প্রশ্নঃ জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?
ক. উত্তর কোরিয়া
খ. দক্ষিণ কোরিয়া
গ. মালয়েশিয়া
ঘ. সিঙ্গাপুর
উত্তরঃ ক
প্রশ্নঃ আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা (IHO)-এর বর্তমান (২০১৭) মহাসচিব কে?
ক. সার্জিও মুজিকা
খ. ইউকিয়ো আমানো
গ. টমাস গ্রিমিনজার
ঘ. ম্যাথিয়াস জোনাস
উত্তরঃ ঘ
প্রশ্নঃ আই.এম.এফ এর প্রধান কাজ-
ক. বাণিজ্য সম্প্রসারণ
খ. অর্থনৈতিক উন্নয়ন
গ. ঋণ প্রদান
ঘ. আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থাপনা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ১১ ডিসেম্বর ২০১৭ কোন দেশ WIPO’র ১৯০তম সদস্যপদ লাভ করবে?
ক. মার্শাল দ্বীপপুঞ্জ
খ. তিউনিসিয়া
গ. পূর্ব তিমুর
ঘ. লেবানন
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি জাতিসংঘের সহযোগী নয়?
ক. আই. এল. ও
খ. হু (WHO)
গ. ASEAN (আশিয়ান)
ঘ. উপরের সবকটি
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশ ওআইসির কততম সদস্য?
ক. ৩০তম
খ. ৪০তম
গ. ৩২তম
ঘ. ৪৪তম
উত্তরঃ গ
প্রশ্নঃ ১২তম জি-২০ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. সাও পাওলো, ব্রাজিল
খ. হামবুর্গ, জার্মানি
গ. হাংঝু, চীন
ঘ. টোকিও, জাপান
উত্তরঃ খ
প্রশ্নঃ When was the World Trade Organization (WTO) established?/বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) কোন সনে গঠিত হয়?
ক. 1st January, 1992
খ. 1st January, 1993
গ. 1st January, 1994
ঘ. 1st January, 1995
ঙ. 1st January, 1996
উত্তরঃ ঘ
প্রশ্নঃ প্রথম তথ্য সমাজ শীর্ষ সম্মেলন (World Summit on the information Society) কোন শহরে অনুষ্ঠিত হযেছিল?
ক. নিউইয়র্ক
খ. ডারবান
গ. লন্ডন
ঘ. জেনেভা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নিম্নের কোন দেশটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়?
ক. জার্মানি
খ. রাশিয়া
গ. চীন
ঘ. ফ্রান্স
উত্তরঃ ক
প্রশ্নঃ রেড আর্মি কোন দেশের গেরিলা সংগঠন?
ক. পাকিস্তান
খ. ইসরাইল
গ. জাপান
ঘ. দক্ষিন সুদান
উত্তরঃ গ
প্রশ্নঃ আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা (IRENA)-এর বর্তমান (২০১৬) সদস্য দেশ কতটি?
ক. ১৪৯টি
খ. ১৪৫টি
গ. ১৪০টি
ঘ. ১৩৫টি
উত্তরঃ ক
প্রশ্নঃ ২৩ জুন ২০১৬ কোন দেশ আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থা (IRENA)-এর ১৪৯তম সদস্য পদ লাভ করে?
ক. আফগানিস্তান
খ. বতসোয়ানা
গ. গ্যাবন
ঘ. জাম্বিয়া
উত্তরঃ খ
প্রশ্নঃ আফ্রিকান ইউনিয়ন (AU)- এর বর্তমান (২০১৭) সদস্য দেশ কতটি?
ক. ৬০টি
খ. ৫৫টি
গ. ৫২টি
ঘ. ৫৪টি
উত্তরঃ খ
প্রশ্নঃ নিম্নের কোন দেশটি সার্কের পর্যবেক্ষক নয়?
ক. মার্কিন যুক্তরাষ্ট্র
খ. জাপান
গ. যুক্তরাজ্য
ঘ. চীন
উত্তরঃ গ
প্রশ্নঃ ১৪ অক্টোবর ২০১৫ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) -এর ১৬৬তম সদস্যপদ লাভ করে কোন দেশ?
ক. ভানুয়াতু
খ. জিবুতি
গ. অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডা
ঘ. গায়ানা
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন ধরনের আটটি দেশকে ‘জ-৮’ বলা হয়?
ক. শিল্পোন্নত
খ. পরিবেশ দুষণকারী
গ. ঋণ গ্রহণকারি
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ AIIB’র বর্তমান সদস্য দেশ কতটি?
ক. ৭৭টি
খ. ৭৫টি
গ. ৭০টি
ঘ. ৬৮টি
উত্তরঃ ক
প্রশ্নঃ ১৩৬তম IPU সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. ঢাকা, বাংলাদেশ
খ. ইসলামাবাদ, পাকিস্তান
গ. প্যারিস, ফ্রান্স
ঘ. তেহরান, ইরান
উত্তরঃ ক
প্রশ্নঃ বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) পঞ্চম মিনিস্টারিয়াল কনফারেন্স কোথায় কখন অনুষ্ঠিত হয়?
ক. নভেম্বর ২০০৩ ভারতের বেঙ্গালোরে
খ. ডিসেম্বর ২০০৩ কানাডার অটোয়া
গ. জানুয়ারি ২০০৪ পাকিস্তানের ইসলামাবাদে
ঘ. সেপ্টেম্বর ২০০৩ মেক্সিকোর কানকুন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ SDSN-এর রিপোর্টে বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি?
ক. সুইজারল্যান্ড
খ. নরওয়ে
গ. আইসল্যান্ড
ঘ. ডেনমার্ক
উত্তরঃ ক
প্রশ্নঃ ২০ মার্চ ২০১৬ কোন দেশ ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নে (IPU) পুনরায় যোগদান করে?
ক. গায়ানা
খ. কমোরোস
গ. মিসর
ঘ. ওপরের সবকয়টি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ যে প্রতিষ্ঠান ঋণ দেয় বিশেষ করে বৈদেশিক বাণিজ্যের ভারসাম্যহীনতা হ্রাস করতে-
ক. বিশ্বব্যাংক
খ. এশিয় উন্নয়ন ব্যাংক
গ. আই. এফ. সি
ঘ. আই.এম.এফ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ জার্মানির বিমান সংস্থার নাম কি?
ক. বিমান
খ. লুফথানসা
গ. কেএলএম
ঘ. অ্যারোফ্লোট
উত্তরঃ খ
প্রশ্নঃ What is the present member of UN members?/জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?
ক. 185
খ. 191
গ. 192
ঘ. 193
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ANA কোন দেশের বিমান সংস্থা?
ক. ইউএসএ
খ. জাপান
গ. নিউজিল্যান্ড
ঘ. নেদারল্যান্ড
উত্তরঃ খ
প্রশ্নঃ Which country is not a member of the BIMSTEC?
ক. Bangladesh
খ. India
গ. China
ঘ. Sri Lanka
উত্তরঃ গ
প্রশ্নঃ Special Drawing Rights (SDR)–
ক. is an international resource asset which constitute the unit of account of IMF
খ. Speacial Developement resource with the world bank used to help economic growth of LDC’s
গ. Special Dispensation Rights prescribed by UN to protect the rights of minorities
ঘ. Special Discount Rates given by a company to major Shareholders
উত্তরঃ ক
প্রশ্নঃ Which is not an economic pact?/নিচের কোনটি অর্থনৈতিক চুক্তি নয়?
ক. NAFTA
খ. OPEC
গ. SAFTA
ঘ. NATO
উত্তরঃ ঘ
প্রশ্নঃ জাতিসংঘের সদস্য নয়?
ক. কিউবা
খ. কোরিয়া
গ. জাপান
ঘ. তাইওয়ান
উত্তরঃ ঘ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)