প্রশ্নঃ ক্রিকেট খেলার নিয়মাবলী প্রথম বিধিবদ্ধ হয়-
ক. ১৭৭৪ সালে
খ. ১৮৭৫ সালে
গ. ১৭৫০ সালে
ঘ. ১৯০০ সালে
উত্তরঃ গ
প্রশ্নঃ প্রথম বাংলাদেশি কোন ক্রীড়াবিদ অলিম্পিকে সরাসরি অংশ নেওয়ার যোগ্যাতা অর্জন করে?
ক. সাঁতারু সোনিয়া আক্তার টুম্পা
খ. গলফার সিদ্দিকুর রহমান
গ. অ্যাথলেট মেজবাহ আহমেদ
ঘ. শ্যুটার আবদুল্লাহ হেল বাকি
উত্তরঃ খ
প্রশ্নঃ ২০১৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কে?
ক. মাইকেল স্পেন্স
খ. রবার্ট শিলার
গ. জ্যাঁ তিরোল
ঘ. অ্যাঙ্গাস ডিটন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ এক বছরে সর্বোচ্চ ছক্কা মারেন কোন খেলোয়াড়?
ক. এ বি ডি ভিলিয়ার্স
খ. শহীদ আফ্রিদি
গ. ক্রিস গেইল
ঘ. রহিত শর্মা
উত্তরঃ ক
প্রশ্নঃ বিগত ৫০ বছরের সেরা ফুটবলার কে?
ক. পেলে
খ. জিদান
গ. বেকেনবাওয়ার
ঘ. ম্যারাডোনা
উত্তরঃ ক
প্রশ্নঃ টেস্ট ক্রিকেটে দক্ষিণ এশিয়ার কোন বোলার সর্বাধিক উইকেট লাভ করেছেন?
ক. ওয়াসিম আকরাম
খ. কপিল দেব
গ. মুত্তিয়া মুরালিধরন
ঘ. ইমরান খান
উত্তরঃ গ
প্রশ্নঃ বর্তমানে (২০১৫) বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ কে?
ক. ডি ক্রুইফ (নেদারল্যান্ডস)
খ. ফ্যাবিও লোপেজ (ইতালি)
গ. ফ্লবিও রাফো (ইতালি)
ঘ. চন্দ্রিকা হাথুরুসিংহে (শ্রীলংকা)
উত্তরঃ খ
প্রশ্নঃ ফুটবল খেলায় কয়ভাবে ফ্যাকলিং করা যেতে পারে?
ক. দুই ভাবে
খ. চার ভাবে
গ. তিন ভাবে
ঘ. পাঁচ ভাবে
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশ দশম টেস্ট জয় পায় কোন দেশের বিপক্ষে?
ক. ভারত
খ. শ্রীলংকা
গ. অস্ট্রেলিয়া
ঘ. ইংল্যান্ড
উত্তরঃ গ
প্রশ্নঃ নোবেল পুরস্কার কবে থেকে প্রচলিত হয়েছে?
ক. ১৯০০ সাল
খ. ১৯০১ সাল
গ. ১৯০২ সাল
ঘ. ১৯০৩ সাল
উত্তরঃ খ
প্রশ্নঃ টোটাল ফুটবলের জনক ইয়োহান ক্রুইফ কবে মৃত্যুবরণ করেন?
ক. ২০ মার্চ ২০১৬
খ. ১৮ মার্চ ২০১৬
গ. ২৪ মার্চ ২০১৬
ঘ. ৩০ মার্চ ২০১৬
উত্তরঃ গ
প্রশ্নঃ ক্রিকেট খেলায় খেলোয়াড় ছাড়া দু’জন লোক থাকে যারা খেলা পরিচালনা করে। তাদের নাম কি?
ক. রেফারি
খ. আ্ম্পায়ার
গ. কোচ
ঘ. এদের কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ ১৯৯৪ সালের বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোলদাতা কে?
ক. স্টইচকভ ও রোবের্তো
খ. সালেনকো ও আর্ডেসন
গ. সালেনকো ও স্টইচকভ
ঘ. আর্ডেসন ও রোবের্তো
উত্তরঃ খ
প্রশ্নঃ বার্মি আর্মি-
ক. বার্মার জঙ্গী বাহিনী
খ. ইংল্যান্ড ক্রিকেট টিমের সমর্থক গোষ্ঠী
গ. বার্মার ফুটবল দল
ঘ. বার্মার সশস্ত্র বাহিনী
উত্তরঃ খ
প্রশ্নঃ নোবেল পুরস্কার ২০১৭ অনুযায়ী অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী—
ক. Richard H. Thaler
খ. John F. Nash Jr.
গ. Daniel Kahneman
ঘ. Milton Friedman
উত্তরঃ ক
প্রশ্নঃ ২০১৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে?
ক. টমাস ট্রান্সট্রোমার (সুইডেন)
খ. সেভেৎলেনা অ্যালেক্সিয়েভিচ (বেলারুশ)
গ. প্যাত্রিক মোদিয়ানো (ফ্রান্স)
ঘ. এলিস মুনরো (কানাডা)
উত্তরঃ খ
প্রশ্নঃ বিশ্বশান্তিতে নারীর অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০১ সালে প্রবর্তিত পুরস্কারের নাম–
ক. উইমেন পিস প্রাইজ
খ. মিলেনিয়াম পিস প্রাইজ
গ. উইমেন ফর পিস
ঘ. উইনিফেম পিস প্রাইজ
উত্তরঃ খ
প্রশ্নঃ প্রথম বাংলাদেশী হিসেবে কে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট লাভ করে?
ক. আব্দুর রাজ্জাক
খ. মাশরাফি বিন মর্তুজা
গ. সাকিব আল হাসান
ঘ. রুবেল হোসেন
উত্তরঃ গ
প্রশ্নঃ Abeda Bikila won the Gold Medal in Marathon in 1960 olympics without wearing shoes. He was the citizen of
ক. Ethiopia
খ. Iraq
গ. Iran
ঘ. Nigeria
ঙ. None of these
উত্তরঃ ক
প্রশ্নঃ ২১তম বিশ্বকাপ ফুটবলে মোট কতটি মুসলিম দেশ অংশ গ্রহণ করবে?
ক. ১০টি
খ. ১২টি
গ. ৮টি
ঘ. ৭টি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ আমাদের উপমহাদেশের কোন বিজ্ঞানী বিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন?
ক. এইচ.জি.খোরানা
খ. আব্দুস সালাম
গ. সিভি রমন
ঘ. চন্দ্র শেখর
উত্তরঃ গ
প্রশ্নঃ বুকার পুরস্কার হলো–
ক. শান্তি পুরস্কার
খ. সাহিত্য পুরস্কার
গ. গণতন্ত্র ও মানবাধিকারের জন্য অসামান্য অবদানের জন্য পুরস্কার
ঘ. জনসংখ্যা বিষয়ক পুরস্কার
উত্তরঃ খ
প্রশ্নঃ Which country won the World Cup Footbal Trophy five times?
ক. Brazil
খ. Argentina
গ. Chili
ঘ. West Germany
উত্তরঃ ক
প্রশ্নঃ ওভাল কোন খেলার জন্য বিখ্যাত?
ক. টেনিস
খ. ফুটবল
গ. দাবা
ঘ. ক্রিকেট
উত্তরঃ ঘ
প্রশ্নঃ টেনিস টেবিল খেলার উচ্চতা কত?
ক. ২’-৯”
খ. ৩’-০”
গ. ২’-৬”
ঘ. ৩’-৬”
উত্তরঃ গ
প্রশ্নঃ সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন-
ক. পার্ল এস বাক
খ. জ্যাঁ পল সার্ত্রে
গ. সল বেলো
ঘ. উইনস্টন চার্চিল
উত্তরঃ খ
প্রশ্নঃ আই সি সি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ২০১৫ এর ফাইনাল খেলা কবে অনুষ্ঠিত হয়?
ক. ১৮ মার্চ ২০১৫
খ. ২০ মার্চ ২০১৫
গ. ২৯ মার্চ ২০১৫
ঘ. ১৫ মার্চ ২০১৫
উত্তরঃ গ
প্রশ্নঃ ২০১৬ সালের ফিফা ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন কোন দল?
ক. রিয়াল মাদ্রিদ
খ. বার্সেলোনা
গ. বায়ার্ন মিউনিখ
ঘ. জুভেন্টাস
উত্তরঃ ক
প্রশ্নঃ আন্তর্জাতিক টি২০-এর ইতিহাসে দ্রুততম সেঞ্চুরিয়ান কে?
ক. যুবরাজ সিং (ভারত)
খ. ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)
গ. ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা)
ঘ. কলিন মনরো (নিউজিল্যান্ড)
উত্তরঃ গ
প্রশ্নঃ ২০২২ সালে প্রথম মুসলিম দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে কোন দেশ?
ক. মিশর
খ. কাতার
গ. সৌদি আরব
ঘ. নাইজেরিয়া
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)