আন্তর্জাতিক বিষয়াবলী-১৯

প্রশ্নঃ Bangladesh is not a member of:
ক. IMF
খ. OPEC
গ. OIC
ঘ. ILO
উত্তরঃ খ

প্রশ্নঃ আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষ (ISA)-এর বর্তমান (২০১৬) সদস্যদেশ কতটি?
ক. ১৬৩টি
খ. ১৬০টি
গ. ১৬৮টি
ঘ. ১৫৮টি
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড (GCF)-এর সদর দপ্তর কোথায়?
ক. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
খ. ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া
গ. রোম, ইতালি
ঘ. কেপটাউন, দক্ষিণ আফ্রিকা
উত্তরঃ খ

প্রশ্নঃ সার্কের সচিবলায় কোথায় অবস্থিত?
ক. দিল্লী
খ. ইসলাবাদ
গ. কাঠমান্ডু
ঘ. ঢাকা
উত্তরঃ গ

প্রশ্নঃ ১৩ মে ২০১৬ ফিফার ২১১তম সদস্যপদ লাভ করে কোন দেশ?
ক. সার্বিয়া
খ. জিব্রাল্টার
গ. কসোভো
ঘ. গ্যাবন
উত্তরঃ খ

প্রশ্নঃ ইউরো বলতে কি বোঝায়?
ক. ইউরোপীয় টিভি কার্যক্রম
খ. ইউসির অপর নাম
গ. ইউরোপীয় মুদ্রার নাম
ঘ. ইউরোপীয় বেতার
উত্তরঃ গ

প্রশ্নঃ জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতম শীর্ষ সম্মেলন কোথায়, কবে অনুষ্ঠিত হয়?
ক. হারারে, ১৯৮৯
খ. বেলগ্রেড, ১৯৬১
গ. হাভানা, ১৯৭৩
ঘ. কায়রো, ১৯৭০
উত্তরঃ খ

প্রশ্নঃ ECO র সদস্য সংখ্যা কত?
ক. ৯
খ. ১০
গ. ১১
ঘ. ১২
উত্তরঃ খ

প্রশ্নঃ জাতিসংঘের পঞ্চম উপ-মহাসচিব কে?
ক. জন এলিয়াসন
খ. আমিনা জে মোহাম্মদ
গ. ইয়ান এলিয়াসোন
ঘ. উপরের কেউ না
উত্তরঃ খ

প্রশ্নঃ ৭৭ জাতি গ্রুপের সদস্য সংখ্যা-
ক. ৭৭
খ. ৭৭-এর বেশি
গ. ৭৭-এর কম
ঘ. ৭৭-এর অর্ধেক
উত্তরঃ খ

প্রশ্নঃ নবম ডি-৮ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. জাকার্তা, ইন্দোনেশিয়া
খ. ইসলামাবাদ, পাকিস্তান
গ. ইস্তানবুল, তুরস্ক
ঘ. আবুজা, নাইজেরিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ MIGA কখন গঠিত হয়?
ক. ১৯৮২ সনে
খ. ১৯৮৪ সনে
গ. ১৯৮৬ সনে
ঘ. ১৯৮৮ সনে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আবু সায়েফ গেরিলা গেষ্ঠী কোন দেশে তৎপর?
ক. ইরাক
খ. ফিলিপাইন
গ. ইন্দোনেশিয়া
ঘ. থাইল্যান্ড
উত্তরঃ খ

প্রশ্নঃ ৪ মার্চ ২০১৬ কোন দেশ IMSO-এর ১০২তম সদস্যপদ লাভ করে?
ক. অস্ট্রেলিয়া
খ. সিয়েরালিওন
গ. ফিজি
ঘ. দক্ষিন সুদান
উত্তরঃ গ

প্রশ্নঃ HDI ধারণাটি কোন সংস্তার উদ্ভাবন?
ক. বিশ্বব্যাংক
খ. UNDP
গ. FAO
ঘ. WHO
উত্তরঃ খ

প্রশ্নঃ ১৩ জুলাই ২০১৭ কোন দেশ EBRD’র ৬৮তম সদস্যপদ লাভ করে?
ক. লেবানন
খ. চীন
গ. কসোভো
ঘ. তিউনিসিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (UNDP) শীর্ষ পদটি কি?
ক. প্রশাসক
খ. মহাপরিচালক
গ. মহাসচিব
ঘ. প্রেসিডেন্ট
উত্তরঃ ক

প্রশ্নঃ The five permanent members of the security councils of the UNO are:/জাতিসংঘের পাঁচজন স্থায়ী সদস্য-
ক. USA-UK-Russia-Japan-China
খ. USA-Russia-China-France-Germany
গ. USA-UK-Russia-France-India
ঘ. USA-UK-Russia-France-China
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘টুপাক আমারু’ কি?
ক. একটি ফলের নাম
খ. পেরুর বামপন্থী গেরিলা সংগঠন
গ. একজন বিখ্যাত পন্ডিত
ঘ. একটি দর্শনীয় স্থান
উত্তরঃ খ

প্রশ্নঃ আন্তর্জাতিক রোটারি সংস্থার প্রতিষ্ঠাতার নাম কি?
ক. W. Wilson
খ. Paul Haris
গ. Baden Powel
ঘ. H. Wilson
উত্তরঃ খ

প্রশ্নঃ Which is the biggest oil consuming country in the world?/বিশ্বের বৃহত্তম তেল ব্যবহারকারী দেশ কোনটি?
ক. USA
খ. China
গ. India
ঘ. Japan
উত্তরঃ ক

প্রশ্নঃ গ্রুপ ৭৭ কোন ধরনের দেশগুলো নিয়ে গঠিত?
ক. উন্নত
খ. উন্নয়নশীল
গ. ঔপনিবেশিক
ঘ. অনুন্নত
উত্তরঃ খ

প্রশ্নঃ জাতিসংঘ সনদ কোন সাল কার্যকরী হয়?
ক. ১৯২০ সালে
খ. ১৯৪০ সালে
গ. ১৯৪৫ সালে
ঘ. ১৯৫০ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ দ্বিতীয় এশিয়ান-আফ্রিকান শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
ক. ২৫-২৮ এপ্রিল ২০১৫
খ. ২৪-২৭ এপ্রিল ২০১৫
গ. ২৬-২৯ এপ্রিল ২০১৫
ঘ. ২২-২৪ এপ্রিল ২০১৫
উত্তরঃ ঘ

প্রশ্নঃ What kind of organization is Amnesty International?/ Amnesty International কি ধরনের সংস্থা?
ক. Economic
খ. Literature related
গ. Human Rights
ঘ. Law related
উত্তরঃ গ

প্রশ্নঃ IMF gives loan for:
ক. Starting factory
খ. Constructing airport
গ. Establishing hospitals
ঘ. Correecting unfavourable Balance of Payment
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP)-এর নতুন নির্বাহী পরিচালক কে?
ক. কাইটেক লিম (দক্ষিণ কোরিয়া)
খ. কোজি সিকিমিঝো (জাপান)
গ. এরিক সলহেইম (নরওয়ে)
ঘ. অভে নিলসেন (ডেনমার্ক)
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘হুথি’ বা ‘আনসারুল্লাহ’ কোন দেশের সংগঠন?
ক. ইরাক
খ. পাকিস্তান
গ. ইয়েমেন
ঘ. ওমান
উত্তরঃ গ

প্রশ্নঃ এসকাপের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. ব্যাংকক
খ. সিঙ্গাপুর
গ. দিল্লী
ঘ. কলম্বো
উত্তরঃ ক

প্রশ্নঃ আন্তর্জাতিক শিশু পল্লীর প্রতিষ্ঠাতা কে?
ক. অ্যাঞ্জেলা গোমেজ
খ. হারম্যান মেইনার
গ. ভেলরি এ টেইলর
ঘ. ব্যাডেন পাওয়েল
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!