আন্তর্জাতিক বিষয়াবলী-১২

প্রশ্নঃ ২৯ নভেম্বর ২০১৬ IMO-এর ১৭২তম সদস্যপদ লাভ করে কোন দেশ?
ক. তুরস্ক
খ. আফগানিস্তান
গ. বেলারুশ
ঘ. ভিয়েতনাম
উত্তরঃ গ

প্রশ্নঃ ১২ এপ্রিল ২০১৬ কোন দেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর ১৮৯তম সদস্য পদ লাভ করে?
ক. পূর্ব তিমুর
খ. বসনিয়া ও হার্জাগোভিনা
গ. নাউরু
ঘ. দক্ষিন সুদান
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ সার্কের কোন আঞ্চলিক কেন্দ্র সার্ক সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করে?
ক. SAARC Human Resources Development Centre
খ. SAARC Documentation Centre
গ. SAARC Cultural Centre
ঘ. SAARC Meteorological Research Centre
উত্তরঃ গ

প্রশ্নঃ ১৭ ফেব্রুয়ারি ২০১৭ কোন দেশ আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা (IHO)-এর ৮৭তম সদস্য পদ লাভ করে?
ক. মাল্টা
খ. জাম্বিয়া
গ. উগান্ডা
ঘ. ভানুয়াতু
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Economic and social council-
ক. ECOSOC
খ. ECOSC
গ. EOSC
ঘ. ESC
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রথম OIC বিজ্ঞান ও প্রযুক্তি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. জেদ্দা (সৌদি আরব)
খ. তেহরান (ইরান)
গ. আস্তানা (কাজাখস্তান)
ঘ. কায়রো (মিশর)
উত্তরঃ গ

প্রশ্নঃ বর্তমানে (২০১৭) শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি?
ক. বাংলাদেশ
খ. পাকিস্তান
গ. ভারত
ঘ. ইথিওপিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন আন্তর্জাতিক সংস্থার পতাকায় জলপাই গাছ দেখা যায়?
ক. রেডক্রস
খ. জাতিসংঘ
গ. বয়েজ স্কাউট
ঘ. ন্যাটো
উত্তরঃ খ

প্রশ্নঃ ১ মার্চ ২০১৫ আফ্রিকান, ক্যারিবিয়ান অ্যান্ড প্যাসিফিক গ্রুপ স্টেটস (ACP)- এর মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
ক. মারিও দ্রাঘি (ইতালি)
খ. ইভিকা দাচ্চি (সার্বিয়া)
গ. হেলেন ক্লার্ক (নিউজিল্যান্ড)
ঘ. প্যাট্রিক ইগ্নাতিয়ুস গোমেজ (গায়ানা)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১০ মার্চ ২০১৬ এশিয়া সহযোগিতা সংলাপ (ACD)-এর ৩৪তম সদস্যপদ লাভ করে কোন দেশ?
ক. বাংলাদেশ
খ. ভিয়েতনাম
গ. নেপাল
ঘ. ভুটান
উত্তরঃ গ

প্রশ্নঃ আসিয়ান (ASEAN) গঠিত হয়?
ক. ১৯৬৩ সালে
খ. ১৯৬৫ সালে
গ. ১৯৬৭ সালে
ঘ. ১৯৬৯ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ Who is the Youngest member states of OPEC?/ওপেকের নবীনতম সদস্য দেশ কোনটি?
ক. Rwanda
খ. Angola
গ. Bolivia
ঘ. Zambia
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোন দেশে ২০২২ সালে G-২০ বাৎসরিক সম্মেলন হবে?
ক. ইতালী
খ. যুক্তরাষ্ট্র
গ. ভারত
ঘ. ব্রাজিল
উত্তরঃ গ

প্রশ্নঃ পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র (ICSID)- এর বর্তমান (২০১৫) সদস্য দেশ কতটি?
ক. ১৫১ টি
খ. ১৪৫ টি
গ. ১৫৫ টি
ঘ. ১৬০ টি
উত্তরঃ ক

প্রশ্নঃ ১৪তম আঙ্কটাড সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. প্যারিস, ফ্রান্স
খ. মস্কো, রাশিয়া
গ. বেইজিং, চীন
ঘ. নাইরোবি, কেনিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ইউ এন উইমেন- এর কার্যনির্বাহী কমিটির চেয়ারপার্সন কে?
ক. লরা সিনসিলা (ইউক্রেন)
খ. জয়েস বান্দা (স্কটল্যান্ড)
গ. আই বি পেটারসন (ডেনমার্ক)
ঘ. হিনা রাব্বানি (পাকিস্তান)
উত্তরঃ গ

প্রশ্নঃ ওআইসি-এর বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?
ক. বাংলাদেশ
খ. তুরস্ক
গ. মালয়েশিয়া
ঘ. মরক্কো
উত্তরঃ খ

প্রশ্নঃ ETA’র পূর্ণরূপ কি?
ক. Euskadi Trade Askatasuna
খ. Euskadi Ta Askatasuna
গ. Euskadi Tiger Askatasuna
ঘ. None of the above
উত্তরঃ খ

প্রশ্নঃ The first SARRC summit was held in-/ প্রথম সার্ক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. Dhaka
খ. Islamabad
গ. New Delhi
ঘ. Mali
ঙ. Kathmundu
উত্তরঃ ক

প্রশ্নঃ ১ এপ্রিল ২০১৫ কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) এর ১২৩তম সদস্য পদ লাভ করে?
ক. ফিলিস্তিন
খ. ইসরাইল
গ. ওমান
ঘ. কাতার
উত্তরঃ ক

প্রশ্নঃ ব্রিটিশ সাম্রাজ্যভূক্ত না হয়েও কমনওয়েলথভুক্ত দেশ-
ক. মোজাম্বিক
খ. পাকিস্তান
গ. নাইজেরিয়া
ঘ. কানাডা
উত্তরঃ ক

প্রশ্নঃ জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলম (SDG) অনুষ্ঠিত হয় কবে?
ক. ২০ – ২৫ সেপ্টেম্বর ২০১৫
খ. ১৫ – ১৭ সেপ্টম্বর ২০১৫
গ. ২৫ – ২৭ সেপ্টম্বর ২০১৫
ঘ. ২২ – ২৪ সেপ্টম্বর ২০১৫
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশ কত সালে ইসলামি সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে?
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৩ সালে
গ. ১৯৭৪ সালে
ঘ. ১৯৭৫ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা দরিদ্র দেশসমূহকে যা দেয়-
ক. বাণিজ্যিক ঋণ
খ. সহজ শর্তে ঋণ
গ. ক্ষুদ্র ঋণ
ঘ. শিল্প ঋণ
উত্তরঃ খ

প্রশ্নঃ ২ এপ্রিল ২০১৭ কোন দুটি দেশ IPU-এর সদস্যপদ লাভ করে?
ক. ট্যুভালু ও ফিলিস্তিন
খ. সোমালিয়া ও ফিলিস্তিন
গ. ট্যুভালু ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
ঘ. কসোভো ও দক্ষিণ সুদান
উত্তরঃ গ

প্রশ্নঃ দ্বিতীয় সার্ক সাংস্কৃতিক রাজধানী (SAARC Cultural Capital) কোনটি?
ক. ইসলামাবাদ, পাকিস্তান
খ. কলম্বো, শ্রীলংকা
গ. বামিয়ান, আফগানিস্তান
ঘ. মহাস্থানগড়, বাংলাদেশ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিশ্বের সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকা কোনটি?
ক. নিউইয়র্ক টাইমস
খ. টাইমস অব ইন্ডিয়া
গ. আসাহি শিম্বুন
ঘ. হেরাল্ড ট্রিবিউন
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০১৫ সালের গণতন্ত্র সূচকে খারাপ দেশ কোনটি?
ক. উত্তর কোরিয়া
খ. সিরিয়া
গ. শাদ
ঘ. তুর্কমেনিস্তান
উত্তরঃ ক

প্রশ্নঃ আর্ন্তজাতিক আদালতের বিচারকদের সংখ্যা কত?
ক. ১০
খ. ১২
গ. ১৫
ঘ. ২০
ঙ. ১৮
উত্তরঃ গ

প্রশ্নঃ আইসিএসআইডি (ICSID)-এর বর্তমান (২০১৬) সদস্য দেশ কতটি?
ক. ১৪৫টি
খ. ১৫০টি
গ. ১৬১টি
ঘ. ১৫৩টি
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!