আন্তর্জাতিক বিষয়াবলী-৩৩

প্রশ্নঃ ২৪তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
ক. ২৭-২৯ নভেম্বর ২০১৬
খ. ২৭-৩০ নভেম্বর ২০১৫
গ. ২৭-২৯ নভেম্বর ২০১৫
ঘ. ২৬-২৭ নভেম্বর ২০১৫
উত্তরঃ গ

প্রশ্নঃ সার্কভূক্ত দেশসমূহের লোকসংখ্যা সবচেয়ে কম কোন দেশে?
ক. নেপাল
খ. ভুটান
গ. শ্রীলঙ্কা
ঘ. মালদ্বীপ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘মেনা’ কোন দেশের সংবাদ সংস্থা?
ক. সৌদি আরব
খ. কুয়েত
গ. মিশর
ঘ. ইরাক
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ রেডক্রসের প্রতিষ্ঠাতা হলেন-
ক. ব্যাডেন পাওয়েল
খ. পল পি হ্যারিস
গ. হেনরি ডুরান্ট
ঘ. আলফ্রেড নোবেল
উত্তরঃ গ

প্রশ্নঃ ECO’ এর সদর দফতর কোথায়?
ক. তেহরান
খ. প্যারিস
গ. ব্রাসেলস
ঘ. হেগ
উত্তরঃ ক

প্রশ্নঃ ৪৩তম জি-৭ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. Shima, Mie Prefecture, Japan.
খ. Brussels, Belgium
গ. Taormina, Sicily, Italy
ঘ. Krün, Bavaria, Germany
উত্তরঃ গ

প্রশ্নঃ Of the following countries, Which is a member of NATO?/ ন্যাটোর সদস্য–
ক. Pakistan(পাকিস্তান)
খ. Japan(জাপান)
গ. Turkey(তুরস্ক)
ঘ. Saudi Arabia(সৌদি আরব)
উত্তরঃ গ

প্রশ্নঃ জাতিসংঘের মূল অঙ্গসংস্থা কয়টি?
ক. ৫টি
খ. ৭টি
গ. ৮টি
ঘ. ৬টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১৯৯৫ সালে বেইজিং- এ অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের মূল শ্লোগান কি ছিল?
ক. নারীর দৃষ্টিতে বিশ্বকে দেখ
খ. বিশ্বের নারীরা এক হও
গ. নারীর অধিকার মানবাধিকার
ঘ. নারী নির্যাতন বন্ধ কর
উত্তরঃ ক

প্রশ্নঃ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA)- এর বর্তমান (২০১৬) সদস্য সংখ্যা কতটি?
ক. ১৫৯
খ. ১৬২
গ. ১৬৪
ঘ. ১৬৮
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত?
ক. চীন
খ. ইন্দোনেশিয়া
গ. যুগোস্লাভিয়া
ঘ. মালয়েশিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘Black Lives Matter’ কি?
ক. একটি গ্রন্থের নাম
খ. একটি পানীয়
গ. বর্ণবাদ বিরোধী আন্দোলন
ঘ. একটি NGO
উত্তরঃ গ

প্রশ্নঃ সার্কের বর্তমান (২০১৫) চেয়ারপারসন কে?
ক. খাগড়া প্রসাদ শর্মা অলি
খ. নওয়াজ শরিফ
গ. নরেন্দ্র মোদী
ঘ. শেখ হাসিনা
উত্তরঃ ক

প্রশ্নঃ ইসলামী সহযোগিতা সংস্থা (OIC) কোন বাংলাদেশিকে ইউরোপীয় ইউনিয়নে (EU) রাষ্ট্রদূত নিয়োগ দেয়?
ক. মাহমুদ হোসেন
খ. মো. আব্দুল হান্নান
গ. মোহাম্মদ আব্দুল হাই
ঘ. ইসমাত জাহান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (OECD)-এর বর্তমান সদস্য দেশ কতটি?
ক. ৩০টি
খ. ৩৫টি
গ. ৪০টি
ঘ. ৩২টি
উত্তরঃ খ

প্রশ্নঃ আন্তর্জাতিক মান সংস্থা (ISO)-এর বর্তমান (২০১৭) মহাসচিব কে?
ক. সার্জিও মুজিকা (চিলি)
খ. ইউকিয়ো আমানো (জাপান)
গ. টমাস গ্রিমিনজার (সুইজারল্যান্ড)
ঘ. এনরিক ক্যানন পেড্রোগোসা (উরুগুয়ে)
উত্তরঃ ক

প্রশ্নঃ বিশ্ব স্বাস্থ্য পরিসংখ্যান ২০১৭ অনুযায়ী প্রতি লাখে সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে শীর্ষ দেশ কোনটি?
ক. ভারত
খ. বাংলাদেশ
গ. থাইল্যান্ড
ঘ. ভেনিজুয়েলা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ৪ জুন ২০১৭ কোন দেশটি LDC থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়?
ক. লাওস
খ. নিরিক্ষীয় গিনি
গ. ভুটান
ঘ. কম্বোডিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ সার্ক- এর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়–
ক. ১৯৮৪ সালে
খ. ১৯৮৭ সালে
গ. ১৯৮৫ সালে
ঘ. ১৯৮৬ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ ৩ মার্চ ২০১৬ কোন দেশ ICC-এর ১২৪তম সদস্যপদ লাভ করে?
ক. কেনিয়া
খ. নেদারল্যান্ডস
গ. এল সালভাদর
ঘ. তাঞ্জানিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ আঞ্চলিক ভিত্তিতে জীবন প্রত্যাশা (Life expectency) সবচেয়ে বেশি—
ক. ইউরোপে
খ. উত্তর আমেরিকায়
গ. অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে
ঘ. মধ্য এশিয়ায়
উত্তরঃ গ

প্রশ্নঃ ১৩ জুন ২০১৬ স্থায়ী সালিশি আদালত (PCA) -এর ১২১তম সদস্য পদ লাভ করে কোন দেশ?
ক. বুরুন্ডি
খ. নাইজেরিয়া
গ. বাহামাস
ঘ. নাইজার
উত্তরঃ গ

প্রশ্নঃ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে বিশ্বের সবচেয়ে বেশী দুর্নীতিগ্রস্থ দেশ কোনটি?
ক. সুইডেন
খ. নাইজেরিয়া
গ. বাংলাদেশ
ঘ. ভারত
উত্তরঃ খ

প্রশ্নঃ ১২ জুন ২০১৫ কোন দেশ আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)- এর ১৮৬তম সদস্যপদ লাভ করে?
ক. সোমালিয়া
খ. কসোভো
গ. পূর্ব তিমুর
ঘ. কুক আইল্যান্ডস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা (UNIDO)-এর বর্তমান (২০১৬) সদস্য দেশ কতটি?
ক. ১৫২
খ. ১৬৫
গ. ১৭০
ঘ. ১৭৫
উত্তরঃ গ

প্রশ্নঃ SARRC Secretariate is situated in-/ সার্ক সচিবালয় কোথায় অবস্থিত?
ক. Dhaka(ঢাকা)
খ. Islamabad(ইসলামাবাদ)
গ. Kathmandu(কাঠমান্ডু)
ঘ. New Delhi(নয়াদিল্লী)
ঙ. Colombo(কলম্ব)
উত্তরঃ গ

প্রশ্নঃ World Fish Center এর সদর দপ্তর কোন দেশে?
ক. জাপান
খ. মালয়েশিয়া
গ. আমেরিকা
ঘ. কেনিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ ২০১৭ সালে ৯ম BRICS শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. সাও পাওলো, ব্রাজিল
খ. কেপটাউন, দক্ষিণ আফ্রিকা
গ. জিয়ামেন, চীন
ঘ. মস্কো, রাশিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘আল আহরাম’ কোন দেশের পত্রিকা?
ক. মিশর
খ. লিবিয়া
গ. তিউনিসিয়া
ঘ. মরক্কো
উত্তরঃ ক

প্রশ্নঃ ২৫ মে ২০১৫ কোন দেশ ইকনোমিক কম্যুনিটি অব সেন্ট্রাল আফ্রিকান স্টেটস (ECCAS)- এর পুনরায় যোগদান করে?
ক. মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
খ. দক্ষিন সুদান
গ. রুয়ান্ডা
ঘ. আলজেরিয়া
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top