আন্তর্জাতিক বিষয়াবলী-১০১

প্রশ্নঃ গ্রিনহাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ কোনটি?
ক. ভারত
খ. রাশিয়া
গ. যুক্তরাষ্ট্র
ঘ. চীন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Mercer-এর জরীপ অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বসবাস উপযোগী শহর কোনটি?
ক. মিউনিখ (জার্মানি)
খ. অকল্যান্ড (নিউজিল্যান্ড)
গ. জুরিখ (সুইজারল্যান্ড)
ঘ. ভিয়েনা (অস্ট্রিয়া)
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ চীনের পর দ্বিতীয় জনবহুল দেশ হচ্ছে-
ক. ভারত
খ. ইন্দোনেশিয়া
গ. যুক্তরাষ্ট্র
ঘ. নাইজেরিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ বিশ্বের সর্বাপেক্ষা উঁচু ভবনের নাম কি?/ World tallest building is–
ক. বুর্জ খলিফা
খ. টুইন টাওয়ার
গ. পেট্রোনাস টাওয়ার
ঘ. তাইপে ১০১
উত্তরঃ ক

প্রশ্নঃ Petronas Tower is in-/ ‘পেট্রোনাস টাওয়ার’ কোথায় অবস্থিত?
ক. Singapore
খ. Malaysia
গ. England
ঘ. Dubai
ঙ. Hong Kong
উত্তরঃ খ

প্রশ্নঃ বিশ্বের অন্যতম প্রাচীন উঁচু বিল্ডিং ‘এ্যাম্পায়ার স্টেট’ অবস্থিত-
ক. নিউইয়র্কে
খ. ওয়াশিংটনে
গ. শিকাগোতে
ঘ. বার্লিনে
উত্তরঃ ক

সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক বিষয়াবলী, বিশ্বের ভাষা, শিক্ষা, সাহিত্য ও সভ্যতা:

প্রশ্নঃ প্রাক- ইসলামিক আরবে একেশ্বরবাদীদের কি বলা হত?
ক. হানিফ
খ. হানাফি
গ. তৌহিদবাদী
ঘ. আল-আমিন
উত্তরঃ ক

প্রশ্নঃ পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায়–
ক. চীনের প্রাচীরের কাছে
খ. দক্ষিণ আফ্রিকা র ভিক্টোরিয়া প্রদেশে
গ. ব্যবিলনের উত্তরের গাথুর শহরের ধ্বংসাবশেষে
ঘ. ইরানের সিরাজ শহরের ধ্বংসাবশেষে
উত্তরঃ গ

প্রশ্নঃ ভিএস নাইপাল কোন বইটির রচয়িতা?
ক. India Wins Freedom
খ. The Enigma of Arrival
গ. Heart of Darknes
ঘ. The Guide
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রাচীন মিশরের ফারাও রাজা তুতেনখামেনের সমাধি আবিস্কৃত হয় ইংরেজি সালে?
ক. ১৮৭৮ সালে
খ. ১৯২২ সালে
গ. ১৯৩৪ সালে
ঘ. ১৯৪৬ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ ইসলামের চার খলিফার মধ্যে স্বাভাবিক মৃত্যু ঘটে–
ক. হযরত আলীর (রাঃ)
খ. হযরত ওসমানের (রাঃ)
গ. হযরত ওমরের (রাঃ)
ঘ. হযরত আবু বকরের (রাঃ)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পবিত্র কুরআনের দীর্ঘতম সূরার নাম কি?
ক. আন আম
খ. নিসা
গ. আল-ইমরান
ঘ. বাকারা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মার্কসবাদের প্রণেতা কার্ল মার্কসের জন্ম কোন দেশে?
ক. ফ্রান্স
খ. জার্মানি
গ. রাশিয়া
ঘ. ইংল্যান্ড
উত্তরঃ খ

প্রশ্নঃ পৃথিবীর প্রাচীনতম সভ্যতা কোনটি?
ক. গ্রিক
খ. মেসোপটেমিয়া
গ. রোমান
ঘ. সিন্ধু
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি নদীমাতৃক সভ্যতা নয়?
ক. সিন্ধু
খ. ব্যবিলনীয়
গ. রোমান
ঘ. চৈনিক
উত্তরঃ গ

প্রশ্নঃ এডাম স্মিথের বিখ্যাত গ্রন্থ The Wealth of Nations কত সালে প্রকাশিত হয়?
ক. ১৭৭৬
খ. ১৮৮৬
গ. ১৬৭৫
ঘ. ১৭৭৫
উত্তরঃ ক

প্রশ্নঃ বিপ্লবী চে গুয়েভারা কোন দেশে নিহত হয়?
ক. আর্জেন্টিনায়
খ. বলিভিয়ায়
গ. কিউবাতে
ঘ. কলম্বিয়ায়
উত্তরঃ খ

প্রশ্নঃ কানাডার ফরাসিভাষী জনগোষ্ঠী কোন অঙ্গ রাজ্যে সর্বাধিক বাস করে?
ক. আলবার্টা
খ. কুইবেক
গ. মেনিটোবা
ঘ. নোভস্কোশিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ অমিতাভ ঘোষ কোন ভাষার খ্যাতিমান লেখক?
ক. বাংলা
খ. হিন্দি
গ. ইংরেজি
ঘ. তামিল
উত্তরঃ গ

প্রশ্নঃ Dreams from my Father বইটির লেখক কে?
ক. বারাক ওবামা
খ. শেখ হাসিনা
গ. বেনজীর ভূট্টো
ঘ. বার্ট্রান্ড রাসেল
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন জাতীয় কুকুরের সাহায্যে এস্কিমোরা স্লেজ গাড়ি চালায়?
ক. এ্যালসেসিয়ান
খ. হাস্কি
গ. গ্রেহাউন্ড
ঘ. বুলডগ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘Farewell to Arms’ উপন্যাসের রচয়িতা কে?
ক. জর্জ বার্নাড শ
খ. ডি এইচ লরেন্স
গ. উইলিয়াম শেক্সপিয়ার
ঘ. আর্নেস্ট হেমিংওয়ে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নির্বাণ এর ধারণা কোন ধর্মের সঙ্গে যুক্ত?
ক. হিন্দু ধর্ম
খ. বৌদ্ধ ধর্ম
গ. খ্রিস্ট ধর্ম
ঘ. ইহুদি ধর্ম
উত্তরঃ খ

প্রশ্নঃ ইনকা সভ্যতার ব্যপ্তিকাল ছিল
ক. ১৪৩৫ থেকে ১৫৩৫ খ্রিষ্টাব্দ
খ. ১৫৪৬ থেকে ১৫৩৯ খ্রিস্টাব্দ
গ. ১৪৩৮ থেকে ১৫৩৩ খ্রিস্টাব্দ
ঘ. ১৪৩০ থেকে ১৫৩০ খ্রিস্টান
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা একাডেমি প্রবর্তিত ২০১৭ সালের রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে?
ক. মোহাম্মদ মনিরুজ্জামান
খ. মিতা হক
গ. হায়াৎ মামুদ
ঘ. খ ও গ উভয়ই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ প্রখ্যাত দার্শনিক ইবনে খালদুন যে দেশের নাগরিক–
ক. মরক্কো
খ. আলজেরিয়া
গ. তিউনিসিয়া
ঘ. লিবিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ “আইনের চোখে সব নাগরিক সমান ।” —-বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে ?
ক. ধারা ০৭
খ. ধারা ২৭
গ. ধারা ৩৭
ঘ. ধারা ৪৭
উত্তরঃ খ

প্রশ্নঃ বাইবেল প্রথম কোন ভাষায় লেখা হয়?
ক. ল্যাটিন
খ. হিব্রু
গ. গ্রিক
ঘ. রোমান
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!