আন্তর্জাতিক বিষয়াবলী-১১৬

প্রশ্নঃ শ্রীলঙ্কার কোন সমুদ্রবন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লিজ দেওয়া হয়েছে?
ক. ত্রিষ্কোমালী
খ. হাম্বানটোটা
গ. গল বন্দর
ঘ. পোর্ট অব কলম্বো
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন দেশে সাংবিধানিক, বাণিজ্যিক ও প্রশাসনকি রাজধানী আছে?
ক. মালয়েশিয়া
খ. কানাডা
গ. দক্ষিণ আফ্রিকা
ঘ. অস্ট্রেলিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ তুরস্কের বন্দরনগরী কোনটি?
ক. বুসান
খ. আলেকজান্দ্রিয়া
গ. ইসকানদারুন
ঘ. আকাবা
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ আফ্রিকা মহাদেশের মানচিত্রে ‘Horns of Africa’ তে কোন দেশটি অবস্থিত
ক. ইথিওপিয়া
খ. নাইজেরিয়া
গ. কেনিয়া
ঘ. সুদান
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘আবু মুসা দ্বীপ’ যে জলাশয়ে অবস্থিত?
ক. আরব সাগর
খ. বঙ্গোপসাগর
গ. পারস্য উপসাগর
ঘ. ক্যারিবিয়ান সাগর
উত্তরঃ গ

প্রশ্নঃ Smallest country in the world is- বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি?
ক. Singapore
খ. Vatican City
গ. Haily
ঘ. Maldives
উত্তরঃ খ

প্রশ্নঃ কানাডা কোন মহাদেশে অবস্থিত?
ক. এশিয়া
খ. আফ্রিকা
গ. ইউরোপ
ঘ. অস্ট্রেলিয়া
ঙ. উত্তর আমেরিকা
উত্তরঃ ঙ

প্রশ্নঃ বলকান রাষ্ট্র নয় যেটি-
ক. রুমানিয়া
খ. বুলগেরিয়া
গ. আলবেনিয়া
ঘ. বলিভিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জাপানের সবচেয়ে বড় দ্বীপ—-
ক. হোক্কাইডো
খ. কিয়ুসু
গ. হনসু
ঘ. হিককু
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি দক্ষিণ আমেরিকার দেশ নয়?
ক. পেরু
খ. প্যারাগুয়ে
গ. উরুগুয়ে
ঘ. নিকারাগুয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আকিয়াব সমুদ্র বন্দর কোথায়?
ক. আলজেরিয়া
খ. বার্মায়
গ. ভারতে
ঘ. সুদানে
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি প্রশান্ত মহাসাগরীয় দেশ নয়?
ক. ফিজি
খ. ভানুয়াতু
গ. মালদ্বীপ
ঘ. পালাউ
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘শান্ত সমুদ্র’ অবস্থিত–
ক. মঙ্গলগ্রহে
খ. চন্দ্রে
গ. আটলান্টিক মহাসাগরে
ঘ. বৃহস্পতি গ্রহে
উত্তরঃ খ

প্রশ্নঃ Scandinavian countries are-/স্ক্যানডিনেভীয় দেশ-
ক. England, France and Germany
খ. Norway, Sweden, Denmark, Finland and Iceland
গ. USA and Canada
ঘ. Australia and Newzeland
উত্তরঃ খ

প্রশ্নঃ লাক্ষাদ্বীপ ও মালদ্বীপ অবস্থিত–
ক. বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বাংশে
খ. আরব সাগরের দক্ষিণ-পূর্বাংশে
গ. ভূ-মধ্যসাগরের উপকূলে
ঘ. পারস্য উপসাগরে
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘মারে ডার্লিং’ কোন দেশের নদী?
ক. অস্ট্রেলিয়া
খ. আফ্রিকা
গ. ইরান
ঘ. ইরাক
উত্তরঃ ক

প্রশ্নঃ সেন্ট হেলেনা দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত?
ক. প্রশান্ত মহাসাগর
খ. ভারত মহাসাগর
গ. আটলান্টিক মহাসাগর
ঘ. উত্তর মহাসাগর
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোন দেশটি বলকান উপদ্বীপে অবস্থিত নয়?
ক. পর্তুগাল
খ. বসনিয়া
গ. ক্রোয়েশিয়া
ঘ. সার্বিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ওয়েস্ট ইন্ডিজ’ নামকরণ করেন কে?
ক. ফন গ্যাটে
খ. নোগুচি
গ. জর্জ বার্নাড শ
ঘ. ক্রিস্টোফার কলম্বাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ককেশাস অঞ্চলটি অবস্থিত–
ক. এশিয়া মহাদেশে
খ. আফ্রিকা মহাদেশে
গ. উত্তর আমেরিকায়
ঘ. ইউরোপ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত?
ক. উত্তর আমেরিকা
খ. আফ্রিকা
গ. ইউরোপ
ঘ. দক্ষিন আমেরিকা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ?
ক. ফিজি
খ. ভ্যাটিকান
গ. কুয়েত
ঘ. মালদ্বীপ
উত্তরঃ খ

প্রশ্নঃ The capital of Fiji is-/ফিজির রাজধানী–
ক. Maputo
খ. Suva
গ. Agna
ঘ. Nusia
উত্তরঃ খ

প্রশ্নঃ এডেন কোন দেশের সমুদ্র বন্দর?
ক. ইয়েমেন
খ. কাতার
গ. ওমান
ঘ. ইরাক
উত্তরঃ ক

প্রশ্নঃ লোহিত সাগর যে দুটি মহাদেশকে আলাদা করেছে–
ক. ইউরোপ ও আফ্রিকা
খ. এশিয়া ও ইউরোপ
গ. এশিয়া ও আস্ট্রেলিয়া
ঘ. আফ্রিকা ও এশিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি?
ক. আমাজন
খ. মেঘনা
গ. মিসিসিপি
ঘ. নীলনদ
উত্তরঃ ক

প্রশ্নঃ Which country is bordered by both the Atlantic and Indian Ocean?/আটলান্টিক ও ভারতীয় উভয় মহাসাগরের তীরবর্তী দেশ কোনটি?
ক. ভারত(India)
খ. দক্ষিণ আফ্রিকা(South Africa)
গ. জাপান(Japan)
ঘ. চীন(China)
উত্তরঃ খ

প্রশ্নঃ The capital of Bahamas-/বাহামার রাজধানী–
ক. West Indies
খ. Papua New Ginie
গ. Nassau
ঘ. San Salvador
উত্তরঃ গ

প্রশ্নঃ পোর্ট সৈয়দ কোন দেশের বন্দর?
ক. আলজেরিয়া
খ. লেবানন
গ. মিশর
ঘ. সিঙ্গাপুর
উত্তরঃ গ

প্রশ্নঃ The second largest continent on Earth is-/ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি?
ক. Asia
খ. Africa
গ. North America
ঘ. South America
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top