প্রশ্নঃ ২৯ নভেম্বর ২০১৬ IMO-এর ১৭২তম সদস্যপদ লাভ করে কোন দেশ?
ক. তুরস্ক
খ. আফগানিস্তান
গ. বেলারুশ
ঘ. ভিয়েতনাম
উত্তরঃ গ
প্রশ্নঃ ১২ এপ্রিল ২০১৬ কোন দেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর ১৮৯তম সদস্য পদ লাভ করে?
ক. পূর্ব তিমুর
খ. বসনিয়া ও হার্জাগোভিনা
গ. নাউরু
ঘ. দক্ষিন সুদান
উত্তরঃ গ
প্রশ্নঃ সার্কের কোন আঞ্চলিক কেন্দ্র সার্ক সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করে?
ক. SAARC Human Resources Development Centre
খ. SAARC Documentation Centre
গ. SAARC Cultural Centre
ঘ. SAARC Meteorological Research Centre
উত্তরঃ গ
প্রশ্নঃ ১৭ ফেব্রুয়ারি ২০১৭ কোন দেশ আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা (IHO)-এর ৮৭তম সদস্য পদ লাভ করে?
ক. মাল্টা
খ. জাম্বিয়া
গ. উগান্ডা
ঘ. ভানুয়াতু
উত্তরঃ ঘ
প্রশ্নঃ Economic and social council-
ক. ECOSOC
খ. ECOSC
গ. EOSC
ঘ. ESC
উত্তরঃ ক
প্রশ্নঃ প্রথম OIC বিজ্ঞান ও প্রযুক্তি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. জেদ্দা (সৌদি আরব)
খ. তেহরান (ইরান)
গ. আস্তানা (কাজাখস্তান)
ঘ. কায়রো (মিশর)
উত্তরঃ গ
প্রশ্নঃ বর্তমানে (২০১৭) শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি?
ক. বাংলাদেশ
খ. পাকিস্তান
গ. ভারত
ঘ. ইথিওপিয়া
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন আন্তর্জাতিক সংস্থার পতাকায় জলপাই গাছ দেখা যায়?
ক. রেডক্রস
খ. জাতিসংঘ
গ. বয়েজ স্কাউট
ঘ. ন্যাটো
উত্তরঃ খ
প্রশ্নঃ ১ মার্চ ২০১৫ আফ্রিকান, ক্যারিবিয়ান অ্যান্ড প্যাসিফিক গ্রুপ স্টেটস (ACP)- এর মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
ক. মারিও দ্রাঘি (ইতালি)
খ. ইভিকা দাচ্চি (সার্বিয়া)
গ. হেলেন ক্লার্ক (নিউজিল্যান্ড)
ঘ. প্যাট্রিক ইগ্নাতিয়ুস গোমেজ (গায়ানা)
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ১০ মার্চ ২০১৬ এশিয়া সহযোগিতা সংলাপ (ACD)-এর ৩৪তম সদস্যপদ লাভ করে কোন দেশ?
ক. বাংলাদেশ
খ. ভিয়েতনাম
গ. নেপাল
ঘ. ভুটান
উত্তরঃ গ
প্রশ্নঃ আসিয়ান (ASEAN) গঠিত হয়?
ক. ১৯৬৩ সালে
খ. ১৯৬৫ সালে
গ. ১৯৬৭ সালে
ঘ. ১৯৬৯ সালে
উত্তরঃ গ
প্রশ্নঃ Who is the Youngest member states of OPEC?/ওপেকের নবীনতম সদস্য দেশ কোনটি?
ক. Rwanda
খ. Angola
গ. Bolivia
ঘ. Zambia
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের কোন দেশে ২০২২ সালে G-২০ বাৎসরিক সম্মেলন হবে?
ক. ইতালী
খ. যুক্তরাষ্ট্র
গ. ভারত
ঘ. ব্রাজিল
উত্তরঃ গ
প্রশ্নঃ পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র (ICSID)- এর বর্তমান (২০১৫) সদস্য দেশ কতটি?
ক. ১৫১ টি
খ. ১৪৫ টি
গ. ১৫৫ টি
ঘ. ১৬০ টি
উত্তরঃ ক
প্রশ্নঃ ১৪তম আঙ্কটাড সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. প্যারিস, ফ্রান্স
খ. মস্কো, রাশিয়া
গ. বেইজিং, চীন
ঘ. নাইরোবি, কেনিয়া
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ইউ এন উইমেন- এর কার্যনির্বাহী কমিটির চেয়ারপার্সন কে?
ক. লরা সিনসিলা (ইউক্রেন)
খ. জয়েস বান্দা (স্কটল্যান্ড)
গ. আই বি পেটারসন (ডেনমার্ক)
ঘ. হিনা রাব্বানি (পাকিস্তান)
উত্তরঃ গ
প্রশ্নঃ ওআইসি-এর বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?
ক. বাংলাদেশ
খ. তুরস্ক
গ. মালয়েশিয়া
ঘ. মরক্কো
উত্তরঃ খ
প্রশ্নঃ ETA’র পূর্ণরূপ কি?
ক. Euskadi Trade Askatasuna
খ. Euskadi Ta Askatasuna
গ. Euskadi Tiger Askatasuna
ঘ. None of the above
উত্তরঃ খ
প্রশ্নঃ The first SARRC summit was held in-/ প্রথম সার্ক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. Dhaka
খ. Islamabad
গ. New Delhi
ঘ. Mali
ঙ. Kathmundu
উত্তরঃ ক
প্রশ্নঃ ১ এপ্রিল ২০১৫ কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) এর ১২৩তম সদস্য পদ লাভ করে?
ক. ফিলিস্তিন
খ. ইসরাইল
গ. ওমান
ঘ. কাতার
উত্তরঃ ক
প্রশ্নঃ ব্রিটিশ সাম্রাজ্যভূক্ত না হয়েও কমনওয়েলথভুক্ত দেশ-
ক. মোজাম্বিক
খ. পাকিস্তান
গ. নাইজেরিয়া
ঘ. কানাডা
উত্তরঃ ক
প্রশ্নঃ জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলম (SDG) অনুষ্ঠিত হয় কবে?
ক. ২০ – ২৫ সেপ্টেম্বর ২০১৫
খ. ১৫ – ১৭ সেপ্টম্বর ২০১৫
গ. ২৫ – ২৭ সেপ্টম্বর ২০১৫
ঘ. ২২ – ২৪ সেপ্টম্বর ২০১৫
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশ কত সালে ইসলামি সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে?
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৩ সালে
গ. ১৯৭৪ সালে
ঘ. ১৯৭৫ সালে
উত্তরঃ গ
প্রশ্নঃ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা দরিদ্র দেশসমূহকে যা দেয়-
ক. বাণিজ্যিক ঋণ
খ. সহজ শর্তে ঋণ
গ. ক্ষুদ্র ঋণ
ঘ. শিল্প ঋণ
উত্তরঃ খ
প্রশ্নঃ ২ এপ্রিল ২০১৭ কোন দুটি দেশ IPU-এর সদস্যপদ লাভ করে?
ক. ট্যুভালু ও ফিলিস্তিন
খ. সোমালিয়া ও ফিলিস্তিন
গ. ট্যুভালু ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
ঘ. কসোভো ও দক্ষিণ সুদান
উত্তরঃ গ
প্রশ্নঃ দ্বিতীয় সার্ক সাংস্কৃতিক রাজধানী (SAARC Cultural Capital) কোনটি?
ক. ইসলামাবাদ, পাকিস্তান
খ. কলম্বো, শ্রীলংকা
গ. বামিয়ান, আফগানিস্তান
ঘ. মহাস্থানগড়, বাংলাদেশ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বিশ্বের সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকা কোনটি?
ক. নিউইয়র্ক টাইমস
খ. টাইমস অব ইন্ডিয়া
গ. আসাহি শিম্বুন
ঘ. হেরাল্ড ট্রিবিউন
উত্তরঃ গ
প্রশ্নঃ ২০১৫ সালের গণতন্ত্র সূচকে খারাপ দেশ কোনটি?
ক. উত্তর কোরিয়া
খ. সিরিয়া
গ. শাদ
ঘ. তুর্কমেনিস্তান
উত্তরঃ ক
প্রশ্নঃ আর্ন্তজাতিক আদালতের বিচারকদের সংখ্যা কত?
ক. ১০
খ. ১২
গ. ১৫
ঘ. ২০
ঙ. ১৮
উত্তরঃ গ
প্রশ্নঃ আইসিএসআইডি (ICSID)-এর বর্তমান (২০১৬) সদস্য দেশ কতটি?
ক. ১৪৫টি
খ. ১৫০টি
গ. ১৬১টি
ঘ. ১৫৩টি
উত্তরঃ ঘ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)