প্রশ্নঃ আরব লীগের বর্তমান (২০১৬) ও অষ্টম মহাসচিব কে?
ক. মাহমুদ রিয়াদ
খ. আমর মুসা
গ. নাবিল আল-আরাবি
ঘ. আহমেদ আবুল ঘেইত
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ১ জুলাই ২০১৬ কোন দেশ ওপেক (OPEC)-এ পুনরায় যোগদান করে?
ক. ইকুয়েডর
খ. অ্যাঙ্গোলা
গ. ইন্দোনেশিয়া
ঘ. গ্যাবন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ UNFPA’র ৫ম ও বর্তমান (২০১৭) নির্বাহী পরিচালক কে?
ক. আদ্রেঁ আজুলে (ফ্রান্স)
খ. নাটালিয়া কানেম (তাঞ্জানিয়া)
গ. নাফিস সাদিক (পাকিস্তান)
ঘ. বাবাটুন্ডে ওসোতিমোহিন (নাইজেরিয়া)
উত্তরঃ খ
প্রশ্নঃ Which is not a UN Organization?/কোনটি জাতিসংঘের অঙ্গসংস্থা নয়?
ক. ESCAP
খ. UNDP
গ. ILO
ঘ. CIRDAP
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (IPU)-এর বর্তমান (২০১৭) সদস্য দেশ কতটি?
ক. ১৭৩টি
খ. ১৭৫টি
গ. ১৬৫টি
ঘ. ১৬৮টি
উত্তরঃ ক
প্রশ্নঃ ILO head office is situated in:/আন্তর্জাতিক শ্রম অফিস (ILO) এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
ক. Paris
খ. Geneva
গ. Chicago
ঘ. Bangkok
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘ফোর্স সেভেনটিন’ কোন দেশের গেরিলা সংগঠন?
ক. লেবানন
খ. সিয়েরালিওন
গ. ফিলিপাইন
ঘ. প্যালেস্টাইন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ পিএলও- এর ন্যাশনাল কাউন্সিল কর্তৃক আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠানের প্রস্তাব সম্পর্কে ১৯৮৮ সনে জাতিসংঘ কোথায় রেজুলেশন গ্রহণ করে?
ক. নিউইয়র্ক
খ. প্যারিস
গ. জেনেভা
ঘ. ভিয়েনা
উত্তরঃ ক
প্রশ্নঃ জাতিসংঘ কোন প্রধান উদ্দেশ্যে স্থাপিত হয়?
ক. যুদ্ধের অভিশাপ থেকে বিশ্বকে রক্ষা করার জন্য
খ. আন্তর্জাতিক ব্যবসা বানিজ্য করার জন্য
গ. বিশ্ব খেলাধুলার ব্যবস্থা উন্নত করার জন্য
ঘ. বিশ্বব্যাপী সরকার গঠনের জন্য
উত্তরঃ ক
প্রশ্নঃ আন্তর্জাতিক টেলিযোগাযোগ স্যাটেলাইট সংস্থা (ITSO)-এর বর্তমান (২০১৭) মহাসচিব কে?
ক. সার্জিও মুজিকা
খ. ফ্রান্সিস প্যাট্রিক মাসম্বু
গ. টমাস গ্রিমিনজার
ঘ. ম্যাথিয়াস জোনাস
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয়?
ক. IBRD
খ. IDA
গ. IMF
ঘ. IFC
উত্তরঃ গ
প্রশ্নঃ SDG -এর পূর্ণরূপ কি?
ক. Sustainable Development Groups
খ. Static Development Goals
গ. Sustainable Development Goals
ঘ. None of these
উত্তরঃ গ
প্রশ্নঃ ১৩ অক্টোবর ২০১৬ কোন দেশ কমনওয়েলথ-এর সদস্যপদ প্রত্যাহার করে?
ক. মালদ্বীপ
খ. পাকিস্তান
গ. কেনিয়া
ঘ. গাম্বিয়া
উত্তরঃ ক
প্রশ্নঃ দ্যাগ হ্যামারশোল্ড জাতিসংঘের মহাসচিব ছিলেন তিনি তার নাম কিভাবে লিখতেন?
ক. Dag Hammarsold
খ. Dag Hammarjold
গ. Dag Hammarssold
ঘ. Dag Hammarskjold
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোনটি (BENELUX)-এর সদস্য?
ক. বেলজিয়াম
খ. বেলগ্রেড
গ. বেলারুশ
ঘ. বেঙ্গালোর
উত্তরঃ ক
প্রশ্নঃ কমনওয়েলথের এর প্রধান কে?
ক. আমেরিকার প্রেসিডেন্ট
খ. জাতিসংঘের মহাসচিব
গ. ইংল্যান্ডের রানী
ঘ. ভারতের প্রধানমন্ত্রী
উত্তরঃ গ
প্রশ্নঃ কোনটি ‘ও আই সি’ এর অঙ্গ সংস্থা নয়?
ক. সাধারণ সচিবালয়
খ. আন্তর্জাতিক ইসলামি আদালত
গ. ইসলামি উন্নয়ন ব্যাংক
ঘ. ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র
উত্তরঃ ঘ
প্রশ্নঃ জাতিসংঘের সনদ কর্তৃক স্বীকৃত দাপ্তরিক ভাষার সংখ্যা?
ক. ৪
খ. ৫
গ. ৬
ঘ. ৭
উত্তরঃ গ
প্রশ্নঃ দশম জি-২০ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. কান, ফ্রান্স
খ. আনতোলিয়া, তুরস্ক
গ. ব্রিসবেন, অস্ট্রেলিয়া
ঘ. সিউল, দক্ষিণ কোরিয়া
উত্তরঃ খ
প্রশ্নঃ বিশ্বের জনসংখ্যা পরিস্থিতি ২০০০’ রিপোর্ট অনুসারে নারী নির্যাতন এর ক্ষেত্রে বিশ্বে শীর্ষ দেশ?
ক. পাকিস্তান
খ. কেনিয়া
গ. পাপুয়া নিউগিনি
ঘ. বাংলাদেশ
উত্তরঃ গ
প্রশ্নঃ সার্ক (SAARC) দেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম দেশ-
ক. নেপাল
খ. ভুটান
গ. শ্রীলংকা
ঘ. মালদ্বীপ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ইউরো মুদ্রার সেন্ট্রাল ব্যাংক কোথায় অবস্থিত?
ক. ফ্রান্স
খ. ব্রিটেন
গ. জার্মানি
ঘ. ইতালি
উত্তরঃ গ
প্রশ্নঃ ৬ ফেব্রুয়ারি ২০১৫ কে আন্তর্জাতিক বিচার আদালত (ICJ)-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন?
ক. স্যাং হিয়ুন (দক্ষিন কোরিয়া)
খ. রন্নি আব্রাহাম (ফ্রান্স)
গ. মার্গারেট চ্যান (হংকং)
ঘ. গাই রাইডার (যুক্তরাজ্য)
উত্তরঃ খ
প্রশ্নঃ HDI এর পূর্নরূপ হলো-
ক. High Development Index
খ. Human Development Index
গ. High density Industrialization
ঘ. High Developed Industries
ঙ. Human Development Industries
উত্তরঃ খ
প্রশ্নঃ জাতিসংঘের মহাসচিব কুট ওয়াল্ড হেইম কোন দেশের নাগরিক ছিলেন?
ক. নরওয়ে
খ. সুইডেন
গ. পেরু
ঘ. অস্ট্রিয়া
উত্তরঃ ঘ
প্রশ্নঃ Head office of the bank of the south is in-/ব্যাংক অব সাউথ এর প্রধান কার্যালয় কোথায়?
ক. South Africa
খ. India
গ. USA
ঘ. Venezuela
উত্তরঃ ঘ
প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম বিমান বন্দর কোথায় অবস্থিত?
ক. নিউইয়র্ক
খ. লন্ডন
গ. বার্লিন
ঘ. জেদ্দা
ঙ. হার্জফোর্ট জ্যাক্সন
উত্তরঃ ঙ
প্রশ্নঃ বিশ্ব স্বাস্থ্য পরিসংখ্যান ২০১৭ অনুযায়ী প্রতি হাজারে HIV আক্রান্তে শীর্ষ দেশ কোনটি?
ক. দক্ষিণ আফ্রিকা
খ. বতসোয়ানা
গ. সোয়াজিল্যান্ড
ঘ. লেসেথো
উত্তরঃ গ
প্রশ্নঃ ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ন্ত্রণ ব্যবস্থা (MTCR)-এর বর্তমান (২০১৬) সদস্য দেশ কতটি?
ক. ৩০টি
খ. ৩২টি
গ. ৩৫টি
ঘ. ৩৯টি
উত্তরঃ গ
প্রশ্নঃ Which organization is replaced by WTOকোন সংস্থার পরিবর্তে বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) গঠিত হয়েছে?
ক. ESCAP
খ. ADB
গ. GATT
ঘ. UNIDO
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)