ গ
প্রশ্নঃ চীনের “দ্বৈত অর্থনীতির” ধারণা প্রধানত কোন বাস্তবতার নিরীখে গৃহীত?
ক. বাজার অর্থনীতিকে গ্রহণযোগ্য করা
খ. মতাদর্শগত ধারণার সমন্বয় সাধন
গ. হংকং এর অর্থনীতিকে সচল রাখা
ঘ. তাইওয়নকে চীনের অন্তর্ভূক্তি করণ
উত্তরঃ গ
প্রশ্নঃ ব্রিটিশ পার্লামেন্টের ব্ল্যাক রড পদে প্রথম নারী হিসেবে নিয়োগ পান কে?
ক. নাদিয়া শাহ
খ. প্রীত কৌর গিল
গ. সারাহ ক্লার্ক
ঘ. রুশনারা আলী
উত্তরঃ গ
প্রশ্নঃ মিয়ানমারের রাখাইন রাজ্যের পূর্ব নাম কি?
ক. নাইপিদো
খ. আরাকান
গ. ইয়াঙ্গুন
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ লিথু্যানিয়ার রাজধানীর নাম কি?
ক. ভিলনিয়াস
খ. রিগা
গ. তাল্লিন
ঘ. লিমা
উত্তরঃ ক
প্রশ্নঃ ১৪ জুন ২০১৭ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের যে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তার নাম কি?
ক. আইফেল টাওয়ার
খ. লন্ডন টাওয়ার
গ. গ্রেনফেল টাওয়ার
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ
প্রশ্নঃ প্রিন্সেস ডায়ানা সড়ক দুর্ঘটনায় কোথায় মৃত্যুবরণ করেন?
ক. লন্ডন
খ. প্যারিস
গ. হেগ
ঘ. বার্লিন
উত্তরঃ খ
প্রশ্নঃ Which is the largest State of USA?/যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য কোনটি?
ক. New Work
খ. California
গ. Albania
ঘ. Alaska
ঙ. None of these
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বিশ্বের সর্বউত্তরের শহর কোনটি?
ক. রোম (ইতালি)
খ. হেলসিংকি (ফিনল্যান্ড)
গ. হ্যামারফাস্ট (নরওয়ে)
ঘ. ভিয়েনা (অস্ট্রিয়া)
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘সমুদ্রের বধূ’-এই ভৌগোলিক উপনামটি কোন দেশের?
ক. কিউবা
খ. গ্রেট বৃটেন
গ. শ্রীলংকা
ঘ. জাপান
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)