বাংলা ব্যাকরণ-১১০

প্রশ্নঃ সঠিক বাক্য কোনটি?
ক. কাঁদিয়া চক্ষু আরক্তিম হয়েছে
খ. কাদিয়া চক্ষু আরক্তিম হইয়াছে
গ. কেঁদে চক্ষু আরক্তিম হয়েছে
ঘ. কাঁদিয়া চক্ষু আরক্ত হইয়াছে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোন বানানটি শুদ্ধ?
ক. নিশিথিনী
খ. নিশীথীনি
গ. নিশিথীনী
ঘ. নিশীথিনী
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কোনটি সঠিক?
ক. ভদ্রতাচিত
খ. ভদ্রচিত
গ. ভদ্রাচিত
ঘ. ভদ্রতচিত
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. সরীসৃপ
খ. সরিসৃপ
গ. শরীসৃপ
ঘ. শরিসৃপ
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. মুর্তি
খ. মূর্তি
গ. মুর্তী
ঘ. মূর্তী
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. স্বতঃস্ফূর্ত
খ. স্বতঃস্ফুর্ত
গ. সত্বোঃস্ফূর্ত
ঘ. সত্বোঃস্ফূর্ত
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন বাক্যটি শুদ্ধ?
ক. দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা
খ. দারিদ্র্যতা বাংলাদেশের প্রধান সমস্যা
গ. দারিদ্রতা বাংলাদেশের প্রধান সমস্যা
ঘ. দরিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বাক্য?
ক. বাংলা বানান আয়ত্ব করা কঠিন
খ. বাংলা বাণান আয়ত্ব করা কঠিন
গ. বাংলা বাণান আয়ত্ত করা কঠিন
ঘ. বাংলা বানান আয়ত্ত করা কঠিন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বাক্য?
ক. আদালত তাকে সশরীরে হাজির হইবার নির্দেশ দিয়েছেন
খ. আদালত তাকে সশরীরে হাজির হইবার নির্দেশনা দিয়েছেন
গ. আদালত তাকে হাজির হইবার নির্দেশ দিয়েছেন
ঘ. আদালত তাকে হাজির হইবার নির্দেশনা দিয়েছেন
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. জ্ঞানভূসিত
খ. জ্ঞাণভুষিত
গ. জ্ঞানভূষিত
ঘ. জ্ঞাণভুসিত
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোন বানানটি শুদ্ধ?
ক. ক্ষুৎপীড়িত
খ. ক্ষুৎপিড়িত
গ. ক্ষুতপীড়ীত
ঘ. ক্ষুৎপিড়ীত
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. সূচীষ্মতা
খ. সূচিষ্মিতা
গ. সূচীস্মিতা
ঘ. শুচিস্মিতা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সে একজন বিদুষা নারী- বাক্যে ‘বিদুষা’ শব্দের সঠিক রূপ কোনটি?
ক. বিদূষী
খ. বিদূষা
গ. বিদুষী
ঘ. বিদুষি
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. নিরিহ
খ. নিরীহ
গ. নীরিহ
ঘ. নীরীহ
উত্তরঃ খ

প্রশ্নঃ শুদ্ধ কোনটি?
ক. আমি সন্তোষ হলাম
খ. আমি সন্তোষ হইলাম
গ. আমি সন্তুষ্ট হলাম
ঘ. আমি সন্তূষ্ট হলাম
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ?
ক. উপরেউক্ত
খ. উপরোক্ত
গ. উপর্যুক্ত
ঘ. উপরুক্ত
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোন বাক্যটি শুদ্ধ?
ক. ক্লিওপেট্টা পরমা সুন্দরী ছিলেন
খ. ক্লিওপেট্রা পরম সুন্দরী ছিলেন
গ. ক্লিওপেট্রা পরমা সুন্দরি ছিলেন
ঘ. ক্লিওপট্রা পরম সুন্দর ছিলেন
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. আলস্যতা
খ. অলস্য
গ. আলস্য
ঘ. আলসতা
উত্তরঃ গ

প্রশ্নঃ সঠিক শব্দটি বের করুন-
ক. চলাকালীন সময়ে
খ. চলাকালে
গ. চলাকালের সময়ে
ঘ. চলাকালীন সময়
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. আবিস্কার
খ. আবিশকার
গ. আবিষ্কার
ঘ. আভিস্কার
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. ঝঙ্কার
খ. ঝঙ্ক্যার
গ. ঝংকার
ঘ. ঝংক্যার
উত্তরঃ ক

প্রশ্নঃ শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন-
ক. বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর
খ. বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর
গ. বিদ্যান মুর্খ অপেক্ষা ভাল
ঘ. বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ ?
ক. সদ্যজাত
খ. সদ্যোজাত
গ. সদ্যাজাত
ঘ. সদ্যজ্যাত
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. নিরহংকারী
খ. নিরহংকার
গ. নিরহংকারি
ঘ. নিঃহংকারী
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
ক. সমীচীন
খ. সমিচীন
গ. সমীচিন
ঘ. সমিচিন
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ ?
ক. মূমুর্ষু
খ. মুমূর্ষু
গ. মূমুর্ষ
ঘ. মুমূর্ষ
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন বাক্যটি শুদ্ধ?
ক. আজকের সন্ধ্যা বড় মনমুগ্ধকর
খ. আজকের সন্ধ্যা মনমুগ্ধকর
গ. আজকের সন্ধ্যা বড় মনঃমুগ্ধকর
ঘ. আজকের সন্ধ্যা বড় মনোমুগ্ধকর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. কৌতুহল
খ. কৌতূহল
গ. কৈতুহল
ঘ. কৈতূহল
উত্তরঃ খ

প্রশ্নঃ শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন-
ক. বিরাট গুরু-ছাগলের হাট
খ. বিরাট গুরু ও বিরাট ছাগলের হাট
গ. গরু-ছাগলের বিরাট হাট
ঘ. বিরাট গবাদি পশুর হাট
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
ক. স্বায়ত্ত্বশাসন
খ. স্বায়ত্তশাসন
গ. সায়ত্ত্বশাসন
ঘ. স্বায়ত্বশাসন
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!