প্রশ্নঃ মঙ্গলগ্রহে প্রেরিত নভেযান কোনটি?
ক. সয়ুজ
খ. এপোলো
গ. ভয়েজার
ঘ. ভাইকিং
উত্তরঃ ঘ
প্রশ্নঃ মহাশূন্য প্রথম নভোচারী একজন-
ক. আমেরিকান
খ. ব্রিটিশ
গ. ফরাসি
ঘ. রাশিয়ান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ Big Bang Theory এর প্রবক্তা কোন বিজ্ঞানী?
ক. আলবার্ট আইনস্টাইন
খ. নিউটন
গ. জর্জ লেমিটিয়ার
ঘ. স্টিফেন হকিং
উত্তরঃ গ
প্রশ্নঃ ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে, সেটি হচ্ছে-
ক. মূল মধ্যরেখা
খ. কর্কট ক্রান্তি রেখা
গ. মকর ক্রান্তি রেখা
ঘ. আন্তর্জাতিক তারিখ রেখা
উত্তরঃ খ
প্রশ্নঃ জীবাশ্ম জ্বালানী দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রিন গ্যাসের পরিমাণ সব চাইতে বেশী বৃদ্ধি পাচ্ছে-
ক. জলীয় বাষ্প
খ. ক্লোরো ফ্লোরো কার্বন
গ. কার্বন ডাই অক্সাইড
ঘ. মিথেন
উত্তরঃ গ
প্রশ্নঃ মহাকাশে প্রথম নারী পর্যটকের নাম কি?
ক. কল্পনা
খ. ভ্যালেন্তিনা তেরেস্কোভা
গ. শিরিন এবাদি
ঘ. আনুশেহ আনসারি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বায়ুমণ্ডলের কোন উপাদান অতিবেগুণি রশ্মিকে শোষণ করে?
ক. নাইট্রোজেন
খ. অক্সিজেন
গ. ওজোন
ঘ. হিলিয়াম
উত্তরঃ গ
প্রশ্নঃ সূর্য চন্দ্র অপেক্ষা কত গুণ বড়?
ক. ২ কোটি ৩০ লক্ষ গুণ
খ. ২ কোটি ৪০ লক্ষ গুণ
গ. ২ কোটি ৫০ লক্ষ গুণ
ঘ. ২ কোটি ৬০ লক্ষ গুণ
উত্তরঃ ক
প্রশ্নঃ কত খ্রিস্টাব্দ থেকে হিজরী সন গণনা করা হয়?
ক. ৬০০ খ্রিস্টাব্দ
খ. ৬২২ খ্রিস্টাব্দ
গ. ৬২৪ খ্রিস্টাব্দ
ঘ. ৬২৫ খ্রিস্টাব্দ
উত্তরঃ খ
প্রশ্নঃ শুক্রগ্রহের অপর নাম কি?
ক. শুকতারা
খ. সন্ধ্যাতারা
গ. সিরিয়াস
ঘ. ক ও খ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ মহাজাগতিক রশ্মি আবিস্কার করে কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান?
ক. হেস
খ. গোল্ডস্টাইন
গ. রাদারফোর্ড
ঘ. আইনস্টাইন
উত্তরঃ ক
প্রশ্নঃ কবে টাইফুন ইতাউ জাপানে আঘাত হানে?
ক. সেপ্টেম্বর ১৫, ২০১৫
খ. সেপ্টেম্বর ২০, ২০১৫
গ. সেপ্টেম্বর ৯, ২০১৫
ঘ. সেপ্টেম্বর ৫, ২০১৫
উত্তরঃ গ
প্রশ্নঃ GMT বা গ্রিনিচ মিন টাইম এবং কোন শহরের সময়ে কোন ব্যবধান নেই?
ক. ব্রালেস
খ. লন্ডন
গ. প্যারিস
ঘ. রোম
উত্তরঃ খ
প্রশ্নঃ Lunar eclipse occurs on-/চন্দ্রগ্রহণ হয়–
ক. A new moon day
খ. A full moon day
গ. A half moon day
ঘ. A moonless day
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘কসমিক ইয়ার’ বলতে কি বুঝায়?
ক. সূর্যের নিকট অক্ষে আবর্তনকাল
খ. পৃথিবীর নিজ অক্ষে আবর্তনকাল
গ. নক্ষত্রের নিজ অক্ষে আবর্তনকাল
ঘ. ছায়াপথের নিজ অক্ষে আবর্তনকাল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ Which of these is not a planet in the Solar system?/নিচের কোনটি সৌরজগতের গ্রহ নয়?
ক. Mars
খ. Neptune
গ. Venus
ঘ. Pluto
ঙ. None of these
উত্তরঃ ঙ
প্রশ্নঃ মহাজাগতিক রশ্মির আবিস্কারক–
ক. হেস
খ. আইনস্টাইন
গ. টলেমি
ঘ. হাবল
উত্তরঃ ক
প্রশ্নঃ সৌরজগতের কোন গ্রহের সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে কম সময় লাগে?
ক. শুক্র
খ. বুধ
গ. পৃথিবী
ঘ. বৃহস্পতি
উত্তরঃ খ
প্রশ্নঃ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো-
ক. ৯৩ মিলিয়ন মাইল
খ. ৯০ মিলিয়ন মাইল
গ. ৭৫ মিলিয়ন মাইল
ঘ. ১২০ মিলিয়ন মাইল
উত্তরঃ ক
প্রশ্নঃ ক্লোরো ফ্লোরো কার্বন (CFC) গ্যাস কিসের জন্য দায়ী?
ক. বায়ুর উত্তাপ বাড়ার জন্য
খ. এসিড বৃষ্টি সৃষ্টি করার জন্য
গ. বেশি বৃষ্টিপাতের জন্য
ঘ. ওজোন স্তর নষ্ট করার জন্য
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ঢাকায় যখন দুপুর বারটা তখন এর থেকে ২০° দ্রাঘিমাংশ পশ্চিমে অবস্থিত কোন স্থানের সময় কত?
ক. সকাল ১০টা ৩০মিঃ
খ. দুপুর ১টা ৩০ মিঃ
গ. দুপুর ১২টা ৪০ মিঃ
ঘ. সকাল ১০ টা ৪০ মিঃ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বৈশ্বিক উষ্ণতার কারণ-
ক. সৌর বিকিরণ
খ. বায়ুমণ্ডলে মাত্রাতিরিক্ত কার্বন-ডাই-অক্সাইড জমা হওয়া
গ. শিল্পকারখানার দূষণ
ঘ. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া
উত্তরঃ খ
প্রশ্নঃ পৃথিবীতে স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কত?
ক. ১৯৩
খ. ১৯৪
গ. ১৯৫
ঘ. ২৪০
উত্তরঃ গ
প্রশ্নঃ নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নহে?
ক. কার্বন ডাই অক্সাইড
খ. সালফার ডাই অক্সাইড
গ. মিথেন
ঘ. ক্লোরোফ্লোরোকার্বন
উত্তরঃ খ
প্রশ্নঃ সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থিত এবং পৃথিবী সূর্যের চতুর্দিকে পরিভ্রমণ করিতেছে- এই তত্ত্ব দিয়েছিলেন কে?
ক. গ্যালিলিও
খ. কেপলার
গ. কোপার্নিকাস
ঘ. টাইকো ব্রাহে
উত্তরঃ গ
প্রশ্নঃ নিচের কোন দেশটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত-
ক. অস্ট্রেলিয়া
খ. ইন্দোনেশিয়া
গ. ইরাক
ঘ. সৌদি আরব
উত্তরঃ ক
প্রশ্নঃ আহ্নিক গতিতে পৃথিবী নিজ অক্ষে প্রতিনিয়ত কোন দিকে আবর্তন করছে?
ক. পূর্ব থেকে পশ্চিম দিকে
খ. পশ্চিম থেকে পূর্ব দিকে
গ. উত্তর থেকে দক্ষিণ দিকে
ঘ. দক্ষিণ থেকে উত্তর দিকে
ঙ. কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ পৃথিবীর পরিধি হচ্ছে-
ক. ২৫,০০০ মাইল
খ. ৩৫,০০০ মাইল
গ. ৩০,০০০ মাইল
ঘ. ১৫,০০০ মাইল
উত্তরঃ ক
প্রশ্নঃ পরিবেশ দূষণের ক্ষেত্রে, উল্লেখিত গ্যাসসমুহের মধ্যে কোন গ্যাসটি “গ্রিন হাউজ এফেক্ট” এর জন্য প্রধানত দায়ী?
ক. CO2
খ. H2S
গ. O3
ঘ. SO2
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন সালটি ‘লিপ ইয়ার’?
ক. ১৯৬৬
খ. ১৩০৬
গ. ১৭৭০
ঘ. ১৬০০
উত্তরঃ ঘ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)