আন্তর্জাতিক বিষয়াবলী-১২০

সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক বিষয়াবলী, সৌরজগৎ, পৃথিবী, জ্যোতিষ্ক ও মহাকাশ অভিযান:

প্রশ্নঃ পৃথিবীর পরিধি হচ্ছে-
ক. ২৪৯০২ মাইল
খ. ২৫০০০ মাইল
গ. ৩০৯০০ মাইল
ঘ. ৩১০০০ মাইল
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ নিত্য ব্যবহার্য বহু ‘এরোসোল’ এর কৌটায় এখন লেখা থাকে সি.এস.সি বিহীন। ঈঋঈ গ্যাস কেন ক্ষতিকারক?
ক. ফুসফুসে রোগ সৃষ্টি করে
খ. গ্রীন হাউজ এফেক্টে অবদান রাখে
গ. ওজন স্তর ফুটো সৃষ্টি করে
ঘ. দাহ্য বলে অগ্নিকাণ্ডেরসম্ভাবনা ঘটায়
উত্তরঃ গ

প্রশ্নঃ গ্রিন হাউজ এফেক্ট বলতে কি বোঝায়-
ক. সূর্যালোকের অভাবে সালোকসংশ্লেণে ঘাটতি
খ. তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি
গ. প্রাকৃতিক চাষের বদলে ক্রবর্ধমানভাবে কৃত্রিম চাষের প্রয়োজনয়িতা
ঘ. উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন
উত্তরঃ খ

প্রশ্নঃ আর্কটিক-এর বরফ গলে যাবার কারণ-
ক. বৈশ্বিক উষ্ণতা
খ. প্রলম্বিত গ্রীষ্মকাল
গ. ভূমিকম্প
ঘ. অতিরিক্ত বৃষ্টিপাত
উত্তরঃ ক

প্রশ্নঃ মঙ্গলগ্রহে অবতরণকারী খেয়াযানটির নাম কি?
ক. ডিসকভারি
খ. ক্যাসিনি
গ. চ্যালেঞ্জার
ঘ. পাথফাইন্ডার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন গ্যাসটি ওজোন গ্যাসকে ভাঙতে সাহায্য করে?
ক. কার্বন ডাই অক্সাইড
খ. হাইড্রোজেন সালফাইড
গ. ব্রোমিন
ঘ. ক্লোরো ফ্লোরো কার্বন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ওজোনের রং কি?
ক. গাঢ় সবুজ
খ. গাঢ় নীল
গ. হলদে বেগুনি
ঘ. ধবধবে সাদা
উত্তরঃ খ

প্রশ্নঃ গ্রিনিচ মান সময়ের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ঘন্টা?
ক. ছয় ঘন্টা
খ. আট ঘন্টা
গ. দশ ঘন্টা
ঘ. পাঁচ ঘন্টা
উত্তরঃ ক

প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপের নাম কি?
ক. ন্যাচারাল রেডিও টেলিস্কোপ
খ. স্কেরিয়াল রেডিও টেলিস্কোপ
গ. অ্যাপাচার স্ফেরিয়াল রেডিও টেলিস্কোপ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ হাবল স্পেস টেলিস্কোপ কবে উৎক্ষেপণ করা হয়?
ক. ২০ এপ্রিল ১৯৯০
খ. ২২ এপ্রিল ১৯৯৫
গ. ২৪ এপ্রিল ১৯৯০
ঘ. ২৫ এপ্রিল ১৯৯৫
উত্তরঃ গ

প্রশ্নঃ মহাশূন্যে উৎক্ষিপ্ত প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি?
ক. অ্যাপোলো
খ. চ্যালেঞ্জার
গ. স্পুটনিক
ঘ. এক্সপ্লোরার
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন অক্ষাংশ বা দ্রাঘিমাংশ পার হলে নাবিকদের তারিখ বদলাতে হয়?
ক. ০° দ্রাঘিমা
খ. ১৮০° দ্রাঘিমা
গ. ০° অক্ষাংশ
ঘ. ৯০° অক্ষাংশ
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশ দিবালোক সংরক্ষণে সময়সূচী প্রবর্তিত হয়েছে-
ক. ১৭ জুন ২০০৯
খ. ১৯ জুন ২০০৯
গ. ২০ জুন ২০০৯
ঘ. ৩০ জনু ২০০৯
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের প্রমাণ সময় কোনটি?
ক. গ্রিনিচ সময় হতে ৬ ঘন্টা আগে
খ. গ্রিনিচ সময় হতে ৬ ঘন্টা পরে
গ. গ্রিনিচ সময় হতে ৭ ঘন্টা আগে
ঘ. গ্রিনিচ সময় হতে ৭ ঘন্টা পরে
উত্তরঃ ক

প্রশ্নঃ পৃথিবী র্সূর্যের চারদিকে কত মাইল বেগে ঘুরে?
ক. ঘন্টায় ৫৭০০০ মাইল বেগে
খ. ঘন্টায় ৬৭০০০ মাইল বেগে
গ. ঘন্টায় ৬২০০০ মাইল বেগে
ঘ. ঘন্টায় ৭০০০০ মাইল বেগে
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘বিগ ব্যাঙ’ তত্ত্বের ব্যাখ্যা উপস্থাপন করেন কে?
ক. জি লেমেটার
খ. স্টিফেন হকিং
গ. গ্যালিলও
ঘ. নিউটন
উত্তরঃ খ

প্রশ্নঃ বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
ক. মেরু অঞ্চলে
খ. বিষুব অঞ্চলে
গ. পাহাড়ের ওপর
ঘ. পৃথিবীর কেন্দ্রে
উত্তরঃ ক

প্রশ্নঃ Which of the following time zones is Bangladesh is?
ক. GMT + 6:00 hours
খ. GMT – 5:00 hours
গ. GMT – 6:00 hours
ঘ. GMT + 5:00 hours
উত্তরঃ ক

প্রশ্নঃ এশিয়ার দক্ষিণভাগ দিয়ে অতিক্রম করেছে-
ক. কুমেরুরেখা
খ. কর্কট ক্রান্তি রেখা
গ. মকর ক্রান্তি রেখা
ঘ. সুমেরুরেখা
উত্তরঃ খ

প্রশ্নঃ পৃথিবীর আহ্নিক গতির ফলে সৃষ্টি হয়-
ক. ঋতু পরিবর্তন
খ. সৌরবছর
গ. দিবারাতির সংঘটন
ঘ. দিবারাত্রির হ্রাসবৃদ্ধি
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন- অথবা, Who introduced Bengali New year(Beginning of 1st Baishakh)?
ক. সম্রাট আকবর
খ. শেরশাহ
গ. লক্ষ্মন সেন
ঘ. বাদশাহ শাজাহান
উত্তরঃ ক

প্রশ্নঃ গ্রিন হাউস ইফেক্টের পরিণিতিতে বাংলাদেশর সবচেয়ে গুরুত্ব ক্ষতি কি হবে?
ক. বৃষ্টিপাত কমে যাবে
খ. নিম্নভূমি নিমজ্জিতত হবে
গ. উত্তাপ অনেক বেড়ে যাবে
ঘ. সাইক্লোনের প্রবণতা বাড়বে
উত্তরঃ খ

প্রশ্নঃ Which of the following is not the name of the Greek God? /নিচের কোন নামটি গ্রিক দেবতার নাম নয়?
ক. Venus
খ. Jupiter
গ. Neptune
ঘ. Pluto
ঙ. Earth
উত্তরঃ ঙ

প্রশ্নঃ ধূমকেতু শুমেকার লেভী-৯ এর ভাঙা টুকরাটি কবে বৃহস্পতি গ্রহে আঘাত হানে?
ক. ১৫ জুলাই, ১৯৯৪
খ. ১৬ জুলাই, ১৯৯৪
গ. ১৭ জুলাই, ১৯৯৪
ঘ. ১৮ জুলাই, ১৯৯৪
উত্তরঃ খ

প্রশ্নঃ Which one is the largest planet in the solar system?/সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ কোনটি?
ক. বৃহস্পতি(Jupiter)
খ. শনি(Saturn)
গ. মঙ্গল(Mars)
ঘ. পৃথিবী(Earth)
ঙ. None of these
উত্তরঃ ক

প্রশ্নঃ Approximate distancen of the moon from the earth:/পৃথিবী হতে চাঁদের দুরত্ব প্রায়-
ক. 257×105 miles
খ. 250×103 miles
গ. 930×105 miles
ঘ. 67×105 miles
উত্তরঃ খ

প্রশ্নঃ পৃথিবী প্রকৃতপক্ষে একটি-
ক. পরিপূর্ণ গোলক
খ. সমতল ক্ষেত্র
গ. অভিগত গোলক
ঘ. অর্ধবৃত্ত
উত্তরঃ গ

প্রশ্নঃ বায়ুমণ্ডলের ওজোন স্তরের গর্ত সম্পর্কে যে তথ্যাটি সত্যি নয়-
ক. বৎসরের নির্দিষ্ট ঋতুতে এই গর্ত সৃষ্টি হয়
খ. দক্ষিণ মেরুতে এই গর্ত সৃষ্টি হয়
গ. এলনিনো প্রভাবের ফলে এই গর্ত সৃষ্টি হয়
ঘ. বায়ুমণ্ডলে নির্গত ক্লোরোফ্লোরো কার্বন এই গর্ত সৃষ্টির জন্য দায়ী
উত্তরঃ গ

প্রশ্নঃ উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন-
ক. ২১ মার্চ
খ. ২৩ ডিসেম্বর
গ. ২১ জুন
ঘ. ২২ জুলাই
উত্তরঃ গ

প্রশ্নঃ শ্রাবণ মাসের আগের ও পরের মাস দুটো হলো-
ক. ভাদ্র, আশ্বিন
খ. আষাঢ়, ভাদ্র
গ. পৌষ, মাঘ
ঘ. জ্যৈষ্ঠ, আষাঢ়
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!