প্রশ্নঃ ১২ মাসে ১ বছর, ৩০ দিনে ১ মাস এই গণনারীতি কাদের দ্বারা সূচিত?
ক. গ্রিক
খ. মিশরীয়
গ. খ্রিস্টান
ঘ. ফরাসি
উত্তরঃ খ
প্রশ্নঃ আব্বাসীয় বংশের পতন ঘটে?
ক. ১২০০ সালে
খ. ১২৫৮ সালে
গ. ১৫২৬ সালে
ঘ. ১৫৩০ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোনটির ব্যবহার জানতো না?
ক. প্রশাসনিক ব্যবস্থা
খ. জল নিষ্কাশন ব্যবস্থা
গ. লিখন পদ্ধতি
ঘ. লোহার অস্ত্র
উত্তরঃ ঘ
প্রশ্নঃ Author of ‘Hamlet’—
ক. Geoffery Chaucer
খ. William Shakespeare
গ. William Wordsworth
ঘ. William Blake
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের কাকে গ্রিকদের ফার্টিলিটির দেবী বলা হয়?
ক. সিরেস
খ. এরিস
গ. অ্যাজটেক
ঘ. আরটেমিস
উত্তরঃ ঘ
প্রশ্নঃ “টু কিল এ মকিং বার্ড” এর লেখিকা হার্পার লি কবে মৃত্যু বরণ করেন?
ক. ১৯ ফেব্রুয়ারি ২০১৫
খ. ১৫ ফেব্রুয়ারি ২০১৬
গ. ১৯ ফেব্রুয়ারি ২০১৬
ঘ. ২৫ ফেব্রুয়ারি ২০১৬
উত্তরঃ গ
প্রশ্নঃ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য ( Millennium Development Goals ) অর্জনে সুশাসনের কোন দিকটির উপর গুরুত্ব দেয়া হয়েছে ?
ক. সুশাসনের সামাজিক দিক
খ. সুশাসনের অর্থনৈতিক দিক
গ. সুশাসনের মূল্যবোধের দিক
ঘ. সুশাসনের গণতান্ত্রিক দিক
উত্তরঃ খ
প্রশ্নঃ শিখদের বিখ্যাত স্বর্ণমন্দির নিম্নলিখিত শহরে অবস্থিত–
ক. চণ্ডীগড়
খ. কেরালা
গ. হরিয়ানা
ঘ. অমৃতসর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের কোন সাবেক পররাষ্ট্রমন্ত্রী White House Years রচনা করেন?
ক. হ্যারল্ড ব্রাউন
খ. জেমস বেকার
গ. জর্জ শুলজ
ঘ. হেনরি কিসিঞ্জার
উত্তরঃ ঘ
প্রশ্নঃ Sir Arthur Conan Doyle এর বিখ্যাত বইয়ের নাম–
ক. জাঙ্গল স্টোরি
খ. প্যারিস বানিং
গ. দ্য অ্যাডভেঞ্জার অব শার্লক হোমস
ঘ. ডেভিড কপারফিল্ড
উত্তরঃ গ
প্রশ্নঃ Gulliver’s Travels এর রচয়িতা কে?
ক. Lord Byron
খ. Scott
গ. John Austin
ঘ. Jonathan Swift
উত্তরঃ ঘ
প্রশ্নঃ রেড ইন্ডিয়ান কারা?
ক. ইন্ডিয়ার আদি অধিবাসী
খ. আমেরিকার আদি অধিবাসী
গ. আমেরিকায় আগত ভারতবাসী
ঘ. সব কয়টি
উত্তরঃ খ
প্রশ্নঃ ইতিহাসের প্রথম লিখিত আইন প্রণেতা কে?
ক. জুলিয়াস সিজার
খ. হাম্বুরাবি
গ. সম্রাট আলেকজান্ডার
ঘ. এরিস্টটল
উত্তরঃ খ
প্রশ্নঃ বাগদাদ নগরী ধংশকারী হিসেবে কুখ্যাত মোঙ্গল নেতা–
ক. মেঙ্গু খান
খ. চেঙ্গিস খান
গ. হালাকু খান
ঘ. কুবলাই খান
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘দ্য গ্রেট এস্কেপ’ বা ‘মহামুক্তি’ গ্রন্থের লেখক কে?
ক. মাইকেল স্পেন্স
খ. রবার্ট শিলার
গ. জ্যাঁ তিরোল
ঘ. অ্যাঙ্গাস ডিটন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ হযরত ইব্রাহিম (আ) এর মাজার কোথায় অবস্থিত?
ক. জেরুজালেম
খ. হেবরনে
গ. তিরকুটে
ঘ. মদিনায়
উত্তরঃ খ
প্রশ্নঃ আকুপাংচোর হলো —
ক. জাপানের প্রাচীন চিকিৎসা পদ্ধতি
খ. গ্রীসের প্রাচীন চিকিৎসা পদ্ধতি
গ. চীন দেশীয় প্রাচীন চিকিৎসা পদ্ধতি
ঘ. মিসরের প্রাচীন চিকিৎসা পদ্ধতি
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘বায়তুল হিকমা’ প্রতিষ্ঠা করেন—
ক. আল-মামুন
খ. আল-আমিন
গ. হারুন-অর-রশীদ
ঘ. আল-মনসুর
উত্তরঃ গ
প্রশ্নঃ যে দেশের জাতীয় পতাকা কখনও অর্ধনমিত করা হয় না?
ক. সৌদি আরব
খ. আইসল্যান্ড
গ. গ্রিনল্যান্ড
ঘ. ভ্যাটিক্যান
উত্তরঃ ক
প্রশ্নঃ পৃথিবীর প্রাচীনতম ভাষা কোনটি?
ক. আরবী
খ. স্প্যানিশ
গ. হিব্রু
ঘ. ইংরেজি
উত্তরঃ গ
প্রশ্নঃ সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা?
ক. তাম্র যুগের
খ. আর্য যুগের
গ. সুমেরীয় যুগের
ঘ. শহরভিত্তিক যুগের
উত্তরঃ ক
প্রশ্নঃ বৃত্তকে ৩৬০° কোণে ভাগ করেন কারা–
ক. প্রাচীন মিশরীয়রা
খ. প্রাচীন ভারতীয়রা
গ. অ্যাসেরীয়রা
ঘ. গ্রীকরা
উত্তরঃ গ
প্রশ্নঃ ভিনসেন্ট ভ্যানগগ কি ছিলেন?
ক. চিত্রকর
খ. যাদুকর
গ. বিজ্ঞানী
ঘ. সাহিত্যিক
উত্তরঃ ক
প্রশ্নঃ গেটে কোন দেশের কবি?
ক. গ্রিস
খ. জার্মানি
গ. ফ্রান্স
ঘ. ব্রিটেন
উত্তরঃ খ
প্রশ্নঃ পবিত্র বায়তুল মোকাদ্দাস মসজিদ নিম্নলিখিত শহরে অবস্থিত?
ক. জেরুজালেম
খ. তেল আবিব
গ. বাগদাদ
ঘ. রিয়াদ
উত্তরঃ ক
প্রশ্নঃ গ্রিসে কখন প্রথম অলিম্পিক খেলা শুরু হয়?
ক. খ্রিষ্টপূর্ব ৪০০০
খ. খ্রিষ্টপূর্ব ৭৬৬
গ. খ্রিষ্টপূর্ব ৭৭৬
ঘ. খ্রিষ্টপূর্ব ৩৯৯
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘মেসোপটেমিয়া’ কোন দেশের পূর্বনাম?
ক. ইরাক
খ. ইরান
গ. তুরস্ক
ঘ. মিশর
উত্তরঃ ক
প্রশ্নঃ Shakespeare কোন সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৫৬৪ সালে
খ. ১৭৭৩ সালে
গ. ১৮০৯ সালে
ঘ. ১৯২৩ সালে
উত্তরঃ ক
প্রশ্নঃ ইতিহাস খ্যাত ‘বেথেলহেম’ কোথায় অবস্থিত?
ক. সিরিয়া
খ. ফিলিস্তিন
গ. জর্ডান
ঘ. লিবিয়া
উত্তরঃ খ
প্রশ্নঃ আধুনিক তুরস্কের জনক–
ক. আনোয়ার পাশা
খ. কামাল পাশা
গ. হারুন-অর-রশীদ
ঘ. জনারেল তুরগত ওজা
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)