প্রশ্নঃ বিশ্ব স্বাস্থ্য পরিসংখ্যান ২০১৭ অনুযায়ী প্রতি লাখে আত্মহত্যায় আক্রান্তে শীর্ষ দেশ কোনটি?
ক. দক্ষিণ সুদান
খ. লিথুয়ানিয়া
গ. ইন্দোনেশিয়া
ঘ. শ্রীলংকা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘এফবিআই’ কোন দেশের গোয়েন্দা সংস্থা?
ক. আমেরিকা
খ. যুক্তরাজ্য
গ. জার্মানি
ঘ. ফ্রান্স
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘BRICS’ জোটে সর্বশেষ (২০১৫) যোগদান করে কোন দেশ?
ক. চীন
খ. ভারত
গ. দক্ষিণ আফ্রিকা
ঘ. ব্রাজিল
উত্তরঃ গ
প্রশ্নঃ G-77-এর সর্বশেষ সদস্য দেশ কোনটি?
ক. ভুটান
খ. বেনিন
গ. বেলিজ
ঘ. দক্ষিণ সুদান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ২২তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP-22 কবে অনুষ্ঠিত হয়?
ক. ১০-২০ নভেম্বর ২০১৬
খ. ১৪-২১ নভেম্বর ২০১৬
গ. ১২-২৩ নভেম্বর ২০১৬
ঘ. ৭-১৮ নভেম্বর ২০১৬
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ৩০ জানুয়ারি ২০১৭ আফ্রিকান ইউনিয়ন (AU)-এ পুনরায় যোগদান করে কোন দেশ?
ক. জিম্বাবুয়ে
খ. জাম্বিয়া
গ. উগান্ডা
ঘ. মরক্কো
উত্তরঃ ঘ
প্রশ্নঃ খাদ্য ও কৃষি সংস্থার প্রধনা কার্যালয় কোথায় অবস্থিত?
ক. নিউইয়ার্কে
খ. রোমে
গ. জেনেভায়
ঘ. অটোয়ায়
উত্তরঃ খ
প্রশ্নঃ সার্ক- এর সদস্য দেশ কয়টি?
ক. ৬
খ. ৭
গ. ৮
ঘ. ৯
উত্তরঃ গ
প্রশ্নঃ জাতিসংঘ পুষ্টিবিষয়ক কার্যক্রম দশক (United Nations Decade of Action on Nutrition) কোনটি?
ক. ২০১৫ – ২০২৪
খ. ২০১৪ – ২০২৩
গ. ২০১৬ – ২০২৫
ঘ. ২০১৭ – ২০২৬
উত্তরঃ গ
প্রশ্নঃ এশীয় অবকাঠামো বিনিয়গ ব্যাংক (AIIB) আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় কবে?
ক. ২০ ডিসেম্বর ২০১৫
খ. ২২ ডিসেম্বর ২০১৫
গ. ২৭ ডিসেম্বর ২০১৫
ঘ. ২৫ ডিসেম্বর ২০১৫
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সুবর্ণভূমি কোন দেশের বিমানবন্দর?
ক. ভারত
খ. ইন্দোনেশিয়া
গ. নেপাল
ঘ. থাইল্যান্ড
উত্তরঃ ঘ
প্রশ্নঃ NATO কোন ধরনের জোট?
ক. সামরিক
খ. অর্থনৈতিক
গ. রাজনৈতিক
ঘ. পরিবেশগত
উত্তরঃ ক
প্রশ্নঃ জাতিসংঘের সর্বকনিষ্ঠ শান্তিদূত কে?
ক. এলিজা শারমিন
খ. ফারজানা ইসলাম
গ. মালালা ইউসুফজাঈ
ঘ. উপরের কেউ না
উত্তরঃ গ
প্রশ্নঃ SDSN-এর রিপোর্টে বিশ্বের সবচেয়ে অসুখী দেশ কোনটি?
ক. বেনিন
খ. সিরিয়া
গ. বুরুন্ডি
ঘ. টোগো
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বর্তমানে (২০১৭) মোট শান্তিরক্ষা মিশন কতটি?
ক. ৭০ টি
খ. ৬৮ টি
গ. ৭১ টি
ঘ. ৭৪ টি
উত্তরঃ গ
প্রশ্নঃ অক্সফাম (Oxfam) এর সদর দপ্তর কোথায়?
ক. নিউইয়র্ক
খ. ক্যামেনিক্স
গ. লন্ডন
ঘ. হেগ
উত্তরঃ গ
প্রশ্নঃ ইসলামী উন্নয়ন ব্যাংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কোন সালে?
ক. ১৯৭০
খ. ১৯৭২
গ. ১৯৭৫
ঘ. ১৯৮০
উত্তরঃ গ
প্রশ্নঃ বিশ্ব শুল্ক সংস্থা (WCO)- এর বর্তমান (২০১৭) সদস্য দেশ কতটি?
ক. ১৮২ টি
খ. ১৭৯ টি
গ. ১৭৫ টি
ঘ. ১৮৩ টি
উত্তরঃ ক
প্রশ্নঃ ৪২তম জি৭-এর শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
ক. ২৪ – ২৫ মে ২০১৬
খ. ২৭ – ২৮ মে ২০১৬
গ. ২৬ – ২৭ মে ২০১৬
ঘ. ২১ – ২২ মে ২০১৬
উত্তরঃ গ
প্রশ্নঃ World Islamic Economic Forum কখন ও কোথায় অনুষ্ঠিত হয়?
ক. ২-৪ আগস্ট, কুয়ালালামপুর, মালয়েশিয়া
খ. ২-৪ আগস্ট, জাকার্তা, ইন্দোনেশিয়া
গ. ২-৪ আগস্ট, ইসলামাবাদ, পাকিস্তান
ঘ. ২-৪ আগস্ট, ইস্তানবুল, তুরস্ক
উত্তরঃ খ
প্রশ্নঃ NATO ভুক্ত মুসলিম দেশের নাম কী?
ক. ইরান
খ. তুরস্ক
গ. কুয়েত
ঘ. জর্ডান
উত্তরঃ খ
প্রশ্নঃ আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO) -এর বর্তমান (২০১৫) ও প্রথম নারী মহাসচিব কে?
ক. ক্রিস্তিন লাগার্দ (ফ্রান্স)
খ. ফাং লিউ (চীন)
গ. হেলেন ক্লার্ক (নিউজিল্যান্ড)
ঘ. আইরিন খান (বাংলাদেশ)
উত্তরঃ খ
প্রশ্নঃ Which one of the following is the currency of European Union?/ উইরোপীয় সাধারণ মুদ্রার নাম কি?
ক. Pound
খ. Euro
গ. Dollar
ঘ. Mark
উত্তরঃ খ
প্রশ্নঃ জাতিসংঘ বিষয়ক আলোচনা পি৫ (P5) বলতে কি বুঝায়?
ক. নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য
খ. পাঁচটি পরমাণু শক্তিধর রাষ্ট্র
গ. পাঁটি জাতিসংঘ সংস্থা
ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ ২৫ মে ২০১৭ কোন দেশ OPEC’র ১৪তম সদস্যপদ লাভ করে?
ক. নিরক্ষীয় গিনি
খ. ইন্দোনেশিয়া
গ. গ্যাবন
ঘ. রাশিয়া
উত্তরঃ ক
প্রশ্নঃ JICA (OTCA নামে) বাংলাদেশে কার্যক্রম শুরু করে কোন সালে?
ক. ১৯৭২
খ. ১৭৯৩
গ. ১৯৭৪
ঘ. ১৯৭৫
উত্তরঃ গ
প্রশ্নঃ PKK কি?
ক. ফিলিস্তিনিদের সংগঠন
খ. ফিলিপাইনের মুসলিম বিদ্রোহীদের সংগঠন
গ. তামিল টাইগারদের সংগঠন
ঘ. তুরস্কের কুর্দিদের সংগঠন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ Yalta Conference এর একটি লক্ষ্য ছিলঃ
ক. বিশ্বযুদ্ধের কারণ নির্নয়
খ. জিব্রালটার প্রণালীর সুরক্ষা
গ. জাতিসংঘ প্রতিষ্ঠা
ঘ. যুদ্ধে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান
উত্তরঃ গ
প্রশ্নঃ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (SARRC) গটিত হয় কোন সালে?
ক. ১৯৮১
খ. ১৯৮৩
গ. ১৯৮৫
ঘ. ১৯৮৭
উত্তরঃ গ
প্রশ্নঃ তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক হতে কোন দেশটি নিজের সদস্য পদ প্রত্যাহার করে নেয়?
ক. নাইজেরিয়া
খ. লিবিয়া
গ. ভেনিজুয়েলা
ঘ. ইকুয়েডর
উত্তরঃ ঘ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)