প্রশ্নঃ হোয়াংহো নদী কোন দেশে অবস্থিত?
ক. জাপান
খ. চীন
গ. ভিয়েতনাম
ঘ. কোরিয়া
উত্তরঃ খ
প্রশ্নঃ Cancun is a city of–/কানকুন কোথায় অবস্থিত?
ক. যুক্তরাষ্ট্র(USA)
খ. মেক্সিকো(Mexico)
গ. কানাডা(Canada)
ঘ. চীন(China)
ঙ. কোনটিই নয়(None of these)
উত্তরঃ খ
প্রশ্নঃ উরুগুয়ের রাজধানীর নাম কি?
ক. মন্টেভিডিও
খ. সান্টিয়াগো
গ. বোগোটা
ঘ. আসনসিওন
উত্তরঃ ক
প্রশ্নঃ The biggest/largest island of the world is?/পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি?
ক. Australia
খ. Indonesia
গ. Greenland
ঘ. None of these
উত্তরঃ গ
প্রশ্নঃ Which south American country has the greatest land area?/আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি?
ক. Argentina
খ. Brazil
গ. USA
ঘ. Spain
উত্তরঃ খ
প্রশ্নঃ টাইগ্রিস নদী পতিত হয়েছে—-
ক. পারস্য উপসাগরে
খ. কাস্পিয়ান সাগরে
গ. ভারত মহাসাগর
ঘ. মেক্সিকো উপসাগর
উত্তরঃ ক
প্রশ্নঃ মেক্সিকো দেশটি কোন মহাদেশের অন্তর্গত?
ক. ইউরোপ
খ. উত্তর আমেরিকা
গ. আফ্রিকা
ঘ. দক্ষিন আমেরিকা
উত্তরঃ খ
প্রশ্নঃ হোয়াংহো নদীর উৎপত্তি স্থল কোথায়?
ক. হিমালয়
খ. কুনলুন পর্বত
গ. ব্ল্যাক ফরেস্ট
ঘ. আল্পস
উত্তরঃ খ
প্রশ্নঃ Plam Island কোথায় তৈরি করা হয়?
ক. মুম্বাই
খ. নিউইয়র্ক
গ. সিঙ্গাপুর
ঘ. চেন্নাই
ঙ. দুবাই
উত্তরঃ ঙ
প্রশ্নঃ নিকারাগুয়ার রাজধানী–
ক. মানামা
খ. কারাকাস
গ. সান সালভাদর
ঘ. মানাগুয়া
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ইউরোপের দীর্ঘতম নদী কোনটি?
ক. দানিয়ুব
খ. রাইন
গ. ভলগা
ঘ. টেমস
উত্তরঃ গ
প্রশ্নঃ Baghdad stands on the river-/বাগদাদ কোন নদীর তীরে অবস্থিত?
ক. Tigress
খ. Euphrates
গ. Nile
ঘ. Shatil Arab
উত্তরঃ ক
প্রশ্নঃ সামগ্রিকভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সব দ্বীপপুঞ্জ কি নামে পরিচিত?
ক. ওশেনিয়া
খ. গ্রিনল্যান্ড
গ. ওয়েস্ট ইন্ডিজ
ঘ. পলিনেশিয়া
উত্তরঃ ক
প্রশ্নঃ গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত?
ক. এশিয়া
খ. দক্ষিণ আমেরিকা
গ. উত্তর আমেরিকা
ঘ. ইউরোপ
উত্তরঃ গ
প্রশ্নঃ নিচের কোন দেশটি এশিয়া মাহদেশের অন্তর্গত নয়?
ক. ভারত
খ. ইরাক
গ. মিশর
ঘ. লেবানন
উত্তরঃ গ
প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে সরু দেশ—-
ক. পেরু
খ. মেক্সিকো
গ. মাদাগাস্কার
ঘ. চিলি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ পৃথিবীর তথা আফ্রিকার দীর্ঘতম নদী—
ক. কঙ্গো
খ. নীল
গ. নাইজার
ঘ. আমাজন
উত্তরঃ খ
প্রশ্নঃ Micronesia এর অবস্থান হল–
ক. এশিয়া ও ইউরোপের মাঝে
খ. এশিয়া ও আফ্রিকার মাঝে
গ. পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
ঘ. আটলান্টিকের পূর্বে
উত্তরঃ গ
প্রশ্নঃ The city of Cairo located by which river?/কায়রো কোন নদীর তীরে অবস্থিত?
ক. Tigress
খ. Euphrates
গ. Nile
ঘ. Sindh
ঙ. None of these
উত্তরঃ গ
প্রশ্নঃ এর মধ্যে কোন দেশ ভারতীয় মহাসাগরে নয়?
ক. মালদ্বীপ
খ. মাদাগাস্কার
গ. মরিশাস
ঘ. মাল্টা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ Which country has a shoreline on the Andaman seas?/আন্দামান সাগরের উপকূলবর্তী রাষ্ট্র কোনটি?
ক. Tango
খ. Tibet
গ. Thailand
ঘ. Tasmania
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন দেশটি ওশেনিয়া অঞ্চল অন্তর্গত?
ক. নাউরু
খ. কেনিয়া
গ. কিউবা
ঘ. গায়ানা
উত্তরঃ ক
প্রশ্নঃ Which is not a water locked country?/কোনটি দ্বীপরাষ্ট্র নয়?
ক. Norway
খ. Srilanka
গ. Australia
ঘ. Maldives
ঙ. None of these
উত্তরঃ ক
প্রশ্নঃ পৃথিবীর দীর্ঘতম নদী ‘নীল নদ’ কতটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
ক. ৭টি
খ. ৮টি
গ. ৯টি
ঘ. ১১টি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ গ্রেট বেরিয়ার রীফ কোথায় অবস্থিত?
ক. প্রশান্ত মহাসাগরে
খ. আটলান্টিক মহাসাগরে
গ. ভারত মহাসাগরে
ঘ. পারস্য উপসাগরে
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘ওয়েস্ট ইন্ডিজ’ কি?
ক. একটি দেশের নাম
খ. একটি ক্রিকেট দলের নাম
গ. একটি দ্বীপ সমষ্টির নাম
ঘ. ভারতের একটি দ্বীপের নাম
উত্তরঃ গ
প্রশ্নঃ Which of the following country is not in Asia ? নিচের কোন দেশটি এশিয়া মাহদেশের অন্তর্ভূক্ত নয়?
ক. Israil
খ. Egypt
গ. Saudi Arabia
ঘ. Lebanon
উত্তরঃ খ
প্রশ্নঃ সবচেয়ে বড় নদী ‘মিসিসিপি’ কোন মহাদেশে অবস্থিত?
ক. আফ্রিকা
খ. এশিয়া
গ. আমেরিকা
ঘ. ইউরোপ
উত্তরঃ গ
প্রশ্নঃ এন্টার্কটিকা মহাদেশে কোন খনিজ দ্রব্য পাওয়া যায়?
ক. তেল
খ. স্বর্ণ
গ. কয়লা
ঘ. চুনপাথর
উত্তরঃ গ
প্রশ্নঃ বিশ্বের সর্বাধিক দ্বীপ রাষ্ট্র কোনটি?
ক. জাপান
খ. মালয়েশিয়া
গ. ইন্দোনেশিয়া
ঘ. সিঙ্গাপুর
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)