আন্তর্জাতিক বিষয়াবলী-৩৪

প্রশ্নঃ বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. ওয়শিংটন
খ. নিউইয়র্ক
গ. জেনেভা
ঘ. রোম
উত্তরঃ গ

প্রশ্নঃ LDC থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের তালিকায় অন্তর্ভুক্ত দেশের সংখ্যা ২০১৭ পর্যন্ত কতটি?
ক. ১০টি
খ. ৬টি
গ. ৫টি
ঘ. ৮টি
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ANZUS কোন ধরনের সংগঠন?
ক. অর্থনৈতিক
খ. রাজনৈতিক
গ. আঞ্চলিক
ঘ. সামরিক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২০১৭ সালে ২৫তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
ক. ক্যানবেরা, অস্ট্রেলিয়া
খ. নয়াদিল্লি (ভারত)
গ. পোর্ট ভিলা, ভানুয়াতু
ঘ. ওয়েলিংটন, নিউজিল্যান্ড
উত্তরঃ গ

প্রশ্নঃ ইউনেস্কো’র সহযোগী সদস্য কতটি?
ক. ১০
খ. ১২
গ. ৭
ঘ. ৯
উত্তরঃ ক

প্রশ্নঃ The head office of Asian Clearing Union(ACU) is situated in:/এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. Dhaka
খ. Tehran
গ. Delhi
ঘ. Islamabad
ঙ. Kathmundu
উত্তরঃ খ

প্রশ্নঃ LDC দেশ কয়টি?
ক. ৪৭
খ. ৪৮
গ. ৪৯
ঘ. ৫০
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর ১৬৩তম সদস্য দেশ কোনটি?
ক. ইরান
খ. ইরাক
গ. আফগানিস্তান
ঘ. লাইবেরিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (ACU)- এর বর্তমান (২০১৫) চেয়ারম্যান কে?
ক. লিডা বোরহান-আজাদ
খ. অর্জুন বাহাদুর থাপা
গ. ড. আতিউর রহমান
ঘ. উপরের কেউ না
উত্তরঃ গ

প্রশ্নঃ জাতিসংঘের প্রথম এশীয় সেক্রেটারি জেনারেল কোন দেশের নাগরিক ছিলেন?
ক. ভারত
খ. মায়ানমার
গ. শ্রীলংকা
ঘ. ইরান
উত্তরঃ খ

প্রশ্নঃ কমনওয়েলথ- এর মোট সদস্য সংখ্যা-
ক. ৪৩
খ. ৪৬
গ. ৫০
ঘ. ৫৪
উত্তরঃ ঘ

প্রশ্নঃ What is the total number of member cuntries of (OIC)?/ ইসলামি সম্মেলন সংস্থার সদস্য রাষ্ট্রের সংখ্যা কত?
ক. 60
খ. 55
গ. 56
ঘ. 57
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মানব সম্পদ বলতে সাধারণত কি বুঝায়?
ক. কর্মক্ষম মানুষ
খ. প্রতিভার মানুষ
গ. শক্তিশালী মানুষ
ঘ. দক্ষতাসম্পন্ন মানুষ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ SARTTAC-এর পূর্ণরূপ কি?
ক. South America Regional Training and Technical Assistance Center
খ. South Asia Regional Training and Technical Assistance Center
গ. South Asia Regional Training and Technical Assistance Committee
ঘ. South Asia Regional Training and Teaching Assistance Center
উত্তরঃ খ

প্রশ্নঃ জাতিসংঘের প্রস্তাবক কে ছিলেন?
ক. চার্চিল
খ. উ থান্ট
গ. রুজভেল্ট
ঘ. স্ট্যালিন
উত্তরঃ গ

প্রশ্নঃ OIC-এর কততম সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন?
ক. ২য় শীর্ষ সম্মেলন
খ. ৫ম শীর্ষ সম্মেলন
গ. ৪র্থ শীর্ষ সম্মেলন
ঘ. ৭ম শীর্ষ সম্মেলন
উত্তরঃ ক

প্রশ্নঃ ইন্টারপোল কি ধরনের সংস্থা?
ক. উত্তর গোলার্ধের পরিবেশ সংরক্ষণ
খ. পুলিশ ও অপরাধ সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা
গ. আন্তর্জাতিক প্রাণী সংরক্ষণ
ঘ. আফগানিস্তানে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
উত্তরঃ খ

প্রশ্নঃ সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (SDMC) কোথায় প্রতিষ্ঠা করা হবে?
ক. বাংলাদেশ
খ. মালদ্বীপ
গ. পাকিস্তান
ঘ. ভারত
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Which country introduced the concept of SAARC?/ সার্ক (SAARC) এর প্রস্তাবক কোন দেশ?
ক. India(ভারত)
খ. Nepal(নেপাল)
গ. Sri Lanka(শ্রীলঙ্কা)
ঘ. Bangladesh(বাংলাদেশ)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) -এর দশম মন্ত্রী পর্যায়ের সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
ক. ১৫-১৬ ডিসেম্বর ২০১৫
খ. ১২-১৩ ডিসেম্বর ২০১৫
গ. ১৫-১৮ ডিসেম্বর ২০১৫
ঘ. ১০-১১ ডিসেম্বর ২০১৫
উত্তরঃ গ

প্রশ্নঃ ২২ মার্চ ২০১৫ স্থায়ী সালিশি আদালত (PCA)- এর ১১৭তম সদস্য পদ লাভ করে–
ক. ইরাক
খ. ইউক্রেন
গ. ইরান
ঘ. জর্জিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ৩ নভেম্বর ২০১৫ ইউনেস্কো’র দশম সহযোগী সদস্যপদ লাভ করে–
ক. অ্যাঙ্গুইলা
খ. সিন্ট মার্টেন
গ. ফারো দ্বীপপুঞ্জ
ঘ. মন্টসেরাট
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সন্ত্রাসবিরোধী ইসলামিক সামরিক জোট (IMAFT)-এর প্রথম সর্বাধিনায়ক কে?
ক. জেনারেল পারভেজ মোশাররফ
খ. জেনারেল রাহিল শরিফ
গ. জেনারেল আব্দুল মবিন
ঘ. উপরের কেউ না
উত্তরঃ খ

প্রশ্নঃ মার্শাল টিটো কোন দেশের নাগরিক?
ক. বুলগেরিয়া
খ. তুরস্ক
গ. আলজেরিয়া
ঘ. যুগোস্লাভিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথাম অধিবেশন অনুষ্ঠিত হয়-
ক. ১৯৪৫ সালে
খ. ১৯৪৬ সালে
গ. ১৯৪৭ সালে
ঘ. ২০০৪ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ C.N.N-এর পুরা নাম কি?
ক. Cable News Network
খ. Central News Network
গ. Commercial News Network
ঘ. Cable Network News
উত্তরঃ ক

প্রশ্নঃ জি-৮ এর বর্তমান (২০১৬) চেয়ারম্যান কে?
ক. সিলভিও বার্লুসকনি (ইতালি)
খ. ভ্লাদিমির পুতিন (রাশিয়া)
গ. স্টিভেন হারপার (কানাডা)
ঘ. শিনজো অ্যাবে (জাপান)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ In which South Asian country rate of literacy is highest?/দক্ষিণ এশিয়ার কোন দেশে শিক্ষার হার সর্বোচ্চ বেশি?
ক. Sri Lanka
খ. Maldives
গ. Brunei
ঘ. Sumtra
ঙ. Nepal
উত্তরঃ খ

প্রশ্নঃ আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) এর বর্তমান (২০১৬) সদস্য দেশ কতটি?
ক. ১২৪ টি
খ. ১২১ টি
গ. ১২৫ টি
ঘ. ১২০ টি
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশ কবে UN ESCAP’র কাগজবিহীন বাণিজ্য সহজীকরণ কাঠামো চুক্তি স্বাক্ষর করে?
ক. ২৯ আগস্ট ২০১৭
খ. ২৭ আগস্ট ২০১৭
গ. ২৫ আগস্ট ২০১৭
ঘ. ২৩ আগস্ট ২০১৭
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!