প্রশ্নঃ বলকান রাষ্ট্র নিম্নের কোনটি?
ক. ক্রোয়েশিয়া
খ. লাটভিয়া
গ. পর্তুগাল
ঘ. কোনটিই না
উত্তরঃ ক
প্রশ্নঃ ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়?
ক. গ্রিসে
খ. ইটালীতে
গ. তুরস্কে
ঘ. স্পেনে
উত্তরঃ গ
প্রশ্নঃ ভারত মহাসাগরের কোন দ্বীপটি আয়তনে সর্ববৃহৎ?
ক. নিকোবর
খ. শ্রীলংকা
গ. সিসিলিস
ঘ. মাদাগাস্কার
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ইউরোপের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ দেশ কোনটি?
ক. নেদারল্যান্ডস
খ. ভ্যাটিকান সিটি
গ. জার্মানি
ঘ. আইসল্যান্ড
উত্তরঃ ঘ
প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের Guantanamo Bay Detention Camp কোথায় অবস্থিত?
ক. ফ্লোরিডা
খ. হাইতি
গ. কিউবা
ঘ. জ্যামাইকা
উত্তরঃ গ
প্রশ্নঃ নীল নদের উৎপত্তি হয়েছে?
ক. ককেসাস পর্বতমালা থেকে
খ. পামির মালভূমি
গ. ইথিওপিয়া পর্বতমালা থেকে
ঘ. ভিক্টোরিয়া হ্রদ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ Which country is there between Russia and Canada?/রাশিয়া ও কানাডার মাঝে কোনটি অবস্থিত?
ক. Greenland
খ. Iceland
গ. USA
ঘ. Japan
ঙ. None of these
উত্তরঃ গ
প্রশ্নঃ নাসাউ কোন দেশের রাজধানী?
ক. নিকোবর দ্বীপপুঞ্জ
খ. মাদাগাস্কার দ্বীপপুঞ্জ
গ. বাহামা দ্বীপপুঞ্জ
ঘ. ফিজি দ্বীপপুঞ্জ
উত্তরঃ গ
প্রশ্নঃ ওকিনাওয়া দ্বীপ যে দেশের মালিকানাধীন–
ক. চীন
খ. মার্কিন যুক্তরাষ্ট্র
গ. জাপান
ঘ. দক্ষিণ কোরিয়া
উত্তরঃ গ
প্রশ্নঃ Which of the following is an independent country?
ক. Washington
খ. Hong kong
গ. Riyadh
ঘ. Sao Paolo
ঙ. None of these
উত্তরঃ ঙ
প্রশ্নঃ আফ্রিকা মহাদেশের কোন অঞ্চলে সেনেগাল অবস্থিত?
ক. পশ্চিম
খ. দক্ষিণ
গ. উত্তর
ঘ. পূর্ব
উত্তরঃ ক
প্রশ্নঃ ইউরোপ মহাদেশের দক্ষিণে কোন মহাদেশ অবস্থিত?
ক. এশিয়া
খ. অস্ট্রেলিয়া
গ. আফ্রিকা
ঘ. উত্তর আমেরিকা
উত্তরঃ গ
প্রশ্নঃ কোনটি রাজধানী শহর নয়?
ক. উলানবাটোর
খ. আবুজা
গ. বৈরুত
ঘ. লিয়ন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সমুদ্রবেষ্টিত স্বাধীন দ্বীপ রাষ্ট্র কোনটি?
ক. স্পেন
খ. আলজেরিয়া
গ. ইন্দোনেশিয়া
ঘ. মালয়েশিয়া
উত্তরঃ গ
প্রশ্নঃ মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম-
ক. তাজিকিস্তান
খ. কাজাকিস্তান
গ. উজবেকিস্তান
ঘ. কিরগিজস্তান
উত্তরঃ খ
প্রশ্নঃ ফিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত?
ক. ইউরোপ
খ. দক্ষিণ আমেরিকা
গ. উত্তর আমেরিকা
ঘ. এশিয়া
উত্তরঃ ক
প্রশ্নঃ পোল্যান্ডের রাজধানী ওয়ারস কোন নদীর তীরে অবস্থিত?
ক. দানিয়ুব
খ. রাইন
গ. ভিশ্চ্যুলা
ঘ. সীন
উত্তরঃ গ
প্রশ্নঃ পশ্চিম তীর কোন নদীর পশ্চিম তীরে অবস্থিত?
ক. নীল
খ. ফোরাত
গ. জর্ডান
ঘ. সিন্ধু
উত্তরঃ গ
প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বেশী পানি প্রবাহিত হয় কোন নদী দিয়ে?
ক. মেঘনা
খ. হোয়াং হো
গ. মিসিসিপি
ঘ. আমাজন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ক্রিস্টোফার কলম্বাস কোন দেশের নাবিক ছিলেন?
ক. ইংল্যান্ড
খ. ফ্রান্স
গ. পর্তুগাল
ঘ. ইটালি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ গ্রিনল্যান্ড দ্বীপটির মালিকানা কোন দেশের?
ক. কানাডা
খ. যুক্তরাষ্ট্র
গ. যুক্তরাজ্য
ঘ. ডেনমার্ক
উত্তরঃ ঘ
প্রশ্নঃ হাওয়াই যে রাষ্ট্রের অংশ–
ক. যুক্তরাজ্য
খ. জাপান
গ. অস্ট্রেলিয়া
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ ঘ
প্রশ্নঃ Which is the capital city of Pakistan: / পাকিস্তানের রাজধানী শহর কোনটি?
ক. Islamabad
খ. Rawalpindi
গ. Lahore
ঘ. Karachi
ঙ. None of these
উত্তরঃ ক
প্রশ্নঃ দক্ষিন আমেরিকার দীর্ঘতম নদী কোনটি?
ক. আমাজন
খ. মারে ডার্লিং
গ. নীলনদ
ঘ. ভলগা
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘কিরিবাতি’ দেশটি কোন মহাদেশের অন্তর্ভুক্ত?
ক. আফ্রিকা
খ. ইউরোপ
গ. এশিয়া
ঘ. অস্ট্রেলিয়া
উত্তরঃ ঘ
প্রশ্নঃ আকাবা কোন দেশের সমুদ্র বন্দর?
ক. মায়ানমার
খ. জর্ডান
গ. ইরাক
ঘ. ইসরাইল
উত্তরঃ খ
প্রশ্নঃ পৃথিবীর মোট বরফের কত ভাগ এন্টার্কটিকাতে আছে?
ক. ৫০
খ. ৭০
গ. ৯০
ঘ. ৭৫
উত্তরঃ গ
প্রশ্নঃ বিশ্বের দীর্ঘতম নদী কোনটি?
ক. আমাজন
খ. মিসিসিপি
গ. নীলনদ
ঘ. হোহাংহ
উত্তরঃ গ
প্রশ্নঃ আমেরিকা মহাদেশ কে আবিস্কার করেন?
ক. ভাস্কো-দা-গামা
খ. কলম্বাস
গ. নেপেলিয়ন
ঘ. হিটলার
উত্তরঃ খ
প্রশ্নঃ পোর্ট ব্লেয়ার কেন বিখ্যাত?
ক. পূর্ব আফ্রিকার একটি বন্দর
খ. আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী
গ. অস্ট্রেলিয়ার একটি দ্বীপ
ঘ. পাপুয়া নিউনিগির একটি বন্দর
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)