আন্তর্জাতিক বিষয়াবলী-২০

প্রশ্নঃ জোট নিরপেক্ষ আন্দোলন কি অর্থে সংজ্ঞায়িত হয়েছিল?
ক. স্নায়ুযুদ্ধকালীন পরাশক্তিদ্বয়ের সাথে মিত্রতা পরিহার
খ. নিরপেক্ষ নীতি বাস্তবায়ন
গ. স্নায়ুদ্ধকালীন পরাশক্তিদ্বয়ের বহুমাত্রিক জোটের অন্তর্ভূক্তি পরিহার
ঘ. নিরপেক্ষায়িত অবস্থান বজায় রাখা
উত্তরঃ গ

প্রশ্নঃ IPCC একটি—
ক. জাতিসংঘের অর্থনৈতিক সংস্থা
খ. জাতিসংঘের পরিবেশবাদী সংস্থা
গ. সার্কের অর্থনৈতিক সংস্থা
ঘ. সার্কের পরিবেশবাদী সংস্থা
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ আন্তর্জাতিক অপরাধ আদালতের সদর দফতর কোথায় অবস্থিত? ‘স্থায়ী সালিসি আদালত’ কোথায় অবস্থিত?
ক. দি হেগ
খ. জেনেভা
গ. ন্যুরেমবার্গ
ঘ. টোকিও
উত্তরঃ ক

প্রশ্নঃ নীচর কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই?
ক. NATO
খ. NAM
গ. EU
ঘ. ASEAN
উত্তরঃ খ

প্রশ্নঃ কত সালে জাতিসংঘের সহস্রাব্দ ঘোষনাপত্র প্রকাশ করা হয়েছিল?
ক. ২০০০
খ. ২০০১
গ. ২০০২
ঘ. ২০০৩
উত্তরঃ ক

প্রশ্নঃ ২১তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP21) কোথায় অনুষ্ঠিত হয়?
ক. প্যারিস, ফ্রান্স
খ. বেইজিং, চীন
গ. লন্ডন, যুক্তরাজ্য
ঘ. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
উত্তরঃ ক

প্রশ্নঃ OPEC’র বর্তমান (২০১৭) সদস্য দেশ কতটি?
ক. ১৩টি
খ. ১২টি
গ. ১৫টি
ঘ. ১৪টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আফ্রিকান ইউনিয়নের বর্তমান (২০১৬) চেয়ারপারসন কে?
ক. উহুরু কেনিয়াত্তা (কেনিয়া)
খ. ওমর আল বশির (সুদান)
গ. ইদ্রিস দেবি (শাদ)
ঘ. রবার্ট মুগাবে (জিম্বাবুয়ে)
উত্তরঃ গ

প্রশ্নঃ The head office of which regional/ international organization is located in Dhaka?/ নিম্নলিখিত কোন আঞ্চলিক বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির সদর দপ্তর ঢাকায় অবস্থিত?
ক. SARRC
খ. CIRDAP
গ. ADB
ঘ. APEC
উত্তরঃ খ

প্রশ্নঃ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর সদর দপ্তর কোথায়?
ক. ব্রাসেলস, বেলজিয়াম
খ. জেনেভা, সুইজারল্যান্ড
গ. প্যারিস, ফ্রান্স
ঘ. রোম, ইতালি
উত্তরঃ খ

প্রশ্নঃ ইউরোপীয় পারমাণবিক গবেষণা প্রতিষ্ঠান বা CERN -এর বর্তমান (২০১৬) সদস্য দেশ কতটি?
ক. ২০ টি
খ. ২৬ টি
গ. ২২ টি
ঘ. ২৮ টি
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন দেশগুলো ডি-৮ দেশসমূহের অন্তর্ভূক্ত নয়?
ক. ভারত, নেপাল, শ্রীলঙ্কা
খ. মিশর, ইন্দোনেশিয়া, ইরান
গ. ইরান, মালয়েশিয়া, পাকিস্তান
ঘ. বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক
উত্তরঃ ক

প্রশ্নঃ ২০১৮ সালের দশম BRICS সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
ক. জোহানেসবার্গ (দক্ষিণ আফ্রিকা)
খ. মস্কো (রাশিয়া)
গ. নয়াদিল্লী (ভারত)
ঘ. ব্রাসিলিয়া (ব্রাজিল)
উত্তরঃ ক

প্রশ্নঃ BRICS কতৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে —
ক. New Development Bank(NDB)
খ. BRICS Developnent Bank(BDB)
গ. Economic Development Bank(EDB)
ঘ. International Commercial Bank(ICB)
উত্তরঃ ক

প্রশ্নঃ নক্রুমা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
ক. নাইজেরিয়া
খ. কঙ্গো
গ. আবিসিনিয়া
ঘ. ঘানা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১১তম আসেম (ASEM) শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
ক. ১৫ -১৬ জুলাই ২০১৬
খ. ১৪ -১৭ জুলাই ২০১৬
গ. ১০ -১২ জুলাই ২০১৬
ঘ. ০৬ – ০৮ জুলাই ২০১৬
উত্তরঃ ক

প্রশ্নঃ ২০১৫ সালের গণতন্ত্র সূচকে বাংলাদেশ কততম?
ক. ৭৫
খ. ৯৫
গ. ৮৬
ঘ. ৮০
উত্তরঃ গ

প্রশ্নঃ ইসরাইরের গোয়েন্দা সংস্থার নাম-
ক. আইএসআই
খ. সিএএসআই
গ. র
ঘ. মোসাদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশে?
ক. ভারত
খ. বাংলাদেশ
গ. শ্রীলঙ্কা
ঘ. মালদ্বীপ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিশ্ব রোটারী ক্লাবের হেড অফিস কোথায়?
ক. লিভারপুল
খ. বোস্টন
গ. শিকাগো
ঘ. বার্লিন
উত্তরঃ গ

প্রশ্নঃ ওয়ার্ল্ড ব্যাংকের প্রকৃত নাম কি?
ক. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক
খ. ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক
গ. ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন
ঘ. ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট
উত্তরঃ ঘ

প্রশ্নঃ BRICS এর সদর দপ্তর কোথায়?
ক. সাংহাই
খ. মস্কো
গ. প্রিটোরিয়া
ঘ. নয়াদিল্লী
ঙ. এর কোন সদর দপ্তর নাই
উত্তরঃ ঙ

প্রশ্নঃ সার্কভূক্ত দেশগুলো বাণিজ্য ঘাটতি, উৎপাদিত পণ্য রপ্তানি ক্ষেত্রে বৈষম্য নিরসন ও শুল্ক সুবিধার জন্য যে চুক্তিতে একমত হয়েছে তার নাম কি?
ক. South Asian Products Trading Agreement(SAPTA)
খ. South Asian Producer Traffic Agreement(SAPTA)
গ. South Asian Preferential Trade Agreement(SAPTA)
ঘ. South Asian Priority Trade Agreement(SAPTA)
উত্তরঃ গ

প্রশ্নঃ ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে–
ক. স্বাভাবিক সুদে
খ. বিনা সুদে
গ. অল্প সুদে
ঘ. অতি সামান্য সুদে
উত্তরঃ খ

প্রশ্নঃ ব্রিটিশ গোয়েন্দা সংস্থার নাম-
ক. সিআইএ
খ. এফবিআই
গ. স্কটল্যান্ড ইয়ার্ড
ঘ. কেজিবি
উত্তরঃ গ

প্রশ্নঃ ১ এপ্রিল ২০১৬ কমনওয়েলথ- এর প্রথম নারী মহাসচিব হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেন কে?
ক. ফাহমিদা মির্জা
খ. শিরিন শারমিন চৌধুরী
গ. হেলেন ক্লার্ক
ঘ. প্যাট্রিসিয়া স্কটল্যান্ড
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ৩০ জুন ২০১৬ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)-এর ৩৯তম সহযোগী সদস্য পদ লাভ করে কোন দেশ?
ক. ইরাক
খ. ইরান
গ. আফগানিস্তান
ঘ. সৌদি আরব
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যুক্তরাষ্ট্র কবে ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (TTP) চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়?
ক. ২০ জানুয়ারি ২০১৭
খ. ২২ জানুয়ারি ২০১৭
গ. ২৬ জানুয়ারি ২০১৭
ঘ. ২৩ জানুয়ারি ২০১৭
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ইউরোপীয় ইউনিয়নের সৃষ্টি হয় কত তারিখে?
ক. ১৯৪৭ সালের ১৫ মার্চ
খ. ১৯৫৭ সালের ২৫ মার্চ
গ. ১৯৫৯ সালের ২৫ জুলাই
ঘ. ১৯৫০ সালে ২০ আগস্ট
উত্তরঃ খ

প্রশ্নঃ বিশ্ব স্বাস্থ্য পরিসংখ্যান ২০১৭ অনুযায়ী বাংলাদেশে প্রতি হাজারে HIV আক্রান্ত কতজন?
ক. ০.০৪
খ. ০.০৩
গ. ০.০২
ঘ. ০.০১
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!