প্রশ্নঃ খেলাধুলা সংক্রান্ত সুজারল্যান্ডে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ আদালতের নাম–
ক. কোর্ট অব ডিসিপ্লিন
খ. কোর্ট অব আরবিট্রেশন
গ. কোর্ট অব গেমস অ্যাফেয়ার্স
ঘ. কোর্ট অব প্লে
উত্তরঃ খ
প্রশ্নঃ ২০১৫ সালের ইউএস ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন কে?
ক. মারিয়া শারাপোভা
খ. সেরেনা উইলিয়ামস
গ. ফ্লাভিয়া পেনেত্তা
ঘ. ক্যারোলিন ওজিনিয়াকি
উত্তরঃ গ
প্রশ্নঃ ৩৪তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আয়োজক শহর কোনটি?
ক. বেইজিং
খ. লস অ্যাঞ্জেলেস
গ. প্যারিস
ঘ. টোকিও
উত্তরঃ খ
প্রশ্নঃ ২০১৪-১৫ মৌসুমে UEFA বর্ষসেরা খেলোয়াড় কে?
ক. নেইমার
খ. লুইস সুয়ারেজ
গ. লিউনেল মেসি
ঘ. ক্রিশ্চিয়ানো রোনালদো
উত্তরঃ গ
প্রশ্নঃ প্রথম বাংলাদেশী হিসেবে ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে টানা দুই ম্যাচে সেঞ্চুরিয়ান কে?
ক. মোহাম্মদ আশরাফুল
খ. সাকিব আল হাসান
গ. তামিম ইকবাল
ঘ. মাহমুদুল্লাহ রিয়াদ
উত্তরঃ গ
প্রশ্নঃ টপ স্পিন কথাটি জড়িত
ক. লন টেনিসে
খ. ক্রিকেটে
গ. টেবিল টেনিসে
ঘ. বিলিয়ার্ড
উত্তরঃ গ
প্রশ্নঃ বিশ্বকাপ ফুটবল ২০১৮ এর উদ্বোধনী ম্যাচ কবে অনুষ্ঠিত হয়?
ক. ১০ জুন ২০১৮
খ. ১২ জুন ২০১৮
গ. ১৪ জুন ২০১৮
ঘ. ১৫ জুন ২০১৮
উত্তরঃ গ
প্রশ্নঃ ২০১৫ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে?
ক. ইউইউ তু
খ. উইলিয়াম সি ক্যাম্পবেল
গ. সাতোশি ওমুরা
ঘ. ওপরের সকলে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ২০১৭ সালের ইউ এস ওপেনে মহিলা এককে চ্যাম্পিয়ন হন কে?
ক. Madison Keys
খ. Naomi Osaka
গ. Angelique Kerber
ঘ. Sloane Stephens
উত্তরঃ ঘ
প্রশ্নঃ অলিম্পিক পতাকার পরিকল্পনাকারী-
ক. ব্যাডেন পাওয়েল
খ. ব্যারন পিয়েরে দ্য কুবার্তো
গ. লেডি ব্যাডেন পাওয়েল
ঘ. ডেভিড হুক
উত্তরঃ খ
প্রশ্নঃ ১২তম সাউথ এশিয়ান (SA) গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
ক. ভারত
খ. বাংলাদেশ
গ. পাকিস্তান
ঘ. মালদ্বীপ
উত্তরঃ ক
প্রশ্নঃ বার্গী কথাটি
ক. ঘোড়াদৌড়ে
খ. ক্রিকেট
গ. গলফে
ঘ. হকিতে
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন মুসলিম মণীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান?
ক. ইয়াসির আরাফাত
খ. নাগিব মাহফুজ
গ. আনোয়ার সাদাত
ঘ. প্রফেসর আব্দুস সালাম
উত্তরঃ গ
প্রশ্নঃ ২০১৫ সালের ফিফা বর্ষসেরা নারী ফুটবলার কে?
ক. অ্যায়া মাইয়ামা (জাপান)
খ. মিয়া হাম (যুক্তরাষ্ট্র)
গ. কার্লি লয়েড (যুক্তরাষ্ট্র)
ঘ. সেলিয়া সাশিক (জার্মানি)
উত্তরঃ গ
প্রশ্নঃ টেস্ট ক্রিকেট ইতিহাসে এক ক্রিকেট মৌসুমে Calender year- এ সর্বাধিক রান সংগ্রহকারী ক্রিকেটার-
ক. মোহাম্মদ ইউসুফ
খ. ভিভ রিচার্ডস
গ. শচীন টেন্ডুলকার
ঘ. ব্রায়ান লারা
ঙ. রিকি পন্টিং
উত্তরঃ খ
প্রশ্নঃ বিশ্বকাপ ফুটবল ২০১৮ বিশ্বকাপ ফুটবলের কততম আয়জন?
ক. ২৪তম
খ. ২২তম
গ. ২০তম
ঘ. ২১তম
উত্তরঃ ঘ
প্রশ্নঃ অ্যাসেস কোন দুটি দেশের প্রতিযোগিতায় জয়ী ঘোষণা করা হয়?
ক. ভারত ও পাকিস্তান
খ. দক্ষিণ আফ্রিকা ও ওয়েষ্ট ইন্ডিজ
গ. ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া
ঘ. শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড
উত্তরঃ গ
প্রশ্নঃ ১৯৯২ সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হয় কোথায়?
ক. বার্সিলোনা
খ. জুরিখ
গ. বার্লিন
ঘ. ব্রাসেলস
উত্তরঃ ক
প্রশ্নঃ ২০১৫ আই সি সি ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়ার কে?
ক. তিলকরত্নে দিলশান
খ. মাহেলা জয়াবর্ধনে
গ. কুমার সাঙ্গাকারা
ঘ. মহেন্দ্র সিং ধোনি
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘বোল্ড আউট’- এর ইংরেজি বানান কি?
ক. Bowled out
খ. Bolt out
গ. Bold out
ঘ. Bound out
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের শততম টেস্টে ম্যান অফ দ্য ম্যাচ হন কে?
ক. সাকিব আল হাসান
খ. মুশফিকুর রহিম
গ. তামিম ইকবাল
ঘ. মেহেদী হাসান মিরাজ
উত্তরঃ গ
প্রশ্নঃ এ পর্যন্ত (২০১৫) কতজন ওয়ানডে ক্রিকেটে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হয়েছেন?
ক. ৪ জন
খ. ৬ জন
গ. ৮ জন
ঘ. ৫ জন
উত্তরঃ খ
প্রশ্নঃ শান্তির জন্য প্রথম কোন মহিলা নোবেল পুরষ্কার পান?
ক. আলভা মায়ারডাল
খ. অং সান সুকি
গ. শিরিন এবাদী
ঘ. মাদার তেরেসা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ফর্মুলা ওয়ান কি?
ক. কার রেসিং প্রতিযোগিতা
খ. বৈজ্ঞানিক সূত্র
গ. পানীয়
ঘ. ফ্যাশান হাউস
উত্তরঃ ক
প্রশ্নঃ Who is the world’s youngest debut centurion in the test cricket?/ অভিষেক টেস্টে সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান কে?
ক. Aminul Islam
খ. Akram Khan
গ. Shahid Afridi
ঘ. Mohammad Ashraful
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০১৭ এর দ্রুততম মানব কে?
ক. Christian Coleman
খ. Usain Bolt
গ. Justin Gatlin
ঘ. Wayde van Niekerk
উত্তরঃ গ
প্রশ্নঃ বর্তমানে (২০১৭) সবচেয়ে দামী ফুটবলার কে?
ক. কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)
খ. লিওনেল মেসি (আর্জেন্টিনা)
গ. নেইমার জুনিয়র (ব্রাজিল)
ঘ. ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (পর্তুগাল)
উত্তরঃ গ
প্রশ্নঃ পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী আব্দুস সালাম ছিলেন কোন দেশের বিজ্ঞানী
ক. বাংলাদেশ
খ. ভারত
গ. পাকিস্তান
ঘ. মিশর
উত্তরঃ গ
প্রশ্নঃ ভলিবল দলে কতজন প্লেয়ার থাকে?
ক. ৮ জন
খ. ৭ জন
গ. ৬ জন
ঘ. ৯ জন
উত্তরঃ গ
প্রশ্নঃ নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেয়া হয়? অথবা, নোবেল পুরস্কারের প্রবর্তকের দেশ কোনটি?
ক. যুক্তরাষ্ট্র
খ. যুক্তরাজ্য
গ. সুইডেন
ঘ. বেলজিয়াম
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)