আন্তর্জাতিক বিষয়াবলী-১০৩

প্রশ্নঃ দার্শনিক হেগেল কোন দেশের নাগরিক?
ক. জাপান
খ. ইতালি
গ. রাশিয়া
ঘ. জার্মানি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘The Merchant of Venice’ is written by-
ক. Wordsworth
খ. Shakespeare
গ. Shelley
ঘ. Milton
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বহুস্বামী বিবিহভিত্তিক পরিবার কোন সমাজে দেখা যায়?
ক. মঙ্গোলীয়
খ. ভারতীয়
গ. গারো
ঘ. টোডা উপজাতি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আত্মজীবনীমূলক বইটির নাম–
ক. মাই প্রেসিডেন্সি
খ. লিভিং হিস্ট্রি
গ. ক্লিনটন’স লাইফ
ঘ. মাই লাইফ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রাশিয়ার পূর্ব ও দক্ষিণাঞ্চলের বসবাসকারী জাতির নাম–
ক. কাজাক
খ. হুত
গ. কোজাকস
ঘ. আইজোকলস
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন সালে তুরস্কে খেলাফতের অবসান হয়?
ক. ১৯১০
খ. ১৯১৪
গ. ১৯২০
ঘ. ১৯২২
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অস্ট্রিয়ার ভাষা-
ক. ইংরেজি
খ. ফরাসি
গ. স্প্যানিশ
ঘ. জার্মান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ হাদিসের সর্বাধিক বিশুদ্ধ গ্রন্থ–
ক. সুনানে আবু দাউদ
খ. সহীহ মুসলিম
গ. মুসনাদ ইমাম আহমাদ
ঘ. সহীহ বুখারী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ The name Harry Potter relates to:
ক. City
খ. Gas Field
গ. Space Technology
ঘ. Book
ঙ. None of these
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সর্বপ্রথম ইসলামী মুদ্রা কে প্রচলন করেন?
ক. হযরত আবু বকর (রাঃ)
খ. হযরত ওমর (রাঃ)
গ. হযরত ওসমান (রাঃ)
ঘ. হযরত আলী (রাঃ)
উত্তরঃ খ

প্রশ্নঃ বিশ্ববিখ্যাত ‘মোনালিসা’ চিত্রটির চিত্রকর কে?
ক. মাইকেল এঞ্জেলো
খ. লিওনার্দো দ্য ভিনচি
গ. প্যাবালো পিকাসো
ঘ. ভ্যানগগ
উত্তরঃ খ

প্রশ্নঃ বিশ্বের প্রাচীনতম সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
ক. গ্রিসে
খ. মেসোপটেমিয়া
গ. রোমে
ঘ. ভারতে
উত্তরঃ খ

প্রশ্নঃ সোনিয়া গান্ধীর জীবনীভিত্তিক বিতর্কিত বই ‘দ্যা রেড শাড়ির’ লেখক কোন দেশের?
ক. স্পেন
খ. ইতালি
গ. জার্মানি
ঘ. ইংল্যান্ড
উত্তরঃ ক

প্রশ্নঃ What Happened গ্রন্থের লেখক কে?
ক. বিল ক্লিনটন
খ. ডোনাল্ড ট্রাম্প
গ. বারাক ওবামা
ঘ. হিলারি ক্লিনটন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন সভ্যতার প্রথম ‘চাকা’ এর ব্যবহার প্রচলন হয়?
ক. মিশরীয়
খ. সুমেরীয়
গ. ব্যাবিলনীয়
ঘ. ক্যালডীয়
উত্তরঃ খ

প্রশ্নঃ মার্টিন লুথার একজন—
ক. ধর্ম সংস্কারক
খ. নাগরিক অধিকার আন্দোলনকারী
গ. গায়ক
ঘ. শিল্পী
উত্তরঃ খ

প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল–
ক. রোমানে
খ. মিশরে
গ. গ্রিসে
ঘ. মেসোপটেমিয়ায়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Who was the author of ‘India wins Freedom’?/India wins Freedom এর রচয়িতা কে?
ক. Mahatma Gandhi
খ. Abul Kalam
গ. J.L.Nehru
ঘ. Moulana Akram Khan
উত্তরঃ খ

প্রশ্নঃ যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য কে?
ক. অধ্যাপক লুইস রিচার্ডসন
খ. অধ্যাপক ক্যামেলিয়া রিচার্ডসন
গ. অধ্যাপক জেনেলিয়া রিচার্ডসন
ঘ. উপরের কেউ না
উত্তরঃ ক

প্রশ্নঃ গ্রীসের দার্শনিক নন
ক. এ্যারিস্টটল
খ. প্লেটো
গ. সক্রেটিস
ঘ. ভলটেয়ার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অলিম্পিক প্রতিযোগিতার জন্ম কোন দেশে
ক. ইংল্যান্ড
খ. ইতালি
গ. গ্রিস
ঘ. স্পেন
উত্তরঃ গ

প্রশ্নঃ হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষরিত হয়—
ক. ৬২২ খ্রিঃ
খ. ৫৭০ খ্রিঃ
গ. ৬২৮ খ্রিঃ
ঘ. ৬২৪ খ্রিঃ
উত্তরঃ গ

প্রশ্নঃ সেনেগালের রাষ্ট্রভাষা কি?
ক. ফ্রেঞ্জ
খ. ডাচ
গ. ইংরেজি
ঘ. জার্মান
উত্তরঃ ক

প্রশ্নঃ জুলিয়াস সিজার কে ছিলেন
ক. পারস্যের সম্রাট
খ. রোমার সম্রাট
গ. বিজ্ঞানী
ঘ. সেনাপতি
উত্তরঃ খ

প্রশ্নঃ সেচ নির্ভর প্রাচীন সভ্যতা কোনটি?
ক. সিন্ধু
খ. গ্রিক
গ. রোমান
ঘ. মেসোপটেমীয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সিন্ধু সভ্যতা আবিস্কারে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে?
ক. আর. সি. মজুমদার
খ. রাখালদাস বন্দ্যোপাধ্যায়
গ. নীহাররঞ্জন রায়
ঘ. কালিদাস নাগ
উত্তরঃ খ

প্রশ্নঃ রিপাবলিক গ্রন্থের প্রণেতা কে?
ক. প্লেটো
খ. এরিস্টটল
গ. হেরাক্লিটাস
ঘ. সক্রেটিস
উত্তরঃ ক

প্রশ্নঃ সিন্ধু সভ্যতার প্রতিষ্ঠাতা—
ক. আর্যগণ
খ. কৃষাণগণ
গ. শকগণ
ঘ. দ্রাবিড়গণ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Who wrote the book ‘A Long Walk to Freedom’?/Long Walk to Freedom কার আত্মজীবনী?
ক. Ayub Khan(আইয়ুব খান)
খ. Indira Gandhi(ইন্দিরা গান্ধী)
গ. Bill Clinton(বিল ক্লিনটন)
ঘ. Nelson Mandela(নেলসন ম্যান্ডেলা)
ঙ. None of them
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সামাজিক মূল্যবোধের ভিত্তি কি?
ক. আইনের শাসন
খ. নৈতিকতা
গ. সাম্য
ঘ. উপরের সবগুলো
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ইন্ডিয়াস ডটার’ বা ‘ভারত-কন্যা’ প্রামাণ্যচিত্রের পরিচালক কে?
ক. লেসলি উডউইন
খ. মাইকেল ডওসন
গ. ঝুম্মা লাহিড়ী
ঘ. রাজকুমার হিরানী
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!