আন্তর্জাতিক বিষয়াবলী-১৪

প্রশ্নঃ সার্ক-এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল–
ক. মালেতে
খ. কলম্বোতে
গ. বাঙ্গালোরে
ঘ. কাঠমান্ডুতে
উত্তরঃ খ

প্রশ্নঃ বিশ্ব স্বাস্থ্য পরিসংখ্যান ২০১৭ অনুযায়ী প্রতি লাখে যক্ষ্মা আক্রান্তে শীর্ষ দেশ কোনটি?
ক. দক্ষিণ আফ্রিকা
খ. বতসোয়ানা
গ. নাইজেরিয়া
ঘ. গ্যাবন
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বিশ্ব স্বাস্থ্য পরিসংখ্যান ২০১৭ অনুযায়ী বাংলাদেশে প্রতি লাখে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় কতজনের?
ক. ১২.৫
খ. ১৪.৫
গ. ১৫.৬৫
ঘ. ১৩.৬
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আসিয়ান রিজিওনাল ফোরাম (ARF) এর সদস্য সংখ্যা কত?
ক. ২১
খ. ২২
গ. ২৭
ঘ. ২৬
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০১৪ সালের বিশ্বের বিশ্ব অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি?
ক. হংকং
খ. চীন
গ. রাশিয়া
ঘ. অস্ট্রেলিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ CTBT অনুমোদনকারী দেশ কতটি?
ক. ১৬৬
খ. ১৬০
গ. ১৬৭
ঘ. ১৬৯
উত্তরঃ ক

প্রশ্নঃ বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারী খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে?
ক. IFC
খ. IBRD
গ. MIGA
ঘ. ICSID
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রথম এশিয়ান-আফ্রিকান শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. তেহরান, ইরান
খ. প্রিটোরিয়া, দক্ষিন আফ্রিকা
গ. বেইজিং, চীন
ঘ. বান্দুং, ইন্দোনেশিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ সর্বশেষ কোন দেশটি কমনওয়েলথ ত্যাগ করে?
ক. মায়ানমার
খ. আয়ারল্যান্ড
গ. পাকিস্তান
ঘ. জিম্বাবুয়ে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ BIMSTEC-এ কত জন সদস্য?
ক. ৪
খ. ৫
গ. ৬
ঘ. ৭
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ষোড়শ সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. ঢাকা
খ. কাঠমুন্ডু
গ. থিম্পু
ঘ. মালে
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি জাতিসংঘের বহুমূখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম?
ক. UNVA
খ. DTCD
গ. UNFPA
ঘ. UNDP
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘টাইমস’ কোন দেশের সংবাদপত্র?
ক. যুক্তরাষ্ট্র
খ. যুক্তরাজ্য
গ. অস্ট্রেলিয়া
ঘ. কানাডা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সাংহাই ফাইভ’ এর প্রধান উদ্দেশ্য কি?
ক. অস্ত্র নিয়ন্ত্রণ
খ. সড়ক নির্মাণ
গ. প্রযুক্তি হস্তান্তর
ঘ. সীমান্ত বিরোধ নিরসন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলম (SDG) কোথায় অনুষ্ঠিত হয়?
ক. বেইজিং, চীন
খ. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
গ. প্যারিস, ফ্রান্স
ঘ. লন্ডন, যুক্তরাজ্য
উত্তরঃ খ

প্রশ্নঃ এমডিজির পূর্ণাঙ্গ রূপ
ক. মিনিমাম ডেভেলপমেন্ট গোরস
খ. মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস
গ. মিলিটারি ডিফেন্স গ্রাউন্ড
ঘ. মিলিটারি ডিলিমিটেশন গ্রুপ
উত্তরঃ খ

প্রশ্নঃ কতটি দেশ জাতিসংঘ সনদের মূল স্বাক্ষরকারী?
ক. ২৫
খ. ৫০
গ. ৬০
ঘ. ৭৫
উত্তরঃ খ

প্রশ্নঃ এ পর্যন্ত ঢাকায় ক’বার সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়?
ক. এক
খ. দুই
গ. তিন
ঘ. চার
উত্তরঃ গ

প্রশ্নঃ ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)-এর একক মুদ্রা চালু হয়েছে-
ক. ১ জানুয়ারি, ১৯৯৯
খ. ১ জুলাই, ১৯৯৯
গ. ১ জানুয়ারী, ২০০২
ঘ. ১ জানুয়ারি, ২০০২
উত্তরঃ ক

প্রশ্নঃ UNESCO এর প্রধান কার্যালয় বা সদর দপ্তর কোথায় অবস্থিত?/ Head office of UNESCO is at—
ক. ক্যানবেরা
খ. প্যারিস
গ. মস্কো
ঘ. জেনেভা
উত্তরঃ খ

প্রশ্নঃ বিশ্ব স্বাস্থ্য পরিসংখ্যান ২০১৭ অনুযায়ী প্রতি হাজারে ম্যালেরিয়ায় আক্রান্তে শীর্ষ দেশ কোনটি?
ক. পাপুয়া নিউগিনি
খ. বতসোয়ানা
গ. মালি
ঘ. আর্মেনিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়?
ক. ম্যানিলা
খ. ঢাকা
গ. দিল্লী
ঘ. টোকিও
উত্তরঃ ক

প্রশ্নঃ এ যাবত কতটি দেশ কমনওয়েলথ-এর সদস্যপদ প্রত্যাহার করেছে?
ক. ৪টি
খ. ৬টি
গ. ৩টি
ঘ. ২টি
উত্তরঃ ক

প্রশ্নঃ IAEA এর নির্বাহী প্রধান হলেন
ক. মোহাম্মদ আল বারাদি
খ. ইউকিয়া আমানো
গ. আয়াদ আলওয়ি
ঘ. হামিদ কারজাই
উত্তরঃ খ

প্রশ্নঃ UNDP-র সর্বশেষ মানব উন্নয়ন সূচকে দেশগুরোর মধ্যে বাংলাদেশের অবস্থান-
ক. তৃতীয়
খ. চতুর্থ
গ. পঞ্চম
ঘ. ষষ্ঠ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট কোন দেশের বিদ্রোহী গ্রুপ?
ক. চীন
খ. ইন্দোনেশিয়া
গ. ফিলিপাইন
ঘ. থাইল্যান্ড
উত্তরঃ গ

প্রশ্নঃ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের প্রতিটি রাষ্ট্র সর্বোচ্চ কত জন প্রতিনিধি পাঠাতে পারে?
ক. তিনজন
খ. চারজন
গ. পাঁচজন
ঘ. ছয়জন
উত্তরঃ গ

প্রশ্নঃ কমনওয়েলথের কোন দেশটি আকারে সর্ববৃহৎ?
ক. ভারত
খ. কেনিয়া
গ. কানাডা
ঘ. অস্ট্রেলিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে পরিগণিত হয়?
ক. হাঙ্গেরি
খ. জার্মানি
গ. পোল্যান্ড
ঘ. ব্রিটেন
উত্তরঃ গ

প্রশ্নঃ ২৮ ও ২৯তম আসিয়ান শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
ক. ৮-১০ সেপ্টেম্বর ২০১৬
খ. ৬-৮ সেপ্টেম্বর ২০১৬
গ. ৫-৭ সেপ্টেম্বর ২০১৬
ঘ. ৭-৯ সেপ্টেম্বর ২০১৬
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!