আন্তর্জাতিক বিষয়াবলী-৫৬

প্রশ্নঃ জনগণের ভোটে নির্বাচিত প্রথম মহিলা সরকার প্রধানের নাম-
ক. শ্রীমাভো বন্দরনায়েক
খ. ইন্দিরা গান্ধী
গ. মার্গারেট থ্যাচার
ঘ. গোল্ডা মেয়ার
উত্তরঃ ক

প্রশ্নঃ মুসলিম বিশ্বের আইনসভার প্রথম মহিলা স্পিকার-
ক. মালিদা লৌদী
খ. ফাহমিদা মির্জা
গ. ফাহমিদা নবী
ঘ. ফাহমিদা ইসলাম
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘সার্পেন্ট অব দি নাইল’ নামে পরিচিত কে?
ক. মার্গারেট থ্যাচার
খ. রানী ক্লিওপেট্টা
গ. রানী প্রথম এলিজাবেথ
ঘ. ফ্লোরেন্স নাইটিঙ্গেল
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব’ উক্তিটি কার?
ক. সক্রেটিসের
খ. প্লেটোর
গ. এরিস্টটলের
ঘ. রুশোর
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন’-এটি কার উক্তি?
ক. সালজার
খ. ফ্রান্স
গ. হিটলার
ঘ. মুসোলিনী
উত্তরঃ গ

সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক বিষয়াবলী, বিভিন্ন দেশের আইনসভা ও সরকার পদ্ধতি:

প্রশ্নঃ লয়া জিরগা হলো-
ক. মুসলমানদের একটি পবিত্র স্থান
খ. ইহুদিদের একটি ধর্মীয় অনুষ্ঠান
গ. আফগানিস্তানের শাসনকার্য পরিচালনার জন্য বয়োজ্যেষ্ঠদের পরিষদ
ঘ. তিব্বতের আধ্যাত্মিক নেতা
উত্তরঃ গ

প্রশ্নঃ Grand National Assebbly কোন দেশের পার্লামেন্ট?
ক. তুরস্ক
খ. হল্যান্ড
গ. অস্ট্রিয়া
ঘ. গ্রেট ব্রিটেন
উত্তরঃ ক

প্রশ্নঃ Duma কোন দেশের পার্লামেন্টের নাম?
ক. ফ্রান্স
খ. ফিনল্যান্ড
গ. জার্মানি
ঘ. রাশিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Congress is the name of the parliament of which of the following country?/ কংগ্রেস কোন দেশের আইনসভার নাম?
ক. ভারত(India)
খ. সুইডেন(Sweden)
গ. ইউএসএ(USA)
ঘ. সাউথ আফ্রিকা(South Africa)
ঙ. সুইজারল্যান্ড(Switzerland)
উত্তরঃ গ

প্রশ্নঃ লিথুয়ানিয়ার আইনসভার নাম কি?
ক. মজলিস
খ. পার্লামেন্ট
গ. স্টেট অ্যাসেম্বলি
ঘ. সীম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ এস্তোনিয়ার আইনসভার নাম কি?
ক. মজলিস
খ. পার্লামেন্ট
গ. স্টেট অ্যাসেম্বলি
ঘ. সীম
উত্তরঃ গ

প্রশ্নঃ What is the name of the British Parliament?/ব্রিটিশ পার্লামেন্টের নাম কি?
ক. কংগ্রেস(Congress)
খ. ডায়েট(Diet)
গ. পার্লামেন্ট(Parliament)
ঘ. হাউস অব কমন্স(House of Commons)
উত্তরঃ গ

প্রশ্নঃ ভুটানের আইন সভার নাম কি?
ক. পঞ্চায়েত
খ. সোগড়ু
গ. জোংখা
ঘ. মজলিশ
উত্তরঃ খ

প্রশ্নঃ আফগানিস্তানের মহাপরামর্শসভার নাম-
ক. দারুল আওয়াম
খ. মজলিস
গ. লয়া জিরগা
ঘ. মজলিস-ই-শুরা
উত্তরঃ গ

প্রশ্নঃ নরওয়ের পার্লামেন্টের নাম কি?
ক. সেয্‌ম্‌
খ. করতেস্‌
গ. স্টরটিং
ঘ. ডুমা
উত্তরঃ গ

প্রশ্নঃ চীনের আইন সভার নাম কি?
ক. গণ কংগ্রেস
খ. কংগ্রেস
গ. রাজ্যসভা
ঘ. পার্লামেন্ট
উত্তরঃ ক

প্রশ্নঃ জাপানের পার্লামেন্টের নাম কি?
ক. সিনেট
খ. ডায়েট
গ. কংগ্রেস
ঘ. নেসেট
উত্তরঃ খ

প্রশ্নঃ ভারতের লোকসভার সদস্য সংখ্যা কত?
ক. ৫৫০
খ. ৫৪৫
গ. ৫৫২
ঘ. ৫৪৮
উত্তরঃ খ

প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা কতটি?
ক. ৯৯
খ. ১০০
গ. ১০১
ঘ. ১০২
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন দেশে হাউস অফ কমনস পার্লামেন্টে নিম্ন কক্ষ?
ক. যুক্তরাষ্ট্র
খ. অস্ট্রেলিয়া
গ. নিউজিল্যান্ডে
ঘ. যুক্তরাজ্য
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘হাউস অব লর্ডস’ এবং ‘হাউস অব কমন্স’-কোন দেশের পার্লামেন্টের নাম?
ক. যুক্তরাষ্ট্র
খ. যুক্তরাজ্য
গ. ইতালি
ঘ. ফ্রান্স
উত্তরঃ খ

প্রশ্নঃ মিশরের পার্লামেন্টের নাম কি?
ক. সংগ্রেস
খ. মজলিস
গ. পার্লামেন্ট
ঘ. দারুল আওয়াম
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘সীম’ কোন দেশের পার্লমেন্টের নাম?
ক. মালয়েশিয়া
খ. পোল্যান্ড
গ. সুইডেন
ঘ. নেদারল্যান্ড
উত্তরঃ খ

প্রশ্নঃ মঙ্গোলিয়ার পার্লামেন্টের নাম কি?
ক. কংগ্রেস
খ. চেম্বার
গ. উয়ান
ঘ. থুরাল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ The name of the parliament of USA is–/ মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম–
ক. কংগ্রেস(Congress)
খ. হাউস অব কমন্স(House of Commons)
গ. ক্যাপিটাল(Capital)
ঘ. হোয়াইট হাউস(White House)
উত্তরঃ ক

প্রশ্নঃ নেপালের পার্লামেন্ট বা আইনসভার নাম কি?
ক. সিনেট
খ. পঞ্চায়েত
গ. কংগ্রেস
ঘ. মজলিশ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘মজলিস’ কোন দেশের পার্লামেন্টের নাম–
ক. ইরাক
খ. আফগানিস্তান
গ. ইরান
ঘ. পাকিস্তান
উত্তরঃ গ

প্রশ্নঃ উত্তর কোরিয়ার পার্লামেন্টের নাম-
ক. লর্ডস অ্যাসেম্বলি
খ. সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি
গ. ফেডারেল অ্যাসেম্বলি
ঘ. হাউজ অব এ্যাসেম্বলি
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!