প্রশ্নঃ জনগণের ভোটে নির্বাচিত প্রথম মহিলা সরকার প্রধানের নাম-
ক. শ্রীমাভো বন্দরনায়েক
খ. ইন্দিরা গান্ধী
গ. মার্গারেট থ্যাচার
ঘ. গোল্ডা মেয়ার
উত্তরঃ ক
প্রশ্নঃ মুসলিম বিশ্বের আইনসভার প্রথম মহিলা স্পিকার-
ক. মালিদা লৌদী
খ. ফাহমিদা মির্জা
গ. ফাহমিদা নবী
ঘ. ফাহমিদা ইসলাম
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘সার্পেন্ট অব দি নাইল’ নামে পরিচিত কে?
ক. মার্গারেট থ্যাচার
খ. রানী ক্লিওপেট্টা
গ. রানী প্রথম এলিজাবেথ
ঘ. ফ্লোরেন্স নাইটিঙ্গেল
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব’ উক্তিটি কার?
ক. সক্রেটিসের
খ. প্লেটোর
গ. এরিস্টটলের
ঘ. রুশোর
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন’-এটি কার উক্তি?
ক. সালজার
খ. ফ্রান্স
গ. হিটলার
ঘ. মুসোলিনী
উত্তরঃ গ
সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক বিষয়াবলী, বিভিন্ন দেশের আইনসভা ও সরকার পদ্ধতি:
প্রশ্নঃ লয়া জিরগা হলো-
ক. মুসলমানদের একটি পবিত্র স্থান
খ. ইহুদিদের একটি ধর্মীয় অনুষ্ঠান
গ. আফগানিস্তানের শাসনকার্য পরিচালনার জন্য বয়োজ্যেষ্ঠদের পরিষদ
ঘ. তিব্বতের আধ্যাত্মিক নেতা
উত্তরঃ গ
প্রশ্নঃ Grand National Assebbly কোন দেশের পার্লামেন্ট?
ক. তুরস্ক
খ. হল্যান্ড
গ. অস্ট্রিয়া
ঘ. গ্রেট ব্রিটেন
উত্তরঃ ক
প্রশ্নঃ Duma কোন দেশের পার্লামেন্টের নাম?
ক. ফ্রান্স
খ. ফিনল্যান্ড
গ. জার্মানি
ঘ. রাশিয়া
উত্তরঃ ঘ
প্রশ্নঃ Congress is the name of the parliament of which of the following country?/ কংগ্রেস কোন দেশের আইনসভার নাম?
ক. ভারত(India)
খ. সুইডেন(Sweden)
গ. ইউএসএ(USA)
ঘ. সাউথ আফ্রিকা(South Africa)
ঙ. সুইজারল্যান্ড(Switzerland)
উত্তরঃ গ
প্রশ্নঃ লিথুয়ানিয়ার আইনসভার নাম কি?
ক. মজলিস
খ. পার্লামেন্ট
গ. স্টেট অ্যাসেম্বলি
ঘ. সীম
উত্তরঃ ঘ
প্রশ্নঃ এস্তোনিয়ার আইনসভার নাম কি?
ক. মজলিস
খ. পার্লামেন্ট
গ. স্টেট অ্যাসেম্বলি
ঘ. সীম
উত্তরঃ গ
প্রশ্নঃ What is the name of the British Parliament?/ব্রিটিশ পার্লামেন্টের নাম কি?
ক. কংগ্রেস(Congress)
খ. ডায়েট(Diet)
গ. পার্লামেন্ট(Parliament)
ঘ. হাউস অব কমন্স(House of Commons)
উত্তরঃ গ
প্রশ্নঃ ভুটানের আইন সভার নাম কি?
ক. পঞ্চায়েত
খ. সোগড়ু
গ. জোংখা
ঘ. মজলিশ
উত্তরঃ খ
প্রশ্নঃ আফগানিস্তানের মহাপরামর্শসভার নাম-
ক. দারুল আওয়াম
খ. মজলিস
গ. লয়া জিরগা
ঘ. মজলিস-ই-শুরা
উত্তরঃ গ
প্রশ্নঃ নরওয়ের পার্লামেন্টের নাম কি?
ক. সেয্ম্
খ. করতেস্
গ. স্টরটিং
ঘ. ডুমা
উত্তরঃ গ
প্রশ্নঃ চীনের আইন সভার নাম কি?
ক. গণ কংগ্রেস
খ. কংগ্রেস
গ. রাজ্যসভা
ঘ. পার্লামেন্ট
উত্তরঃ ক
প্রশ্নঃ জাপানের পার্লামেন্টের নাম কি?
ক. সিনেট
খ. ডায়েট
গ. কংগ্রেস
ঘ. নেসেট
উত্তরঃ খ
প্রশ্নঃ ভারতের লোকসভার সদস্য সংখ্যা কত?
ক. ৫৫০
খ. ৫৪৫
গ. ৫৫২
ঘ. ৫৪৮
উত্তরঃ খ
প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা কতটি?
ক. ৯৯
খ. ১০০
গ. ১০১
ঘ. ১০২
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন দেশে হাউস অফ কমনস পার্লামেন্টে নিম্ন কক্ষ?
ক. যুক্তরাষ্ট্র
খ. অস্ট্রেলিয়া
গ. নিউজিল্যান্ডে
ঘ. যুক্তরাজ্য
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘হাউস অব লর্ডস’ এবং ‘হাউস অব কমন্স’-কোন দেশের পার্লামেন্টের নাম?
ক. যুক্তরাষ্ট্র
খ. যুক্তরাজ্য
গ. ইতালি
ঘ. ফ্রান্স
উত্তরঃ খ
প্রশ্নঃ মিশরের পার্লামেন্টের নাম কি?
ক. সংগ্রেস
খ. মজলিস
গ. পার্লামেন্ট
ঘ. দারুল আওয়াম
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘সীম’ কোন দেশের পার্লমেন্টের নাম?
ক. মালয়েশিয়া
খ. পোল্যান্ড
গ. সুইডেন
ঘ. নেদারল্যান্ড
উত্তরঃ খ
প্রশ্নঃ মঙ্গোলিয়ার পার্লামেন্টের নাম কি?
ক. কংগ্রেস
খ. চেম্বার
গ. উয়ান
ঘ. থুরাল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ The name of the parliament of USA is–/ মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম–
ক. কংগ্রেস(Congress)
খ. হাউস অব কমন্স(House of Commons)
গ. ক্যাপিটাল(Capital)
ঘ. হোয়াইট হাউস(White House)
উত্তরঃ ক
প্রশ্নঃ নেপালের পার্লামেন্ট বা আইনসভার নাম কি?
ক. সিনেট
খ. পঞ্চায়েত
গ. কংগ্রেস
ঘ. মজলিশ
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘মজলিস’ কোন দেশের পার্লামেন্টের নাম–
ক. ইরাক
খ. আফগানিস্তান
গ. ইরান
ঘ. পাকিস্তান
উত্তরঃ গ
প্রশ্নঃ উত্তর কোরিয়ার পার্লামেন্টের নাম-
ক. লর্ডস অ্যাসেম্বলি
খ. সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি
গ. ফেডারেল অ্যাসেম্বলি
ঘ. হাউজ অব এ্যাসেম্বলি
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)