প্রশ্নঃ প্রথম নোবেল বিজয়ী নারী কে?
ক. মাদাম কুরি
খ. আইরিন কুরি
গ. সেলমা লেগারলফ
ঘ. লা জেনি
উত্তরঃ ক
প্রশ্নঃ মাইকেল ফেলপস একজন
ক. ফুটবলার
খ. ক্রিকেটার
গ. সাঁতারু
ঘ. লেখক
উত্তরঃ গ
প্রশ্নঃ ২৪তম শীতকালীন অলিম্পিক গেমস কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
ক. ৪ – ২০ ফেব্রুয়ারি ২০২২, লস অ্যাঞ্জেলেস (যুক্তরাষ্ট্র)
খ. ৪ – ২০ ফেব্রুয়ারি ২০২২, পিয়ং চ্যান (উত্তর কোরিয়া)
গ. ৪ – ২০ ফেব্রুয়ারি ২০২২, বেইজিং (চীন)
ঘ. ৪ – ২০ ফেব্রুয়ারি ২০২২, মস্কো (রাশিয়া)
উত্তরঃ গ
প্রশ্নঃ ২০১৭ সালের ম্যান বুকার পুরস্কার লাভ করেন কে?
ক. Ali Smith
খ. Paul Auster
গ. Mohsin Hamid
ঘ. George Saunders
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ইারানের মানবাধিকার কর্মী শিরিন এবাদি কোন সালে শান্তি পুরস্কার পেয়েছিলেন?
ক. ২০০১ সালে
খ. ২০০২ সালে
গ. ২০০৩ সালে
ঘ. ২০০৪ সালে
উত্তরঃ গ
প্রশ্নঃ ২০১৬ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কে?
ক. Jean-Pierre Sauvage
খ. Oliver Hart
গ. Bengt Holmström
ঘ. খ ও গ উভয়ই
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ২০১৫ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে?
ক. আর্নস্ট রুস্কা ও গের্ড বিনিগ
খ. আলবার্ট ফার্ট ও পিটার গ্রুনবার্গ
গ. পিটার হিগস ও ফ্রাঙ্কোইস অ্যাংলার্ট
ঘ. তাকাকি কাজিতা ও আর্থার বি ম্যাকডোনাল্ড
উত্তরঃ ঘ
প্রশ্নঃ আই সি সি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ২০১৫ এর ফাইনাল খেলা কোথায় অনুষ্ঠিত হয়?
ক. নেপিয়ার
খ. অকল্যান্ড
গ. মেলবোর্ন
ঘ. সিডনি
উত্তরঃ গ
প্রশ্নঃ টানা তিনটি অলিম্পিকে পুরুষদের ১০০, ২০০ এবং ৪ x ১০০ মিটার রিলে দৌড়ে স্বর্ণপদক লাভের রেকর্ডধারী কে?
ক. আসাফা পাওয়েল
খ. উসাইন বোল্ট
গ. টাইসন গে
ঘ. মাইকেল গ্যাটলিন
উত্তরঃ খ
প্রশ্নঃ ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায়-
ক. ১৯৯৭ সালে
খ. ১৯৯৯ সালে
গ. ২০০১ সালে
ঘ. ২০০০ সালে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশ ওয়ানডেটে কোন দেশের বিরুদ্ধে ১০০তম জয় পায়?
ক. পাকিস্তান
খ. জিম্বাবুয়ে
গ. ইংল্যান্ড
ঘ. আফগানিস্তান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ২০১৫ সালে ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন কে?
ক. রজার ফেদেরার
খ. জকোভিচ
গ. রাফায়েল নাদাল
ঘ. স্তানিলাস ভাভরিঙ্কা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নাজীব মাহফুজ কোন সালে নোবেল পুরস্কার লাভ করেন?
ক. ১৯৭৮
খ. ১৯৮০
গ. ১৯৮৪
ঘ. ১৯৮৮
উত্তরঃ ঘ
প্রশ্নঃ উইম্বলডন কোন খেলার জন্য পরিচিত?
ক. ক্রিকেট
খ. টেনিস
গ. ফুটবল
ঘ. দাবা
উত্তরঃ খ
প্রশ্নঃ In what sports do players take both long and short corners?/কোন খেলায় খেলোয়াড়েরা লং ও শর্ট কর্নার খেলে থাকেন?
ক. Hockey
খ. Soccer
গ. Snooker
ঘ. Handball
উত্তরঃ ক
প্রশ্নঃ ওয়ানডে ক্রিকেটে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হওয়া ভারতীয় ক্রিকেটার কে?
ক. কপিল দেব
খ. মোহাম্মদ আজাহার উদ্দীন
গ. রবিন সিং
ঘ. মহিন্দর অমরনাথ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ২১তম বিশ্বকাপ ফুটবলের মূল আসরে কোন বিশ্বকাপ জয়ী দেশ খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়?
ক. আর্জেটিনা
খ. ফ্রান্স
গ. ইতালি
ঘ. উরুগুয়ে
উত্তরঃ গ
প্রশ্নঃ ২০১৮ সালের কমনওয়েলথ গেমস্ কোথায় অনুষ্ঠিত হয়?
ক. ইসলামাবাদ (পাকিস্তান)
খ. নয়াদিল্লি (ভারত)
গ. গোল্ডকোস্ট (অস্ট্রেলিয়া)
ঘ. ডারবান (দ. আফ্রিকা)
উত্তরঃ গ
প্রশ্নঃ ২০১৭ সালের অ্যাবেল পুরস্কার লাভ করেন কে?
ক. Louis Nirenberg, Canada
খ. John F. Nash Jr., United States
গ. Yves Meyer, France
ঘ. Andrew Wiles, United Kingdom
উত্তরঃ গ
প্রশ্নঃ প্রতি কয় বছর পরপর এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়?
ক. ৩ বছর
খ. ৪ বছর
গ. ৫ বছর
ঘ. ৬ বছর
উত্তরঃ খ
প্রশ্নঃ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপ ২০১৫ এর শীর্ষ স্বর্ণপদক জয়ী দেশ কোনটি?
ক. যুক্তরাষ্ট্র
খ. চীন
গ. কেনিয়া
ঘ. জ্যামাইকা
উত্তরঃ গ
প্রশ্নঃ এশিয়ান কাপ ফুটবল ট্রফির
ক. টমাস কাপ
খ. ডেভিস কাপ
গ. মারদেকা
ঘ. ডুরান্ড কাপ
উত্তরঃ গ
প্রশ্নঃ ২০১৪-১৫ মৌসুমে বর্ষসেরা গোলের গোলদাতা কে?
ক. Eden Hazard
খ. Robert Lewandowski
গ. Cristiano Ronaldo
ঘ. Leonel Messi
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল বলের নাম কি?
ক. নাইকি ১৮
খ. টেলস্টার ১৮
গ. জাবুলানি
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ The next cricket world cup will be held in:/পরবর্তী বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে?
ক. Australia and New Zeland
খ. West Indies
গ. India, Sri lanka, Bangladesh
ঘ. England and Scottland
উত্তরঃ ক
প্রশ্নঃ EURO-2016 এর মাস্কট এর নাম কি?
ক. স্টাম্পি
খ. সুপার ভিক্টর
গ. ফুলেকো
ঘ. গোলিও
উত্তরঃ খ
প্রশ্নঃ মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল- এর ২০১৫ সালের সেরা মানবাধিকারকর্মী পুরস্কার করেন–
ক. আই ওয়েইওয়েই
খ. জোয়ান বায়েজ
গ. ক ও খ উভয়েই
ঘ. উপরের কেউ না
উত্তরঃ গ
প্রশ্নঃ The symbol of Olympics consists 5 rings joined together representing 5 continents. The colours are:/অলিম্পিকের প্রতিকে পরস্পর সংযুক্ত ৫টি বৃত ৫টি মহাদেশ নির্দেশ করে। বৃত্তগুলোর রঙ হলো–
ক. red, blue, yellow, green and black
খ. violet, orange, green, white and red
গ. black, red, orange, blue and green
ঘ. red, blue, green, violet and black
উত্তরঃ ক
প্রশ্নঃ অস্ট্রেলীয় ক্রিকেট দল কতবার চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে?
ক. একবার
খ. দুইবার
গ. তিনবার
ঘ. চারবার
উত্তরঃ ঘ
প্রশ্নঃ The name of the host city of Olympic 2016 is-/২০১৬ সালে অলিম্পিক গেমস্ অনুষ্ঠিত হবে—
ক. বেইজিং(Beijing)
খ. সিকাগো(Chicago)
গ. লন্ডন(London)
ঘ. রিও ডি জেনিরো(Rio De Janeiro)
উত্তরঃ ঘ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)