আন্তর্জাতিক বিষয়াবলী-৩২

প্রশ্নঃ সন্ত্রাসবিরোধী ইসলামিক সামরিক জোট (IMAFT)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. ইসলামাবাদ, পাকিস্তান
খ. তেহরান, ইরান
গ. রিয়াদ, সৌদি আরব
ঘ. জাকার্তা, ইন্দোনেশিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ সার্কের ১৯তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
ক. ঢাকা, বাংলাদেশ
খ. কলম্বো, শ্রীলংকা
গ. মালে, মালদ্বীপ
ঘ. ইসলামাবাদ, পাকিস্তান
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ১১তম জি-২০ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. সাও পাওলো, ব্রাজিল
খ. হামবুর্গ, জার্মানি
গ. হাংঝু, চীন
ঘ. টোকিও, জাপান
উত্তরঃ গ

প্রশ্নঃ দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলি কবে সাপটা (SAPTA) চুক্তি সই করেছে?
ক. ১৯৭৬
খ. ১৯৮৫
গ. ১৯৯৩
ঘ. ১৯৯৪
উত্তরঃ গ

প্রশ্নঃ টেকসই উন্নয়ন লক্ষ্য- এর মেয়াদ শেষ হবে কবে?
ক. ৩১ ডিসেম্বর ২০২৫
খ. ৩১ ডিসেম্বর ২০২৭
গ. ৩১ ডিসেম্বর ২০৩০
ঘ. ৩১ ডিসেম্বর ২০২৯
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশ কবে UN ESCAP’র কাগজবিহীন বাণিজ্য সহজীকরণ কাঠামো চুক্তি স্বাক্ষর করে?
ক. ২৯ আগস্ট ২০১৭
খ. ২৮ আগস্ট ২০১৭
গ. ২৬ আগস্ট ২০১৭
ঘ. ২৪ আগস্ট ২০১৭
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ডেইলি ডন’ পত্রিকা কোন দেশ থেকে প্রকাশিত হয়?
ক. ভারত
খ. লন্ডন
গ. পাকিস্তান
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ গ

প্রশ্নঃ UNHCR এর সদর দপ্তর কোথায়?
ক. নিউইয়র্ক
খ. রোম
গ. জেনেভা
ঘ. লন্ডন
উত্তরঃ গ

প্রশ্নঃ জাতিসংঘ শান্তিরক্ষীদের শিরোস্ত্রাণের রং-
ক. লাল
খ. নীল
গ. সবুজ
ঘ. সাদা
উত্তরঃ খ

প্রশ্নঃ আন্তর্জাতিক মোবাইল স্যাটেলাইট সংস্থা (IMSO)-এর বর্তমান (২০১৬) সদস্য দেশ কতটি?
ক. ১০৫টি
খ. ১১০টি
গ. ১০২টি
ঘ. ১০০টি
উত্তরঃ গ

প্রশ্নঃ ইসলামি সহযোগিতা সংস্থা (OIC)-এর ৫ম বিশেষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
ক. ৬-৭ মার্চ ২০১৬
খ. ৭-৮ মার্চ ২০১৬
গ. ১০-১১ মার্চ ২০১৬
ঘ. ৪-৫ মার্চ ২০১৬
উত্তরঃ ক

প্রশ্নঃ ২১তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP21) কবে অনুষ্ঠিত হয়?
ক. ২৬ নভেম্বর – ৭ ডিসেম্বর, ২০১৫
খ. ২৮ নভেম্বর – ১০ ডিসেম্বর, ২০১৫
গ. ২৫ নভেম্বর – ১ ডিসেম্বর, ২০১৫
ঘ. ৩০ নভেম্বর – ১২ ডিসেম্বর, ২০১৫
উত্তরঃ ঘ

প্রশ্নঃ The World Bank is a—
ক. Multinational Bank
খ. International Financial Institution
গ. UN Body
ঘ. National Bank
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয়?
ক. ধর্ম
খ. জাতি
গ. সংস্কৃতি
ঘ. ভাষা
উত্তরঃ গ

প্রশ্নঃ World Development Report নিম্নের কোন সংস্থাটির বার্ষিক প্রকাশনা?
ক. UNDP
খ. World Bank
গ. IMF
ঘ. BRICS
উত্তরঃ খ

প্রশ্নঃ WTO’র ১১তম মন্ত্রী পর্যায়ের বৈঠক কবে অনুষ্ঠিত হয়?
ক. ১০-১৩ ডিসেম্বর ২০১৭
খ. ১৬-১৯ ডিসেম্বর ২০১৭
গ. ১২-১৫ ডিসেম্বর ২০১৭
ঘ. ১১-১৪ ডিসেম্বর ২০১৭
উত্তরঃ ক

প্রশ্নঃ নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা আছে কটি সদস্য দেশের?
ক. ৪টি
খ. ৩টি
গ. ৫টি
ঘ. ১টি
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘Law of the Sea Convention’ অনুযায়ী উপকূল থেকে কত দূরত্ব পর্যন্ত Exclusive Economic Zone’ হিসেবে গণ্য?
ক. ২২ নটিক্যাল মাইল
খ. ৪৪ নটিক্যাল মাইল
গ. ২০০ নটিক্যাল মাইল
ঘ. ৩৭০ নট
উত্তরঃ গ

প্রশ্নঃ আন্তর্জাতিক অপরাধবিষয়ক আদালত সংক্রান্ত চুক্তি (International Criminal Court Treaty) কত সালে স্বাক্ষরিত হয়েছিল-
ক. ১৯৯৭
খ. ১৯৯৮
গ. ১৯৯৯
ঘ. ২০০১
উত্তরঃ খ

প্রশ্নঃ HEad office of WHO is located in-/ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর সদর দপ্তর কোথায়–
ক. Paris(প্যারিস)
খ. New York (নিউইয়র্ক)
গ. Geneva (জেনেভা)
ঘ. None of these
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
ক. European Union
খ. WTO
গ. NATO
ঘ. FIFA
উত্তরঃ ক

প্রশ্নঃ এসপিএ কোন দেশের সংবাদ সংস্থা?
ক. দক্ষিণ আফ্রিকা
খ. সৌদি আরব
গ. স্পেন
ঘ. সিঙ্গাপুর
উত্তরঃ খ

প্রশ্নঃ Where is the IMF headquarter located?/আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এর সদর দপ্তর কোথায়?
ক. London(লন্ডন)
খ. Geneva(জেনেভা)
গ. New York (নিউইয়র্ক)
ঘ. Washington D.C(ওয়াশিংটন ডিসি)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২০১৭ সালে চতুর্থ BIMSTEC শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
ক. ভারত
খ. বাংলাদেশ
গ. নেপাল
ঘ. মায়ানমার
উত্তরঃ গ

প্রশ্নঃ আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কোন সালে গঠিত হয়?
ক. ১৯১১
খ. ১৯১৯
গ. ১৯৪৫
ঘ. ১৯৬৪
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন দেশের মানুষের গড় আয়ু সবচেয়ে বেশি-
ক. জাপান
খ. সুইজারল্যান্ড
গ. কানাডা
ঘ. সুইডেন
উত্তরঃ ক

প্রশ্নঃ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (ACU)- এর বর্তমান (২০১৫) মহাসচিব কে?
ক. লিডা বোরহান-আজাদ
খ. আজাদ আবুল কালাম
গ. ড. আতিউর রহমান
ঘ. উপরের কেউ না
উত্তরঃ ক

প্রশ্নঃ সার্কের বর্তমান সদস্য সংখ্যা হলো-
ক. ৮
খ. ৭
গ. ৬
ঘ. ৯
ঙ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘আকবর’ কোন দেশের পত্রিকা?
ক. ইরাক
খ. মিশর
গ. পাকিস্তান
ঘ. সৌদি আরব
উত্তরঃ খ

প্রশ্নঃ জাতিসংঘের পতাকায় কোন গাছের প্রতিক দেখা যায়?
ক. ম্যাপল
খ. তাল
গ. জলপাই
ঘ. দেবদারু
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!