আন্তর্জাতিক বিষয়াবলী-১৫

প্রশ্নঃ বিশ্ব স্বাস্থ্য পরিসংখ্যান ২০১৭ অনুযায়ী প্রতি লাখে আত্মহত্যায় আক্রান্তে শীর্ষ দেশ কোনটি?
ক. দক্ষিণ সুদান
খ. লিথুয়ানিয়া
গ. ইন্দোনেশিয়া
ঘ. শ্রীলংকা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘এফবিআই’ কোন দেশের গোয়েন্দা সংস্থা?
ক. আমেরিকা
খ. যুক্তরাজ্য
গ. জার্মানি
ঘ. ফ্রান্স
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘BRICS’ জোটে সর্বশেষ (২০১৫) যোগদান করে কোন দেশ?
ক. চীন
খ. ভারত
গ. দক্ষিণ আফ্রিকা
ঘ. ব্রাজিল
উত্তরঃ গ

প্রশ্নঃ G-77-এর সর্বশেষ সদস্য দেশ কোনটি?
ক. ভুটান
খ. বেনিন
গ. বেলিজ
ঘ. দক্ষিণ সুদান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২২তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP-22 কবে অনুষ্ঠিত হয়?
ক. ১০-২০ নভেম্বর ২০১৬
খ. ১৪-২১ নভেম্বর ২০১৬
গ. ১২-২৩ নভেম্বর ২০১৬
ঘ. ৭-১৮ নভেম্বর ২০১৬
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ৩০ জানুয়ারি ২০১৭ আফ্রিকান ইউনিয়ন (AU)-এ পুনরায় যোগদান করে কোন দেশ?
ক. জিম্বাবুয়ে
খ. জাম্বিয়া
গ. উগান্ডা
ঘ. মরক্কো
উত্তরঃ ঘ

প্রশ্নঃ খাদ্য ও কৃষি সংস্থার প্রধনা কার্যালয় কোথায় অবস্থিত?
ক. নিউইয়ার্কে
খ. রোমে
গ. জেনেভায়
ঘ. অটোয়ায়
উত্তরঃ খ

প্রশ্নঃ সার্ক- এর সদস্য দেশ কয়টি?
ক. ৬
খ. ৭
গ. ৮
ঘ. ৯
উত্তরঃ গ

প্রশ্নঃ জাতিসংঘ পুষ্টিবিষয়ক কার্যক্রম দশক (United Nations Decade of Action on Nutrition) কোনটি?
ক. ২০১৫ – ২০২৪
খ. ২০১৪ – ২০২৩
গ. ২০১৬ – ২০২৫
ঘ. ২০১৭ – ২০২৬
উত্তরঃ গ

প্রশ্নঃ এশীয় অবকাঠামো বিনিয়গ ব্যাংক (AIIB) আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় কবে?
ক. ২০ ডিসেম্বর ২০১৫
খ. ২২ ডিসেম্বর ২০১৫
গ. ২৭ ডিসেম্বর ২০১৫
ঘ. ২৫ ডিসেম্বর ২০১৫
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সুবর্ণভূমি কোন দেশের বিমানবন্দর?
ক. ভারত
খ. ইন্দোনেশিয়া
গ. নেপাল
ঘ. থাইল্যান্ড
উত্তরঃ ঘ

প্রশ্নঃ NATO কোন ধরনের জোট?
ক. সামরিক
খ. অর্থনৈতিক
গ. রাজনৈতিক
ঘ. পরিবেশগত
উত্তরঃ ক

প্রশ্নঃ জাতিসংঘের সর্বকনিষ্ঠ শান্তিদূত কে?
ক. এলিজা শারমিন
খ. ফারজানা ইসলাম
গ. মালালা ইউসুফজাঈ
ঘ. উপরের কেউ না
উত্তরঃ গ

প্রশ্নঃ SDSN-এর রিপোর্টে বিশ্বের সবচেয়ে অসুখী দেশ কোনটি?
ক. বেনিন
খ. সিরিয়া
গ. বুরুন্ডি
ঘ. টোগো
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বর্তমানে (২০১৭) মোট শান্তিরক্ষা মিশন কতটি?
ক. ৭০ টি
খ. ৬৮ টি
গ. ৭১ টি
ঘ. ৭৪ টি
উত্তরঃ গ

প্রশ্নঃ অক্সফাম (Oxfam) এর সদর দপ্তর কোথায়?
ক. নিউইয়র্ক
খ. ক্যামেনিক্স
গ. লন্ডন
ঘ. হেগ
উত্তরঃ গ

প্রশ্নঃ ইসলামী উন্নয়ন ব্যাংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কোন সালে?
ক. ১৯৭০
খ. ১৯৭২
গ. ১৯৭৫
ঘ. ১৯৮০
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্ব শুল্ক সংস্থা (WCO)- এর বর্তমান (২০১৭) সদস্য দেশ কতটি?
ক. ১৮২ টি
খ. ১৭৯ টি
গ. ১৭৫ টি
ঘ. ১৮৩ টি
উত্তরঃ ক

প্রশ্নঃ ৪২তম জি৭-এর শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
ক. ২৪ – ২৫ মে ২০১৬
খ. ২৭ – ২৮ মে ২০১৬
গ. ২৬ – ২৭ মে ২০১৬
ঘ. ২১ – ২২ মে ২০১৬
উত্তরঃ গ

প্রশ্নঃ World Islamic Economic Forum কখন ও কোথায় অনুষ্ঠিত হয়?
ক. ২-৪ আগস্ট, কুয়ালালামপুর, মালয়েশিয়া
খ. ২-৪ আগস্ট, জাকার্তা, ইন্দোনেশিয়া
গ. ২-৪ আগস্ট, ইসলামাবাদ, পাকিস্তান
ঘ. ২-৪ আগস্ট, ইস্তানবুল, তুরস্ক
উত্তরঃ খ

প্রশ্নঃ NATO ভুক্ত মুসলিম দেশের নাম কী?
ক. ইরান
খ. তুরস্ক
গ. কুয়েত
ঘ. জর্ডান
উত্তরঃ খ

প্রশ্নঃ আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO) -এর বর্তমান (২০১৫) ও প্রথম নারী মহাসচিব কে?
ক. ক্রিস্তিন লাগার্দ (ফ্রান্স)
খ. ফাং লিউ (চীন)
গ. হেলেন ক্লার্ক (নিউজিল্যান্ড)
ঘ. আইরিন খান (বাংলাদেশ)
উত্তরঃ খ

প্রশ্নঃ Which one of the following is the currency of European Union?/ উইরোপীয় সাধারণ মুদ্রার নাম কি?
ক. Pound
খ. Euro
গ. Dollar
ঘ. Mark
উত্তরঃ খ

প্রশ্নঃ জাতিসংঘ বিষয়ক আলোচনা পি৫ (P5) বলতে কি বুঝায়?
ক. নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য
খ. পাঁচটি পরমাণু শক্তিধর রাষ্ট্র
গ. পাঁটি জাতিসংঘ সংস্থা
ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ ২৫ মে ২০১৭ কোন দেশ OPEC’র ১৪তম সদস্যপদ লাভ করে?
ক. নিরক্ষীয় গিনি
খ. ইন্দোনেশিয়া
গ. গ্যাবন
ঘ. রাশিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ JICA (OTCA নামে) বাংলাদেশে কার্যক্রম শুরু করে কোন সালে?
ক. ১৯৭২
খ. ১৭৯৩
গ. ১৯৭৪
ঘ. ১৯৭৫
উত্তরঃ গ

প্রশ্নঃ PKK কি?
ক. ফিলিস্তিনিদের সংগঠন
খ. ফিলিপাইনের মুসলিম বিদ্রোহীদের সংগঠন
গ. তামিল টাইগারদের সংগঠন
ঘ. তুরস্কের কুর্দিদের সংগঠন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Yalta Conference এর একটি লক্ষ্য ছিলঃ
ক. বিশ্বযুদ্ধের কারণ নির্নয়
খ. জিব্রালটার প্রণালীর সুরক্ষা
গ. জাতিসংঘ প্রতিষ্ঠা
ঘ. যুদ্ধে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান
উত্তরঃ গ

প্রশ্নঃ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (SARRC) গটিত হয় কোন সালে?
ক. ১৯৮১
খ. ১৯৮৩
গ. ১৯৮৫
ঘ. ১৯৮৭
উত্তরঃ গ

প্রশ্নঃ তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক হতে কোন দেশটি নিজের সদস্য পদ প্রত্যাহার করে নেয়?
ক. নাইজেরিয়া
খ. লিবিয়া
গ. ভেনিজুয়েলা
ঘ. ইকুয়েডর
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!