আন্তর্জাতিক বিষয়াবলী-১১৯

প্রশ্নঃ হোয়াংহো নদী কোন দেশে অবস্থিত?
ক. জাপান
খ. চীন
গ. ভিয়েতনাম
ঘ. কোরিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ Cancun is a city of–/কানকুন কোথায় অবস্থিত?
ক. যুক্তরাষ্ট্র(USA)
খ. মেক্সিকো(Mexico)
গ. কানাডা(Canada)
ঘ. চীন(China)
ঙ. কোনটিই নয়(None of these)
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ উরুগুয়ের রাজধানীর নাম কি?
ক. মন্টেভিডিও
খ. সান্টিয়াগো
গ. বোগোটা
ঘ. আসনসিওন
উত্তরঃ ক

প্রশ্নঃ The biggest/largest island of the world is?/পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি?
ক. Australia
খ. Indonesia
গ. Greenland
ঘ. None of these
উত্তরঃ গ

প্রশ্নঃ Which south American country has the greatest land area?/আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি?
ক. Argentina
খ. Brazil
গ. USA
ঘ. Spain
উত্তরঃ খ

প্রশ্নঃ টাইগ্রিস নদী পতিত হয়েছে—-
ক. পারস্য উপসাগরে
খ. কাস্পিয়ান সাগরে
গ. ভারত মহাসাগর
ঘ. মেক্সিকো উপসাগর
উত্তরঃ ক

প্রশ্নঃ মেক্সিকো দেশটি কোন মহাদেশের অন্তর্গত?
ক. ইউরোপ
খ. উত্তর আমেরিকা
গ. আফ্রিকা
ঘ. দক্ষিন আমেরিকা
উত্তরঃ খ

প্রশ্নঃ হোয়াংহো নদীর উৎপত্তি স্থল কোথায়?
ক. হিমালয়
খ. কুনলুন পর্বত
গ. ব্ল্যাক ফরেস্ট
ঘ. আল্পস
উত্তরঃ খ

প্রশ্নঃ Plam Island কোথায় তৈরি করা হয়?
ক. মুম্বাই
খ. নিউইয়র্ক
গ. সিঙ্গাপুর
ঘ. চেন্নাই
ঙ. দুবাই
উত্তরঃ ঙ

প্রশ্নঃ নিকারাগুয়ার রাজধানী–
ক. মানামা
খ. কারাকাস
গ. সান সালভাদর
ঘ. মানাগুয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ইউরোপের দীর্ঘতম নদী কোনটি?
ক. দানিয়ুব
খ. রাইন
গ. ভলগা
ঘ. টেমস
উত্তরঃ গ

প্রশ্নঃ Baghdad stands on the river-/বাগদাদ কোন নদীর তীরে অবস্থিত?
ক. Tigress
খ. Euphrates
গ. Nile
ঘ. Shatil Arab
উত্তরঃ ক

প্রশ্নঃ সামগ্রিকভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সব দ্বীপপুঞ্জ কি নামে পরিচিত?
ক. ওশেনিয়া
খ. গ্রিনল্যান্ড
গ. ওয়েস্ট ইন্ডিজ
ঘ. পলিনেশিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত?
ক. এশিয়া
খ. দক্ষিণ আমেরিকা
গ. উত্তর আমেরিকা
ঘ. ইউরোপ
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোন দেশটি এশিয়া মাহদেশের অন্তর্গত নয়?
ক. ভারত
খ. ইরাক
গ. মিশর
ঘ. লেবানন
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে সরু দেশ—-
ক. পেরু
খ. মেক্সিকো
গ. মাদাগাস্কার
ঘ. চিলি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পৃথিবীর তথা আফ্রিকার দীর্ঘতম নদী—
ক. কঙ্গো
খ. নীল
গ. নাইজার
ঘ. আমাজন
উত্তরঃ খ

প্রশ্নঃ Micronesia এর অবস্থান হল–
ক. এশিয়া ও ইউরোপের মাঝে
খ. এশিয়া ও আফ্রিকার মাঝে
গ. পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
ঘ. আটলান্টিকের পূর্বে
উত্তরঃ গ

প্রশ্নঃ The city of Cairo located by which river?/কায়রো কোন নদীর তীরে অবস্থিত?
ক. Tigress
খ. Euphrates
গ. Nile
ঘ. Sindh
ঙ. None of these
উত্তরঃ গ

প্রশ্নঃ এর মধ্যে কোন দেশ ভারতীয় মহাসাগরে নয়?
ক. মালদ্বীপ
খ. মাদাগাস্কার
গ. মরিশাস
ঘ. মাল্টা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Which country has a shoreline on the Andaman seas?/আন্দামান সাগরের উপকূলবর্তী রাষ্ট্র কোনটি?
ক. Tango
খ. Tibet
গ. Thailand
ঘ. Tasmania
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন দেশটি ওশেনিয়া অঞ্চল অন্তর্গত?
ক. নাউরু
খ. কেনিয়া
গ. কিউবা
ঘ. গায়ানা
উত্তরঃ ক

প্রশ্নঃ Which is not a water locked country?/কোনটি দ্বীপরাষ্ট্র নয়?
ক. Norway
খ. Srilanka
গ. Australia
ঘ. Maldives
ঙ. None of these
উত্তরঃ ক

প্রশ্নঃ পৃথিবীর দীর্ঘতম নদী ‘নীল নদ’ কতটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
ক. ৭টি
খ. ৮টি
গ. ৯টি
ঘ. ১১টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ গ্রেট বেরিয়ার রীফ কোথায় অবস্থিত?
ক. প্রশান্ত মহাসাগরে
খ. আটলান্টিক মহাসাগরে
গ. ভারত মহাসাগরে
ঘ. পারস্য উপসাগরে
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ওয়েস্ট ইন্ডিজ’ কি?
ক. একটি দেশের নাম
খ. একটি ক্রিকেট দলের নাম
গ. একটি দ্বীপ সমষ্টির নাম
ঘ. ভারতের একটি দ্বীপের নাম
উত্তরঃ গ

প্রশ্নঃ Which of the following country is not in Asia ? নিচের কোন দেশটি এশিয়া মাহদেশের অন্তর্ভূক্ত নয়?
ক. Israil
খ. Egypt
গ. Saudi Arabia
ঘ. Lebanon
উত্তরঃ খ

প্রশ্নঃ সবচেয়ে বড় নদী ‘মিসিসিপি’ কোন মহাদেশে অবস্থিত?
ক. আফ্রিকা
খ. এশিয়া
গ. আমেরিকা
ঘ. ইউরোপ
উত্তরঃ গ

প্রশ্নঃ এন্টার্কটিকা মহাদেশে কোন খনিজ দ্রব্য পাওয়া যায়?
ক. তেল
খ. স্বর্ণ
গ. কয়লা
ঘ. চুনপাথর
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্বের সর্বাধিক দ্বীপ রাষ্ট্র কোনটি?
ক. জাপান
খ. মালয়েশিয়া
গ. ইন্দোনেশিয়া
ঘ. সিঙ্গাপুর
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!