আন্তর্জাতিক বিষয়াবলী-১৭

প্রশ্নঃ অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (OECD)-এর ৩৫তম সদস্য দেশ কোনটি?
ক. পাকিস্তান
খ. লাটভিয়া
গ. এস্তোনিয়া
ঘ. স্লোভেনিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ ইউরোপীয় ইউনিয়ন (European Union) এর সাধারণ মুদ্রার নাম কি?
ক. ডলার
খ. ইউরো
গ. ইউরো ডলার
ঘ. পাউন্ড
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘আল জাজিরা’ টিভি চ্যানেলের মূল কেন্দ্র কোথায়?
ক. কুয়েতে
খ. মিশরে
গ. সিরিয়ায়
ঘ. দোহায়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়?
ক. সুইডেন
খ. বেলজিয়াম
গ. নরওয়ে
ঘ. ডেনমার্ক
উত্তরঃ গ

প্রশ্নঃ জি-৮ বর্তমানে কি নামে পরিচিত
ক. জি-২০
খ. জি-১৬
গ. জি-১২
ঘ. জি-১৮
উত্তরঃ ক

প্রশ্নঃ The Head Quarter of Asian Development Bank (ADB) is situated in which country?/ এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর—
ক. Saudi Arabia(সৌদি আরবে)
খ. Pkistan(পাকিস্তানে)
গ. Philippines(ফিলিপাইন)
ঘ. Thailand(থাইল্যান্ডে)
উত্তরঃ গ

প্রশ্নঃ জাতিসংঘের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল-এর কয়টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়?
ক. ৪টি
খ. ৬টি
গ. ৮টি
ঘ. ১০টি
উত্তরঃ গ

প্রশ্নঃ নিরক্ষীয় গিনি কবে LDC ভুক্ত হয়েছিল?
ক. ১৯৮২ সালে
খ. ১৯৭৯ সালে
গ. ১৯৮৫ সালে
ঘ. ১৯৭৫ সালে
উত্তরঃ ক

প্রশ্নঃ ২০১৬ সালে চতুর্থ বিমসটেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
ক. শ্রীলংকা
খ. নেপাল
গ. ভারত
ঘ. বাংলাদেশ
উত্তরঃ খ

প্রশ্নঃ এশীয় অবকাঠামো বিনিয়গ ব্যাংক (AIIB)’র সদর দপ্তর কোথায়?
ক. দোহা, কাতার
খ. নয়াদিল্লি, ভারত
গ. বেইজিং, চীন
ঘ. কুয়ালালামপুর, মালয়েশিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) কোন বছর প্রতিষ্টিত হয়?/উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল-
ক. ৪ এপ্রিল, ১৯৪৯
খ. ৩ জানুয়ারি, ১৯৫৪
গ. ২৬ মে, ১৯৫৫
ঘ. ১ ফেব্রুয়ারী, ১৯৫৬
উত্তরঃ ক

প্রশ্নঃ জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক তহবিলের নাম?
ক. ইউএন উইমেন
খ. সমতা তহবিল
গ. ইউনিফেম
ঘ. জেন্ডার সমতা তহবিল
উত্তরঃ গ

প্রশ্নঃ এশীয় অবকাঠামো বিনিয়গ ব্যাংক (AIIB)’র কাউন্সিলের প্রথম চেয়ারম্যান কে?
ক. জিন লিকুন
খ. শি জিনপিং
গ. লি কে কিয়াং
ঘ. লো চি ওয়েই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ OIC-এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোন দেশে?
ক. মরক্কো
খ. পাকিস্তান
গ. সৌদি আরব
ঘ. ইরান
উত্তরঃ ক

প্রশ্নঃ ১৮ জুলাই ২০১৬ কোন দেশ CERN-এর সদস্য পদ লাভ করে?
ক. তুরস্ক
খ. বুলিগেরিয়া
গ. সুইজারল্যান্ড
ঘ. রোমানিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ গ্রুপ-৭৭ এর জন্ম হয়েছিল কত সালে?
ক. ১৯৬১
খ. ১৯৬৪
গ. ১৯৬৬
ঘ. ১৯৬৭
উত্তরঃ খ

প্রশ্নঃ ১ সেপ্টেম্বর ২০১৫ আফ্রিকান উন্নয়ন ব্যাংক (AfBD0 -এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
ক. অকিনুমবি এদেসিনা (নাইজেরিয়া)
খ. ভুপেন্দ্র সিং (ভারত)
গ. ডেভিড রিচার্ডসন (দ. আফ্রিকা)
ঘ. জন দ্রামিনি মাহানা (ঘানা)
উত্তরঃ ক

প্রশ্নঃ How many members are there in the UN security council? জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা-
ক. ১০
খ. ১১
গ. ১২
ঘ. ১৫
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সার্ক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে-
ক. নয়াদিল্লি
খ. কাঠমান্ডু
গ. ঢাকা
ঘ. ইসলামাবাদ
উত্তরঃ ক

প্রশ্নঃ ৩১ ডিসেম্বর ২০১৫ কোন দেশ শিল্পোন্নয়ন সংস্থা (UNIDO)-এর সদস্যপদ প্রত্যাহার করে?
ক. রাশিয়া
খ. থাইল্যান্ড
গ. অস্ট্রিয়া
ঘ. বেলজিয়াম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ MI6′-কোন দেশের গোয়েন্দা সংস্থা?
ক. মিশর
খ. ইসরাইল
গ. ফ্রান্স
ঘ. ব্রিটেন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি বিলুপ্ত হয়েছে?
ক. ওয়ারশ প্যাক্ট
খ. ন্যাটো
গ. নাফটা
ঘ. অ্যাপেক
উত্তরঃ ক

প্রশ্নঃ ওয়ার্ল্ড ফেডারেশন অব এক্সচেঞ্জ (WFE)-এর সদর দপ্তর কোথায়?
ক. ওয়াশিংটন ডিসি
খ. লন্ডন
গ. প্যারিস
ঘ. জেনেভা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘তাস’ কোন দেশের সংবাদ সংস্থা?
ক. ফিলিপাইন
খ. চীন
গ. রাশিয়া
ঘ. ইসরাইল
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) -এর বাণিজ্য সহায়তা চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
ক. ২৭ অক্টোবর ২০১৪
খ. ২৭ আগস্ট ২০১৪
গ. ২৭ নভেম্বর ২০১৪
ঘ. ২৭ সেপ্টেম্বর ২০১৪
উত্তরঃ গ

প্রশ্নঃ Where is the headquarter of the European Union(EU)?/ ইউরোপীয় উনিয়নের সদর দপ্তর কোথায়?
ক. London(লন্ডন)
খ. The Hague(দি হেগ)
গ. Brussels(ব্রাসেলস)
ঘ. Rome(রোম)
ঙ. None of these
উত্তরঃ গ

প্রশ্নঃ ২৪ শে মার্চ ২০১৫ কোন দেশ বিশ্ব শুল্ক সংস্থা (WCO)- এর ১৮০তম সদস্য পদ লাভ করে?
ক. সোমালিয়া
খ. ফিলিস্তিন
গ. কসোভো
ঘ. পূর্ব তিমুর
উত্তরঃ খ

প্রশ্নঃ স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন কাজে সমন্বয় করে কোনটি?
ক. ইউনোস্কো
খ. অছি পরিষদ
গ. ইউএনডিপি
ঘ. নিরাপত্তা পরিষদ
উত্তরঃ গ

প্রশ্নঃ ৭ম ব্রিকস শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. কেপটাউন (দক্ষিণ আফ্রিকা)
খ. বেইজিং (চীন)
গ. উফা (রাশিয়া)
ঘ. নয়াদিল্লি (ভারত)
উত্তরঃ গ

প্রশ্নঃ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)-এর বর্তমান (২০১৭) সহযোগী সদস্য দেশ কতটি?
ক. ৮৮টি
খ. ৮৫টি
গ. ৯২টি
ঘ. ৯৮টি
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!