আন্তর্জাতিক বিষয়াবলী-১১৫

প্রশ্নঃ কোন দেশটি ভারত মহাসাগরের পাড়ে অবস্থিত নয়?
ক. ইরান
খ. শ্রীলংকা
গ. থাইল্যান্ড
ঘ. দক্ষিণ আফ্রিকা
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোন দেশটি আফ্রিকার নয়?
ক. আলজেরিয়া
খ. আলবেনিয়া
গ. তিউনিসিয়া
ঘ. নাইজেরিয়া
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বন্দর আব্বাস কোথায় অবস্থিত?
ক. ইরানে
খ. ইরাকে
গ. লিবিয়ায়
ঘ. মিশরে
উত্তরঃ ক

প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম গভীরতম মহাসাগর কোনটি?
ক. আটলান্টিক
খ. প্রশান্ত
গ. ভারত
ঘ. উত্তর
উত্তরঃ খ

প্রশ্নঃ What is the capital of Cuba?/কিউবার রাজধানী–
ক. Havana
খ. Washington DC
গ. Brussels
ঘ. Athens
ঙ. Tirana
উত্তরঃ ক

প্রশ্নঃ টাইগ্রিস নদী কোথায় অবস্থিত?
ক. মিশর
খ. আফগানিস্তান
গ. সৌদি আরব
ঘ. ইরাক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ চিলি কোন মহাদেশের অন্তর্ভুক্ত?
ক. আফ্রিকা
খ. এশিয়া
গ. দক্ষিণ আমেরিকা
ঘ. ইউরোপ
উত্তরঃ গ

প্রশ্নঃ Port Blayer island is in–/পোর্ট ব্লেয়ার কোথায় অবস্থিত?
ক. Pacific Ocean
খ. Atlantic Ocean
গ. Bay of Bengal
ঘ. Indian Ocean
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?
ক. চীন
খ. ভারত
গ. আফগানিস্তান
ঘ. পাকিস্তান
উত্তরঃ ক

প্রশ্নঃ বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত?
ক. এশিয়া
খ. ইউরোপ
গ. দক্ষিণ আমেরিকা
ঘ. আফ্রিকা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Andaman Island belongs to which country?/আন্দামান দ্বীপপুঞ্জ কোন দেশের অধীন?
ক. India
খ. Bangladesh
গ. Burma
ঘ. Maldives
উত্তরঃ ক

প্রশ্নঃ পোর্ট অব প্রিন্স কোন দেশের রাজধানী?
ক. ত্রিনিদাদ
খ. হাইতি
গ. কোস্টারিকা
ঘ. বারবাডোস
উত্তরঃ খ

প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শহর কোনটি?
ক. জেরিকো
খ. কায়রো
গ. বাগদাদ
ঘ. এথেন্স
উত্তরঃ ক

প্রশ্নঃ ব্রুনাই দারুস-সালাম যে দ্বীপে অবস্থিত-
ক. বোর্নিও দ্বীপ
খ. মিন্দানাও দ্বীপ
গ. সেলিবিস দ্বীপ
ঘ. সুমাত্রা দ্বীপ
উত্তরঃ ক

প্রশ্নঃ পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি?
ক. ভারত মহাসাগর
খ. আটলান্টিক মহাসাগর
গ. এন্টার্কটিকা মহাসাগর
ঘ. প্রশান্ত মহাসাগর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন নদীটি সরাসরি আরব সাগরে পতিত হয়েছে?
ক. যমুনা
খ. সিন্ধু
গ. ঝিলাম
ঘ. ভাগিরথি
উত্তরঃ খ

প্রশ্নঃ আমুদরিয়া নদীর উৎপত্তিস্থল কোনটি?
ক. ইউরাল পর্বত
খ. পামীর মালভূমি
গ. হিন্দুকুশ পর্বত
ঘ. ভিয়েনশান পর্বত
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘হার্মবুগ’ কোন দেশের সমুদ্র বন্দর?
ক. ইংল্যান্ড
খ. সুইজারল্যান্ড
গ. লুক্সেমবার্গ
ঘ. জার্মানি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ভূ-মধ্যসাগরীয় দেশ কোনটি?
ক. আলজেরিয়া
খ. সুদান
গ. ইরান
ঘ. ওমান
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর হচ্ছে—
ক. এউকোসুক
খ. হাওয়াই
গ. গোয়াম
ঘ. সুবিক রে
উত্তরঃ ক

প্রশ্নঃ পৃথিবীর কোন নদীতে মাছ হয় না?
ক. আমাজন
খ. জর্ডান
গ. দানিয়ুব
ঘ. জাম্বেসী
উত্তরঃ খ

প্রশ্নঃ আটলান্টিক মহাসাগরের পশ্চিম তীরে কোনটি?
ক. এশিয়া
খ. ইউরোপ
গ. আমেরিকা
ঘ. আফ্রিকা
উত্তরঃ গ

প্রশ্নঃ সামগ্রিকভাবে নক্ষিণ প্রশান্ত মহাসাগরের সব দ্বীপ যে নামে পরিচিত–
ক. ইউরেশিয়া
খ. পলিনেশিয়া
গ. মাইক্রোনেশিয়া
ঘ. ওশেনিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি দক্ষিণ এশিয়ার দেশ নয়?
ক. আফগানিস্তান
খ. ভুটান
গ. মালদ্বীপ
ঘ. মায়ানমার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ভেনিজুয়েলা প্রজাতন্ত্র কোন মহাদেশের অন্তর্ভুক্ত?
ক. আফ্রিকা
খ. ইউরোপ
গ. দক্ষিণ আমেরিকা
ঘ. এশিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি উপদ্বীপ?
ক. জাপান
খ. কোরিয়া
গ. সৌদি আরব
ঘ. কিউবা
উত্তরঃ খ

প্রশ্নঃ স্ক্যাডিন্ডনেভীয় দেশ নয়-
ক. ইতালি
খ. নরওয়ে
গ. সুইডেন
ঘ. ডেনমার্ক
উত্তরঃ ক

প্রশ্নঃ আন্টওয়ার্প কোন দেশের সমুদ্র বন্দর?
ক. সুইজারল্যান্ড
খ. বেলজিয়াম
গ. জার্মানি
ঘ. ইতালি
উত্তরঃ খ

প্রশ্নঃ কিউবা কোন সমুদ্রে অবস্থিত?
ক. প্রশান্ত মহাসাগর
খ. আটলান্টিক মহাসাগর
গ. ভূ-মধ্যসাগর
ঘ. উত্তর মহাসাগর
উত্তরঃ গ

প্রশ্নঃ নিজিল্যান্ডের রাজধানী—-
ক. আমস্টারডাম
খ. অকল্যান্ড
গ. ওয়েলিংটন
ঘ. ম্যানিলা
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!