আন্তর্জাতিক বিষয়াবলী-১১

প্রশ্নঃ জাতিসংঘের স্থায়ী সদস্য:
ক. জাপান, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, কানাডা, যুক্তরাষ্ট্র
খ. ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন
গ. যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেন, ব্রাজিল, চীন, নাইজেরিয়া
ঘ. উত্তর কোরিয়া, পাকিস্তান, ভারত, ইসরায়েল, চীন
উত্তরঃ খ

প্রশ্নঃ African Union এর সদর দপ্তর কোথায়?
ক. মোগাদিসু
খ. আদ্দিস আবাবা
গ. কায়রো
ঘ. ত্রিপোলি
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ২৪তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন বা COP-24 কবে অনুষ্ঠিত হবে?
ক. ১০-২২ ডিসেম্বর ২০১৮
খ. ৭- ১৮ ডিসেম্বর ২০১৮
গ. ৫-১৬ ডিসেম্বর ২০১৮
ঘ. ৩-১৪ ডিসেম্বর ২০১৮
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয়–
ক. সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
খ. সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার
গ. সেপ্টেম্বর মাসের দ্বিতীয় বুধবার
ঘ. সেপ্টেম্বর মাসের চতুর্থ মঙ্গলবর
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. জাপানের নাগাসাকিতে
খ. অস্ট্রেলিয়ার ক্যানবেরায়
গ. রাশিয়ার আশখাবাদে
ঘ. কানাডার ভেন্‌কুবার
উত্তরঃ গ

প্রশ্নঃ ১৭তম সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. আস্তানা, কাজাখস্তান
খ. দুশানবে, তাজিকিস্তান
গ. মস্কো, রাশিয়া
ঘ. বেইজিং, চীন
উত্তরঃ ক

প্রশ্নঃ Which is not a UN Organization?/কোনটি জাতিসংঘের অঙ্গসংস্থা নয়?
ক. CARE
খ. UNDP
গ. ILO
ঘ. WFP
উত্তরঃ ক

প্রশ্নঃ এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নতুন জোটগুলোর মধ্যে কোনটিকে এসকাপের সবচেয়ে বেশি উপযোগী বিবেচনা করে?
ক. APEC
খ. CREC
গ. EAEG
ঘ. ECO
উত্তরঃ ক

প্রশ্নঃ The target year of achieving the millennium Development Goal is:/সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যসমূহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে কোন সাল পর্যন্ত?
ক. 2010
খ. 2015
গ. 2020
ঘ. 2025
উত্তরঃ খ

প্রশ্নঃ SDG এর লক্ষ্য কতটি?
ক. ১৫ টি
খ. ১৮ টি
গ. ২০ টি
ঘ. ১৭ টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP) ও জলবায়ু বিষয়ক সংস্থা (WMO) এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে-
ক. IPCC
খ. COP 21
গ. Green Peace
ঘ. Sierra Club
উত্তরঃ ক

প্রশ্নঃ ফিফা (FIFA)-এর বর্তমান সদস্য কত?
ক. ২১১টি
খ. ২০৫টি
গ. ২০৮টি
ঘ. ২১৫টি
উত্তরঃ ক

প্রশ্নঃ সাংহাই সহযোগিতা সংস্থা (SCO)-এর বর্তমান সদস্য দেশ কতটি?
ক. ৮ টি
খ. ১০ টি
গ. ৪ টি
ঘ. ১২ টি
উত্তরঃ ক

প্রশ্নঃ যুক্তরাষ্ট্র কবে এককভাবে ABM (Anti-Ballistic Missile) চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে?
ক. জুন ২০০১
খ. জুন ২০০০
গ. জুন ২০০২
ঘ. জুন ২০০৩
উত্তরঃ গ

প্রশ্নঃ OPCW’র নির্বাহী পর্ষদের ২০তম চেয়ারপার্সন নর্বাচিত হন কে?
ক. শেখ মোহাম্মদ বেলাল (বাংলাদেশ)
খ. চিমিয়াও ফান (চীন)
গ. কাজুহিকো হিগুচি (জাপান)
ঘ. জন এলিয়ানসন (সুইডেন)
উত্তরঃ ক

প্রশ্নঃ OPEC কোন পণ্যের cartel?
ক. পাট
খ. কপার
গ. কফি
ঘ. পেট্রোলিয়াম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যপদ লাভকারী বর্তমান এশীয় দেশ-
ক. ভারত
খ. কোরিয়া
গ. জাপান
ঘ. ইন্দোনেশিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ IFRC’র বর্তমান (২০১৭) প্রেসিডেন্ট কে?
ক. আব্দুল আজিজ ডায়ালো (সেনেগাল)
খ. ফ্রান্সিসকো রোকা (ইতালি)
গ. নাফিস সাদিক (পাকিস্তান)
ঘ. কারিম কনিক (তুরস্ক)
উত্তরঃ খ

প্রশ্নঃ বান্দুং (Bandung) সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কবে?
ক. এপ্রিল, ১৯৫৫
খ. ৫ফেব্রুয়ারী, ১৯৫৬
গ. জুন, ১৯৪৫
ঘ. ডিসেম্বর, ১৯৫৫
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১৩ মে ২০১৬ ফিফার ২১০তম সদস্যপদ লাভ করে কোন দেশ?
ক. তাইওয়ান
খ. জিব্রাল্টার
গ. কসোভো
ঘ. মিসর
উত্তরঃ গ

প্রশ্নঃ BIMSTEC-এর সদস্য নয়-
ক. ভারত
খ. পাকিস্তান
গ. বাংলাদেশ
ঘ. থাইল্যান্ড
উত্তরঃ খ

প্রশ্নঃ কলম্বো পরিকল্পনা-এর বর্তমান (২০১৫) মহাসচিব কে?
ক. আব্দুল মান্নান (বাংলাদেশ)
খ. অর্জুন বাহাদুর থাপা (নেপাল)
গ. ভূপেন সিং (ভারত)
ঘ. ফিনলে দর্জি (ভুটান)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ What is the name of the organization working worldwide against corruption?/ দুর্নীতি হ্রাসের লক্ষ্যে কাজ করে কোন সংগঠন?
ক. Green Peace(গ্রীন পিস)
খ. Transparency International (ট্রান্সপারেন্সি ইন্টান্যাশনাল)
গ. Amnesty International( অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল)
ঘ. Interpole(ইন্টারপোল)
উত্তরঃ খ

প্রশ্নঃ League of Arab States-এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. তিউনিস
খ. কায়রো
গ. রাবাত
ঘ. জেদ্দা
উত্তরঃ খ

প্রশ্নঃ Which country does belongs to the group of G-8 countries?/ নিচের কোন দেশ গ্র“প-৮ এর সদস্য?
ক. Switzerland
খ. China
গ. Brazil
ঘ. Canada
ঙ. None of these
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিশ্ব শুল্ক সংস্থা (WCO)-এর বর্তমান (২০১৭) কাউন্সিল চেয়ারম্যান কে?
ক. সার্জিও মুজিকা (চিলি)
খ. ইউকিয়ো আমানো (জাপান)
গ. টমাস গ্রিমিনজার (সুইজারল্যান্ড)
ঘ. এনরিক ক্যানন (উরুগুয়ে)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশ কততম দেশ হিসেবে UN ESCAP’র কাগজবিহীন বাণিজ্য সহজীকরণ কাঠামো চুক্তি স্বাক্ষর করে?
ক. চতুর্থ
খ. ষষ্ঠ
গ. প্রথম
ঘ. তৃতীয়
উত্তরঃ গ

প্রশ্নঃ IFC is an–
ক. Commmercial Bank
খ. International Association for Finance Company
গ. Bilateral Trade Organization
ঘ. Investment Bank for Asia & Pacific
ঙ. Private sector developing wing of the World Bank
উত্তরঃ ঙ

প্রশ্নঃ আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC)-এর বর্তমান সদস্য দেশ কতটি?
ক. ১২৭টি
খ. ১২৫টি
গ. ১২৩টি
ঘ. ১২১টি
উত্তরঃ গ

প্রশ্নঃ Which country is not a member of ASEAN?/নিম্নলিখিত কোন দেশ ASEAN এর সদস্য নয়?
ক. Thailand
খ. Malaysia
গ. Indonesia
ঘ. Philipines
ঙ. Nepal
উত্তরঃ ঙ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!