আন্তর্জাতিক বিষয়াবলী-১১৮

প্রশ্নঃ ভূমধ্যসাগর ও উত্তর আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান?
ক. দার্দানেলিস প্রণালী
খ. বসফরাস প্রণালী
গ. জিব্রাল্টার প্রণালী
ঘ. হরমুজ প্রণালী
উত্তরঃ গ

প্রশ্নঃ ভূমধ্যসাগরীয় অঞ্চলের একটি উপদ্বীপ–
ক. গ্রিস
খ. ইতালি
গ. সাইপ্রাস
ঘ. পর্তুগাল
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ এই দেশগুলোর মধ্যে কোনটি একই মাহদেশভূক্ত নয়?
ক. থাইল্যান্ড
খ. বার্মা
গ. উগান্ডা
ঘ. ভিয়েতনাম
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন দেশটি স্কানডিনেভিয়া অঞ্চলে অবস্থিত?
ক. হল্যান্ড
খ. ফিনল্যান্ড
গ. আইসল্যান্ড
ঘ. বেলজিয়াম
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সুবিক বে’ কোথায় অবস্থিত?
ক. সিঙ্গাপুরে
খ. জার্মানিতে
গ. জাপানে
ঘ. ফিলিপাইনে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দক্ষিণ ওসেটিয়া কোথায়-
ক. রাশিয়াতে
খ. ককেশাসে
গ. সাইবেরিয়ায়
ঘ. তুরস্কে
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি দ্বীপরাষ্ট্র নয়?
ক. কোরিয়া
খ. অস্ট্রেলিয়া
গ. ইংল্যান্ড
ঘ. ফিজি
উত্তরঃ ক

প্রশ্নঃ এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
ক. হোয়াংহো
খ. ইয়াংসিকিয়াং
গ. গঙ্গা
ঘ. সিন্ধু
উত্তরঃ খ

প্রশ্নঃ জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কি?
ক. কুড়িল দ্বীপপুঞ্জ
খ. মার্শাল দ্বীপপুঞ্জ
গ. দিয়াগো গার্সিয়া
ঘ. গ্রেট বেরিয়ার রীফ
উত্তরঃ ক

প্রশ্নঃ মালদ্বীপ কোন সাগরে অবস্থিত?
ক. ভারত মহাসাগর
খ. বঙ্গোপসাগর
গ. আরব সাগর
ঘ. পারস্য উপসাগর
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন নদীর তীরে ওয়েস্ট ব্যাংক অবস্থিত?
ক. নীল
খ. ফোরাত
গ. জর্ডান
ঘ. সিন্ধু
উত্তরঃ গ

প্রশ্নঃ পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে?
ক. ভারত মহাসাগরে
খ. আটলান্টিক মহাসাগরে
গ. প্রশান্ত মহাসাগরে
ঘ. উত্তর মহাসাগরে
উত্তরঃ গ

প্রশ্নঃ পাপুয়া নিউগিনি কোন মহাদেশে অবস্থিত?
ক. অস্ট্রেলিয়া
খ. আফ্রিকা
গ. উত্তর আমেরিকা
ঘ. দক্ষিন আমেরিকা
উত্তরঃ ক

প্রশ্নঃ মিশর কোন মহাদেশে অবস্থিত?
ক. এশিয়া
খ. আফ্রিকা
গ. ইউরোপ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ভ্যাঙ্কুভার’ কোন দেশের সমুদ্র বন্দর?
ক. জার্মানি
খ. কানাডা
গ. স্পেন
ঘ. রাশিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ দিল্লি কোন নদীর তীরে অবস্থিত?
ক. গঙ্গা
খ. যমুনা
গ. ভাগিরথী
ঘ. মেঘনা
উত্তরঃ খ

প্রশ্নঃ আলেকজান্দ্রিয়া বন্দর কোথায়?
ক. মিশর
খ. সিরিয়া
গ. ইসরাইল
ঘ. মরক্কো
উত্তরঃ ক

প্রশ্নঃ আয়তনের দিক থেকে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ-
ক. সিসিলিস
খ. বতসোয়ানা
গ. তিউনিসিয়া
ঘ. বেনিন
উত্তরঃ ক

প্রশ্নঃ আয়তনে বৃহত্তম মহাসাগর কোনটি?
ক. আটলান্টিক মহাসাগর
খ. প্রশান্ত মহাসাগর
গ. উত্তর মহাসাগর
ঘ. ভারত মহাসাগর
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘Greenland’ belongs to which country?/গ্রিনল্যান্ড কোন দেশের অধীন?
ক. USA
খ. UK
গ. Denmark
ঘ. Canada
ঙ. None of these
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘অস্ট্রেলিয়া’ শব্দের অর্থ কি?
ক. এশিয়ার উত্তরাঞ্চল
খ. ইউরোপের পশ্চিমাঞ্চল
গ. ইউরোপের পূর্বাঞ্চল
ঘ. এশিয়ার দক্ষিণাঞ্চল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পৃথিবীর গভীরতম অংশ কত?
ক. ২৯১৪১ ফুট
খ. ১৯২২২ ফুট
গ. ৩৫৪০০ ফুট
ঘ. ৩৪৪০৫ ফুট
উত্তরঃ গ

প্রশ্নঃ Sargasso Sea কোথায় অবস্থিত?
ক. প্রশান্ত মহাসাগরে
খ. আটলান্টিক মহাসাগরে
গ. ভারত মহাসাগরে
ঘ. এন্টার্কটিকায়
উত্তরঃ খ

প্রশ্নঃ বালি দ্বীপ কোন দেশের অন্তর্ভুক্ত?
ক. ভারত
খ. ইন্দোনেশিয়া
গ. মালয়েশিয়া
ঘ. অস্ট্রেলিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ এশিয়ার ক্ষুদ্রতম দেশ-
ক. নেপাল
খ. ভুটান
গ. মালদ্বীপ
ঘ. থাইল্যান্ড
উত্তরঃ গ

প্রশ্নঃ উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কি?
ক. জ্যামিতিক সীমারেখা
খ. ঔপনিবেশিক সীমারেখা
গ. উপজাতিভিত্তিক সীমারেখা
ঘ. অচিহ্নিত সীমারেখা
উত্তরঃ ক

প্রশ্নঃ নীল নদ কোথায় পতিত হয়েছে?
ক. লোহিত সাগরে
খ. ভূমধ্যসাগরে
গ. এডেনসাগরে
ঘ. আরব সাগরে
উত্তরঃ খ

প্রশ্নঃ যেটি নদীর নাম নয়?
ক. ডন
খ. ভলগা
গ. দানিয়ুব
ঘ. আল্পস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন দ্বীপের মালিকানা বাংলাদেশ ও ভারত উভয়ই দাবি করে?
ক. উত্তর তালপট্রি
খ. দক্ষিণ তালপট্রি
গ. নিঝুম দ্বীপ
ঘ. মহেশখালি
উত্তরঃ খ

প্রশ্নঃ Karakas is the capital city of—-
ক. Honduras
খ. Venezuela
গ. Czechoslovakia
ঘ. Lithonia
ঙ. None of the avobe
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!