সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক বিষয়াবলী, বিশ্ব পরিচিতি:
প্রশ্নঃ কোন ঘটনাটি আগে ঘটেছিল?
ক. রাশিয়ার বলশেভিক বিপ্লব
খ. ভারতের স্বধীনতা লাভ
গ. জাতিসংঘের জন্ম
ঘ. দ্বিতীয় মহাযুদ্ধ
উত্তরঃ ক
প্রশ্নঃ সুইজারল্যান্ডের প্রাচীন নাম কী?
ক. হেলভেটিয়া
খ. রোডেশিয়া
গ. ডয়েল্যান্ড
ঘ. সলসবেরি
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউজে বসবাস করেন নি?
ক. আব্রাহাম লিংকন
খ. বেঞ্জামিন হ্যারিসন
গ. জর্জ ওয়াশিংটন
ঘ. রুজভেল্ট
উত্তরঃ গ
প্রশ্নঃ পৃথিবীর দীর্ঘতম টানেল কোথায়?
ক. চীনে
খ. যুক্তরাজ্যে
গ. ফ্রান্সে
ঘ. জাপানে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘আবু গারিব’ কারাগার কোথায়?
ক. ইরান
খ. ইরাক
গ. কুয়েত
ঘ. লিবিয়া
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন সালে বিখ্যাত কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং জুনিয়র আততায়ীর গুলিতে প্রাণ হারান?
ক. ১৯৫৮ সালে
খ. ১৯৬৮ সালে
গ. ১৯৪৮ সালে
ঘ. ১৯৭৮ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ Which is the capital of Tajikistan?/তাজিকিস্তান এর রাজধানীর নাম কি?
ক. Taskhand
খ. Doha
গ. Amla-Ata
ঘ. Ankara
ঙ. None of these
উত্তরঃ ঙ
প্রশ্নঃ ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কবে প্রথম প্রধানমন্ত্রীত্ব লাভ করেন?
ক. ১৯৬৪
খ. ১৯৬৫
গ. ১৯৬৬
ঘ. ১৯৬৭
উত্তরঃ গ
প্রশ্নঃ ইসরাইলের প্রেসিডেন্টের নাম কি?
ক. এহুদ ওলমার্ট
খ. আইজ্যাক রবীন
গ. মোশে কাতসভ
ঘ. শিমন পেরেজে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সিয়েরালিওনের রাজধানী কোনটি?
ক. কেপটাউন
খ. ফ্রিটাউন
গ. লিমা
ঘ. সুভা
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন দেশটির পুরাতন নাম আবিসিনিয়া?
ক. লিবিয়া
খ. ইথিওপিয়া
গ. মিশর
ঘ. ইরাক
উত্তরঃ খ
প্রশ্নঃ রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটে কবে?
ক. ১৯১৫ খ্রিষ্টাব্দে
খ. ১৯১৭ খ্রিষ্টাব্দে
গ. ১৯২০ খ্রিষ্টাব্দে
ঘ. ১৯২৭ খ্রিষ্টাব্দে
উত্তরঃ খ
প্রশ্নঃ CISবা কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস-এর সদস্য সংখ্যা
ক. ১৪
খ. ১২
গ. ১১
ঘ. ১০
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ইয়াসির আরাফাত মারা যান
ক. জেরুজালেম
খ. রামাল্লায়
গ. ওয়াশিংটনে
ঘ. প্যারিসে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ French Revolution-এর slogan কি ছিল?
ক. Workers of the World unite
খ. Liberty, Equality and Fraternity
গ. Down with divine rights of kings
ঘ. Expansion of Traden and commerce
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘ফেয়ারফ্যাক্স মিডিয়া’ কোন দেশ ভিত্তিক?
ক. ভারত
খ. যুক্তরাষ্ট্র
গ. অস্ট্রেলিয়া
ঘ. ইন্দোনেশিয়া
উত্তরঃ গ
প্রশ্নঃ ডাকার কোন দেশের রাজধানী?
ক. সেনেগাল
খ. চাঁদ
গ. মালাওই
ঘ. বেনিন
উত্তরঃ ক
প্রশ্নঃ যুক্তরাষ্ট্রে কৃতদাস প্রথা বিলুপ্ত হয়–
ক. ১৮৬৩ সালে
খ. ১৮৯৩ সালে
গ. ১৯৪৫ সালে
ঘ. ১৯৬৪ সালে
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন দেশের সংবিধানে বর্ণিত নাগরিক অধিকারসমূহ Bill of Rights নামে পরিচিত?
ক. যুক্তরাজ্য
খ. যুক্তরাষ্ট্র
গ. ফ্রান্স
ঘ. সুইডেন
উত্তরঃ খ
প্রশ্নঃ তিয়েন আনমেন স্কোয়ার কোথায় অবস্থিত?
ক. বেইজিং
খ. সাংহাই
গ. হংকং
ঘ. ক্যান্টন
উত্তরঃ ক
প্রশ্নঃ আফ্রিকা মহাদেশের একমাত্র শিল্পোন্নত দেশ-
ক. নাইজেরিয়া
খ. জিম্বাবুয়ে
গ. দক্ষিণ আফ্রিকা
ঘ. ব্তসোয়ানা
উত্তরঃ গ
প্রশ্নঃ Ground Zero কোন ঘটনার সাথে যুক্ত?
ক. 1/11
খ. Black September
গ. Tsunami
ঘ. 9/11
উত্তরঃ ঘ
প্রশ্নঃ Basra lies in:/ বসরা কোথায় অবস্থিত?
ক. Japan
খ. Iraq
গ. China
ঘ. Iran
উত্তরঃ খ
প্রশ্নঃ ৮ নভেম্বর ২০১৭ কোথায় ‘ল্যুভর জাদুঘর’ -এর শাখা উদ্বোধন করা হয়?
ক. আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত
খ. বেইজিং, চীন
গ. টোকিও, জাপান
ঘ. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
উত্তরঃ ক
প্রশ্নঃ স্ট্যাচু অব লিবার্টি কোথায় অবস্থিত?
ক. ক্যালিফর্নিয়া
খ. ওয়াশিংটন
গ. নিউইয়র্ক
ঘ. টেক্সাসে
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘পঞ্চম ড্রাগনের’ (Fifth Dragon) দেশ বলা হয় কোন দেশকে?
ক. জাপান
খ. দক্ষিণ কোরিয়া
গ. চীন
ঘ. তাইওয়ান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘চীনের প্রাচীর’ চীন দেশের কোন সীমান্তে অবস্থিত?
ক. উত্তর
খ. পশ্চিম
গ. পূর্ব
ঘ. দক্ষিণ
উত্তরঃ ক
প্রশ্নঃ EIU-এর তথ্যমতে, ২০১৫ সালে বিশ্বের ব্যয়বহুল শহর কোনটি?
ক. মস্কো, রাশিয়া
খ. টরেন্টো, কানাডা
গ. সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর
ঘ. টোকিও, জাপান
উত্তরঃ গ
প্রশ্নঃ সাম্প্রতিক অতীতে বিশ্বের মানচিত্রে থেকে কোন দেশটির বিলুপ্ত ঘটেছে-
ক. যুগোম্লাভিয়া
খ. ফিলিস্তিন
গ. বসনিয়া
ঘ. সার্বিয়া
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘ইন্ডিয়া হাউস’ কোথায় অবস্থিত?
ক. দিল্লি
খ. লন্ডন
গ. নিউইয়র্ক
ঘ. সিমলা
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)