আন্তর্জাতিক বিষয়াবলী-১০৪

প্রশ্নঃ ভন্ডনবীদের দমন করেন কে?
ক. হযরত আবু বকর
খ. হযরত ওমর
গ. হযরত ওসমান
ঘ. হযরত ইমরান
উত্তরঃ ক

প্রশ্নঃ সুইস গার্ড কার নিরাপত্তা বিধান করে?
ক. পোপ
খ. জাতিসংঘ মহাসচিব
গ. সুইস প্রেসিডেন্ট
ঘ. সেক্রেটারী জেনারেল
উত্তরঃ ক

প্রশ্নঃ W Sommerset Maugham রচিত পুস্তক কোনটি?
ক. Of human Bondage
খ. Roads of Destiny
গ. Marchant of Venice
ঘ. Paradies Lost
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘নির্বাণ লাভ’ বলতে কি বোঝায়?
ক. বান থেকে মুক্তি
খ. পরজন্ম হতে মুক্তি পাওয়া
গ. পরজন্মে মুক্তি পাওয়া
ঘ. পাপ মোচনের সুযোগ পাওয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ জেমস বন্ড সিরিজের ২৫তম চলচ্চিত্রের নাম কি?
ক. Shatterhand
খ. Spectre
গ. Skyfall
ঘ. Golden Eye
উত্তরঃ ক

প্রশ্নঃ উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা—
ক. আল-ওয়ালিদ
খ. মুয়াবিয়া
গ. মামুন
ঘ. হযরত আলী
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রধান প্রধান আসমানী কিতাব কতটি?
ক. ৪টি
খ. ৩টি
গ. ৫টি
ঘ. ১০৪টি
উত্তরঃ ক

প্রশ্নঃ প্যাপিরাস কোন সংস্কৃতির সাথে সম্পর্কিত?
ক. ইতালীয়
খ. চৈনিক
গ. হরপ্পা
ঘ. মিশরীয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অরুন্ধতী রায় কোন উপন্যাসের জন্য বুকার পুরস্কার পান?
ক. The English Patient
খ. Midnight’s Children
গ. God of Small Things
ঘ. Interpreter of Maladies
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন বাল্য-অন্ধ ফরাসি, পরে অন্ধদের পাঠের জন্য লিখন রীতি ও মুদ্রণ পদ্ধতি আবিস্কার করেন?
ক. লুই পাস্তুর
খ. জ্যঁ পল সাত্রে
গ. লুই ব্রেইল
ঘ. জোয়ান-অব-অর্ক
উত্তরঃ গ

প্রশ্নঃ The Red-Haired Woman উপন্যাসের লেখক কে?
ক. টমাস ট্রান্সট্রোমার
খ. মো ইয়ান
গ. ওরহান পামুক
ঘ. অ্যালিস মুনরো
উত্তরঃ গ

প্রশ্নঃ সপ্তাহের সাত দিনকে বিভক্ত করে—
ক. রোমানরা
খ. গ্রীকরা
গ. মিশরীয়রা
ঘ. কালডীয়রা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কনফুসিয়াস নামটি কোন দেশের সাথে সম্পর্কযুক্ত?
ক. জাপান
খ. চীন
গ. থাইল্যান্ড
ঘ. কোরিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ রুয়ান্ডা ও বুরুন্ডিতে যুদ্ধে লিপ্ত দু’টি জাতি হচ্ছে—
ক. হুটু ও টুটসি
খ. জুলু ও হুটু
গ. কাফির ও কুলু
ঘ. পিগ্‌অমী ও মুর
উত্তরঃ ক

প্রশ্নঃ ইসলামের ইতিহাসে বংশানুক্রমিক রাজতন্ত্র এর প্রবর্তক–
ক. মুয়াবিয়া
খ. প্রথম ইয়াজিদ
গ. দ্বিতীয় ওমর
ঘ. দ্বিতীয় মারওয়ান
উত্তরঃ ক

প্রশ্নঃ হো চি মিন কে ছিলেন?
ক. ভিয়েতনাম কমিউনিস্ট পার্টি নেতা
খ. সংযুক্ত ভিয়েতনামের প্রথম প্রেসিডেন্ট
গ. উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট
ঘ. আগের কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ আল বেরুনি রচিত গ্রন্থের নাম–
ক. কিতাবুল হিন্দ
খ. চাচা নামা
গ. আইন-ই-আকবরি
ঘ. বাহারিস্তান-ই গায়েবি
উত্তরঃ ক

প্রশ্নঃ Who is the author of the Harry Potter series?/ Famous Harry Potter series is written by–
ক. J.k Rowling
খ. Shankar
গ. Jule Verne
ঘ. Humayun Ahmed
উত্তরঃ ক

প্রশ্নঃ হংকং- এর আইনসভার নাম কি?
ক. ডায়েট
খ. কংগ্রেস
গ. সংসদ
ঘ. লেজিসলেটিভ কাউন্সিল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ক্যাটালন কোন দেশের ভাষা?
ক. স্পেন
খ. বেলজিয়াম
গ. নাইজেরিয়া
ঘ. মঙ্গোলিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ হযরত মুহাম্মদ (স) কত সালে হিযরত করেন?
ক. ৬২২ খ্রিঃ
খ. ৬৩২ খ্রিঃ
গ. ৬১২ খ্রিঃ
ঘ. ৬১৬ খ্রিঃ
উত্তরঃ ক

প্রশ্নঃ চীনের সভ্যতা প্রথম গড়ে উঠেছিল?
ক. ইয়াংসি নদীর অববাহিকায়
খ. হোয়াংহো নদীর মোড়ে
গ. ইয়ালু নদের মোড়ে
ঘ. পীত সগরের তীরে
উত্তরঃ খ

প্রশ্নঃ The language with the most native speakers is-/ পৃথিবীর সর্বাধিক লোকের মাতৃভাষার নাম?
ক. English(ইংরেজী)
খ. French(ফ্রেঞ্চ)
গ. Chinese(চীনা)
ঘ. Arabic(আরবি)
উত্তরঃ গ

প্রশ্নঃ The Strategic Victory বা কৌশলগত বিজয় আত্মজীবনীর লেখক কে?
ক. সাদ্দাম হোসেন
খ. ফিদেল কাস্ত্রো
গ. নেলসন ম্যান্ডেলা
ঘ. বারাক ওবামা
উত্তরঃ খ

প্রশ্নঃ সাফোক্লিস কোন দেশের নাট্যকার
ক. ফ্রান্স
খ. গ্রিস
গ. ইতালি
ঘ. জার্মানি
উত্তরঃ খ

প্রশ্নঃ ইবনে সিনা-এর প্রধান দর্শন গ্রন্থের নাম–
ক. কিতাব আল-মানাযির
খ. কিতাব আল-শিফা
গ. কিতাব আল-হিকমা
ঘ. কিতাব আল-তিব্বত
উত্তরঃ খ

প্রশ্নঃ বিশ্বের সর্বাধিক ভাষার দেশ–
ক. চীন
খ. ভারত
গ. পাপুয়া নিউগিনি
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ গ

প্রশ্নঃ ওহীর মাধ্যমে সমগ্র কুরআন শরীফ কত বছরে নাযিল হয়?
ক. ৪০ বছরে
খ. ৩২ বছরে
গ. ১০ বছরে
ঘ. ২৩ বছরে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ শিকদের ধর্মগ্রন্থের নাম কি?
ক. ত্রিপিটক
খ. জিন্দাবেস্তা
গ. গ্রন্থসাহেব
ঘ. বেদ
উত্তরঃ গ

প্রশ্নঃ The Golden House উপন্যাসের লেখক কে?
ক. তাহমিমা আনাম
খ. সালমান রুশদি
গ. আশাপূর্ণা দেবী
ঘ. অরুন্ধতী রায়
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top