প্রশ্নঃ ‘টু কিল এ মকিং বার্ড’ উপন্যাসের রচয়িতা কে?
ক. হেনরি রাইডার (ইংল্যান্ড)
খ. মার্ক টোয়েন (যুক্তরাষ্ট্র)
গ. হারপার লি (যুক্তরাষ্ট্র)
ঘ. উমবের্তো একো (ইতালি)
উত্তরঃ গ
প্রশ্নঃ দ্যা আইডিয়া অব জাস্টিস – গ্রন্থের রচয়িতা কে?
ক. মার্থা ন্যুসবাম
খ. জোসেফ স্টিগলিটজ
গ. অমর্ত্য সেন
ঘ. জন রাউলস
উত্তরঃ গ
প্রশ্নঃ গণতন্ত্রের প্রাণ হলো–
ক. সরকার
খ. রাষ্ট্র
গ. সংবিধান
ঘ. জনগণ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ প্লেটোর শিক্ষক ছিলেন
ক. হেরোডোটাস
খ. সক্রেটিস
গ. জেনো
ঘ. এরিস্টটল
উত্তরঃ খ
প্রশ্নঃ একমাত্র ভাষার দেশ কোনটি?
ক. থাইল্যান্ড
খ. গিনি বিসাউ
গ. উত্তর কোরিয়া
ঘ. ভিয়েতনাম
উত্তরঃ গ
প্রশ্নঃ সিনাগগ- ধর্মীয় স্থাপত্য–
ক. ইহুদি
খ. সনাতন
গ. বৌদ্ধ
ঘ. হিব্রু
উত্তরঃ ক
প্রশ্নঃ প্রাচীন কোন সভ্য দেশের অধিবাসীদের সাথে সিন্ধু উপত্যকার অধিবাসীদের সাদৃশ্য লক্ষ্য করা যায়?
ক. ব্যাবিলন
খ. গ্রিস
গ. মিশর
ঘ. চীন
উত্তরঃ ক
প্রশ্নঃ The Coalition Year: 1996 to 2012 নামক আত্মজীবনীমূলক গ্রন্থের লেখক কে?
ক. বিল ক্লিনটন
খ. বারাক ওবামা
গ. প্রণব মুখার্জী
ঘ. এ পি জে আব্দুল কালাম
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘দি টিন ড্রাম’ উপন্যাসের লেখক কে?
ক. জে. কে. রাউলিং
খ. সালমান রুশদি
গ. গুন্টার গ্রাস
ঘ. অমর্ত্য সেন
উত্তরঃ গ
প্রশ্নঃ নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী ?
ক. মানুষের আচরনের মনস্তাত্ত্বিক ব্যাখ্যা প্রদান
খ. মানুষের জীবনের সফলতার দিকগুলো আলোচনা
গ. সমাজে বসবাসকারী মানুষের আচরণ ব্যাখ্যা
ঘ. সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বৌদ্ধ ধর্মগ্রন্থ কোনটি?
ক. বেদ
খ. পুরাণ
গ. গীতা
ঘ. ত্রিপিটক
উত্তরঃ ঘ
প্রশ্নঃ Plato is the citizen of-
ক. France
খ. Greece
গ. USA
ঘ. Germany
উত্তরঃ খ
প্রশ্নঃ সক্রেটিসকে হেমলক পানে হত্যা করা হয়
ক. সেন্ট হেলেনায়
খ. গ্রিসে
গ. রোমে
ঘ. ফ্রান্সে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ হাইডেলবার্গ মানব কোথায় পাওয়া যায়?
ক. ইতালিতে
খ. জার্মানিতে
গ. ভারতে
ঘ. চীনে
উত্তরঃ খ
প্রশ্নঃ সুশাসনের পূর্বশর্ত হচ্ছে —
ক. মত প্রকাশের স্বাধীনতা
খ. প্রশাসনের নিরপেক্ষতা
গ. নিরপেক্ষ বিচার ব্যবস্থা
ঘ. নিরপেক্ষ আইন ব্যবস্থা
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘দ্য ভিঞ্চি কোড’ উপন্যাসের রচয়িতা—
ক. শেক্সপিয়ার
খ. উইলিয়াম ফকনার
গ. আয়ান ফ্লেমিং
ঘ. ডন ব্রাউন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সফিস্ট সম্প্রদায়ের উদ্ভব হয়েছে কোন দেশে?
ক. ভারত
খ. ইংল্যান্ড
গ. গ্রিস
ঘ. মিশর
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘Oliver Twist’ is written by—
ক. Milton
খ. Shakespeare
গ. Dickens
ঘ. Plato
উত্তরঃ গ
প্রশ্নঃ ভৌগোলিক ও সাংস্কৃতিক কারণে গ্রিক সভ্যতার সাথে কোন দুটি সংস্কৃতির নাম জড়িত?
ক. হেলেনিক ও মিনায়
খ. হেলেনিক ও হেলেনিস্টিক
গ. এচিয়ান ও হেলেনিস্টিক
ঘ. মিনীয় ও এচিয়ান
উত্তরঃ খ
প্রশ্নঃ প্রাচীনযুগে নগর রাষ্ট্র কোথায় ছিল?
ক. গ্রেট ব্রিটেন
খ. প্রাচীন গ্রিস ও রোমে
গ. আমেরিকায়
ঘ. জার্মানিতে
উত্তরঃ খ
প্রশ্নঃ দক্ষিণ আফ্রিকার প্রধান আদিবাসীদের নাম কি?
ক. আফ্রিদি
খ. জুলু
গ. কুর্দি
ঘ. মাসাই
উত্তরঃ খ
প্রশ্নঃ প্লোটো কোন দেশে জন্মগ্রহণ করেন?
ক. ইতালি
খ. অস্ট্রিয়া
গ. গ্রিস
ঘ. ফ্রান্স
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘The Last Supper’ is painted by—
ক. Michel Angelo
খ. Raphael
গ. Botticelli
ঘ. Leonardo da Vinci
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন খলিফার শাসনামলে মুসলিম সম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তার লাভ করে?
ক. হারুনুর রশিদ
খ. আল মামুন
গ. হযরত ওমর (রাঃ)
ঘ. আল ওয়ালিদ
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন নদীর তীরে চীনের প্রথম সভ্যতা গড়ে উঠেছিল?
ক. হান
খ. পীত
গ. ইয়াংসি
ঘ. স্যালুউইন
উত্তরঃ খ
প্রশ্নঃ মাইকেল এঞ্জেলো কোন দেশের শিল্পী?
ক. অস্ট্রিয়া
খ. গ্রিস
গ. সুইডেন
ঘ. ইতালি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ পবিত্র কুরআনে মোট সূরার সংখ্যা কত?
ক. ১১৪
খ. ২১৪
গ. ১৪১
ঘ. ২৪১
উত্তরঃ ক
প্রশ্নঃ নিউজিল্যান্ডের আদিবাসীদের কি বলা হয়?
ক. কুর্দি
খ. তাতারু
গ. রেড ইন্ডিয়ান
ঘ. মাউরি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ The language used by the highest number of people in the world:/ বিশ্বের সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে?
ক. Bengali(বাংলা)
খ. German(জার্মান)
গ. Mandarin(মান্দারিন)
ঘ. English(ইংরেজী)
ঙ. French(ফ্রেঞ্চ)
উত্তরঃ গ
প্রশ্নঃ দক্ষিণ আমেরিকার আদিম অধিবাসী যারা—
ক. বার্বার
খ. সেরাসিন
গ. রেড ইন্ডিয়ান
ঘ. কুর্দি
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)