প্রশ্নঃ গ্রিন হাউজ এফেক্ট এর পরিণতি কি-
ক. সবুজ গাছের বনায়ন
খ. তাপমাত্রা বৃদ্ধি
গ. পানির তাপমাত্রা হ্রাস পাওয়া
ঘ. মরুকরণ
উত্তরঃ খ
প্রশ্নঃ ধ্রুবতারা কোন গোলার্ধে দেখা যায়?
ক. উত্তর গোলার্ধে
খ. দক্ষিণ গোলার্ধে
গ. পূর্ব গোলার্ধে
ঘ. পশ্চিম গোলার্ধে
উত্তরঃ ক
প্রশ্নঃ নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে?
ক. বিষুবরেখা
খ. মকরক্রান্তি রেখা
গ. কর্কটক্রান্তি রেখা
ঘ. সুমেরুরেখা
উত্তরঃ গ
প্রশ্নঃ The ‘Habble Telescope’ is—-
ক. The name of a book
খ. An observatory in UK
গ. Placed in orbit round the earth for cosomic observation
ঘ. Used in space crafts
উত্তরঃ গ
প্রশ্নঃ পৃথিবীতে সর্বত্র দিন-রাত্রি সমান হয়-
ক. ২৩ অক্টোবর ও ২২ ডিসেম্বর
খ. ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর
গ. ২৩ মার্চ ও ২১ সেপ্টেম্বর
ঘ. ২২ ডিসেম্বর ও ২৩ অক্টোবর
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন স্থানের সময় সকাল ১১টা হলে তার ৬° পম্চিমের স্থানের সময় হবে-
ক. ১১ টা ২৪ মিনিট
খ. ১১ টা ১২ মিনিট
গ. ১০ টা ৩৬ মিনিট
ঘ. ১০ টা ৪৮ মিনিট
উত্তরঃ গ
প্রশ্নঃ রাষ্ট্র গঠনে কোনটি অপরিহার্য উপাদান?
ক. সরকার
খ. গণতন্ত্র
গ. রাজনৈতিক দল
ঘ. একনায়কতন্ত্র
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন খলিফার সময় হিজরী সন প্রবর্তন করা হয়?
ক. হযরত আবু বকর সিদ্দিক (রাঃ)
খ. হযরত ওমর (রাঃ)
গ. হযরত ওসমান (রাঃ)
ঘ. হযরত আলী (রাঃ))
উত্তরঃ খ
প্রশ্নঃ Which one does not logically belong to the list : ‘Mars, Jupiter, Comet, Earth, Neptune’?
ক. Mars
খ. Jupiter
গ. Comet
ঘ. Earth
ঙ. Neptune
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন কাল্পনিক রেখা থেকে অক্ষাংশ গণনা করা হয়?
ক. কর্কটক্রান্তি
খ. মকরক্রান্তি
গ. বিষুবরেখা
ঘ. মূল মধ্যরেখা
উত্তরঃ গ
প্রশ্নঃ মহাকাশে কোন প্রাণী প্রথম গিয়েছিল?
ক. বানর
খ. কুকুর
গ. মানুষ
ঘ. কোনটাই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ তারাদের জীবন প্রবাহের তৃতীয় অবস্থা কোনটি?
ক. হোয়াইট ডোয়ার্ফ
খ. ব্লাকহোল
গ. রেড জায়েন্ট
ঘ. নাথিংনেস
উত্তরঃ গ
প্রশ্নঃ পৃথিবীর উপগ্রহ কয়টি?
ক. ৩
খ. ৭
গ. ৫
ঘ. ১
উত্তরঃ ঘ
প্রশ্নঃ গ্রীনিচ মানমন্দির অবস্থিত-
ক. যুক্তরাজ্যে
খ. যুক্তরাষ্ট্রে
গ. ফ্রান্সে
ঘ. জার্মানিতে
উত্তরঃ ক
প্রশ্নঃ সূর্যপৃষ্ঠের উত্তাপ কত?
ক. ৬০০০° সে.
খ. ১০০০° সে.
গ. ১২০০০° সে.
ঘ. ৮০০০° সে.
উত্তরঃ ক
প্রশ্নঃ সূর্যের কয়টি গ্রহ আছে?
ক. ৮
খ. ৯
গ. ১০
ঘ. ১১
উত্তরঃ ক
প্রশ্নঃ ফ্রিয়ন কার ট্রেড নাম?
ক. CFC
খ. DDT
গ. CTS
ঘ. BCF
উত্তরঃ ক
প্রশ্নঃ Average Sp.gr. of the earth–
ক. ৩.৫১৭
খ. ৪.৫১৭
গ. ৫.৫১৭
ঘ. ৯.৫১৭
উত্তরঃ গ
প্রশ্নঃ বায়ুমণ্ডলের ওজনস্তর অবক্ষয় বা ছিদ্র বা ফাটলের জন্য কোন গ্যসটির ভূমিকা সর্বোচ্চ?
ক. কার্বন ডাই অক্সাইড
খ. জলীয় বাষ্প
গ. নাইট্রিক অক্সাইড
ঘ. CFC বা ক্লোরো ফ্লোরো কার্বন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ২৩.৫° উত্তর অক্ষাংশকে কি বলা হয়?
ক. মকরক্রান্তি
খ. বিষুবলম্ব
গ. মূলমধ্যরেখা
ঘ. কর্কট ক্রান্তি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বছরের সবচেয়ে বড়দিন (তারিখ)-
ক. ২০ জুন
খ. ২৩ জুন
গ. ২১ জুন
ঘ. ২৪ জুন
উত্তরঃ গ
প্রশ্নঃ সূর্যের মধ্য কোন মৌলিক গ্যাস বেশি রয়েছে?
ক. নাইট্রোজেন
খ. হাইড্রোজেন
গ. ইথাইল
ঘ. হিলিয়াম
উত্তরঃ খ
প্রশ্নঃ মেরুতে দিবসের সংখ্যা একটানা কতদিন?
ক. ১৩৯
খ. ১৪১
গ. ১৪৫
ঘ. ১৪৮
ঙ. ১৮৯
উত্তরঃ ঙ
প্রশ্নঃ VSAT ব্যবহার করা হয়-
ক. ভূ-পৃষ্ঠ হতে স্যাটেলাইটে যোগাযোগ করার জন্য
খ. একটি স্যাটেলাইট থেকে অন্য স্যাটেলাইটে যোগাযোগ করার জন্য
গ. ভূ-পৃষ্ঠের একস্থান থেকে অন্যস্থানে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ সহজতর করার জন্য
ঘ. এক ধরনের আবহাওয়াজ্ঞাপক ভূ-উপগ্রহ
উত্তরঃ ক
প্রশ্নঃ পৃথিবীর নিজ অক্ষে আবর্তনের দিক—
ক. পূর্ব হতে পশ্চিম দিকে
খ. পশ্চিম হতে পূর্ব দি্কে
গ. উত্তর হতে দক্ষিণ দিকে
ঘ. দক্ষিণ হতে উত্তর দিকে
উত্তরঃ খ
প্রশ্নঃ পৃথিবীর ব্যাসার্ধ কত?
ক. ৬০০০ কিঃমিঃ
খ. ৩৪৮৬ কিঃমিঃ
গ. ৬৪৩৪ কিঃমিঃ
ঘ. ৪০৭০ কিঃমিঃ
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশে যখন সকাল ৯টা পাকিস্তানে তখন-
ক. সকাল ৮টা
খ. সকাল ১০টা
গ. সকাল সাড়ে ৮টা
ঘ. সকাল সাড়ে ৯টা
উত্তরঃ ক
প্রশ্নঃ মূল মধ্যরেখার মান কত?
ক. ৮০ ডিগ্রী
খ. ১৮০ ডিগ্রী
গ. ০ ডিগ্রী
ঘ. ৩০ ডিগ্রী
উত্তরঃ গ
প্রশ্নঃ Which is the longest day of the year?
ক. 6th June
খ. 15th June
গ. 26th June
ঘ. None of these
উত্তরঃ ঘ
প্রশ্নঃ গ্রিন হাউজ প্রক্রিয়া এই দেশের জন্য ভয়াবহ আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে
ক. সমুদ্রতলের উচ্চতা বেড়ে যেতে পারে
খ. বৃষ্টিপাতের পরিমাণ কমে যেতে পারে
গ. নদ-নদীর পানি কমে যেতে পারে
ঘ. ওজোন স্তরের ক্ষতি নাও হতে পারে
উত্তরঃ ক
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)