আন্তর্জাতিক বিষয়াবলী-৬২

প্রশ্নঃ ভূ-বেষ্টিত রাষ্ট্র কোনটি?
ক. মরক্কো
খ. আফগানিস্তান
গ. ব্রাজিল
ঘ. গ্রিস
উত্তরঃ খ

প্রশ্নঃ বর্ণবাদের সমাপ্তি ঘটেছিল
ক. ১৯৯০
খ. ১৯৯৩
গ. ১৯৯৪
ঘ. ১৯৯৬
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কখনো ভারতেরবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন না—
ক. দেবগৌড়া
খ. জৌতি বসু
গ. মোরারজী দেশাই
ঘ. লালবাহাদুর শাস্ত্রী
উত্তরঃ খ

প্রশ্নঃ মাদকদ্রব্য উৎপাদন ও চোরাচালানের জন্য ল্যাটিন আমেররিকার সবচেয়ে আলোচিত দেশ কোনটি?
ক. নিকারাগুয়া
খ. কলম্বিয়া
গ. মেক্সিকো
ঘ. হন্ডুরাস
উত্তরঃ খ

প্রশ্নঃ কাশ্মীরের সর্বশেষ মহারাজা কে ছিলেন?
ক. গোলাপ সিং
খ. হরি সিং
গ. কিরণ সিং
ঘ. রণজিং সিং
উত্তরঃ খ

প্রশ্নঃ মহামন্দা মোকাবিলার জন্যে মার্কিন প্রেসিডেন্ট নিউ ডিল ব্যবস্থা প্রবর্তন করেন–
ক. হুভার
খ. উইলসন
গ. নিক্সন
ঘ. ফ্রাঙ্কলিন রুজভেল্ট
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের সংবিধান রচিত হয় কোন সনে?
ক. ১৭৮০ সনে
খ. ১৭৮৭ সনে
গ. ১৮৭০ সনে
ঘ. ১৮৮৯ সনে
উত্তরঃ খ

প্রশ্নঃ নাগার্নো-কারাবাখ অঞ্চল নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে?
ক. আজারবাইজান ও জর্জিয়া
খ. আর্মেনিয়া ও জর্জিয়া
গ. আর্মেনিয়া ও ইরান
ঘ. আর্মেনিয়া ও আজারবাইজান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন দেশের উদ্ভিদবিজ্ঞানীরা চা-গাছের জীবনরহস্য উন্মোচন করেছে?
ক. বাংলাদেশ
খ. জাপান
গ. যুক্তরাষ্ট্র
ঘ. চীন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় কে প্রথম বাংলাদেশ সফর করেন?
ক. রোনাল্ড রিগান
খ. জর্জ বুশ(জুনিয়র)
গ. জিমি কার্টার
ঘ. বিল ক্লিনটন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা লাইবেরিয়াকে ইবোলা মুক্ত ঘোষণা করে?
ক. ০৩/০৯/২০১৫
খ. ০৩/০৮/২০১৫
গ. ০৩/০৭/২০১৫
ঘ. ০৩/১০/২০১৫
উত্তরঃ ক

প্রশ্নঃ বিশ্বের রাজধানী বলা হয় কোন নগরীকে?
ক. লন্ডন
খ. নিউইয়র্ক
গ. প্যারিস
ঘ. বেইজিং
উত্তরঃ খ

প্রশ্নঃ যে দেশ এস.ডি.আই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে—-
ক. ব্রিটেন
খ. ফ্রান্স
গ. যুক্তরাষ্ট্র
ঘ. সোভিয়েত ইউনিয়ন
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘Let us never negotiate out of fear, but let us never fear to negotiate’ said an American president in his inaugural speach. What was the name of the president?
ক. রিচার্ড নিক্সন
খ. জন এফ কেনেডী
গ. ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
ঘ. রোনাল্ড রিগান
উত্তরঃ খ

প্রশ্নঃ ঘূর্ণিঝড় ‘কোমেন’ নামকরণ করে কোন দেশ?
ক. চীন
খ. জাপান
গ. থাইল্যান্ড
ঘ. উত্তর কোরিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ স্বাধীন ফিলিস্তিনী রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় কোন দেশ?
ক. সিরিয়া
খ. তিউনিসিয়া
গ. আলজেরিয়া
ঘ. নাইজেরিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ ফরমোজার বর্তমান নাম কি?
ক. তাইওয়ান
খ. থাইল্যান্ড
গ. পোল্যান্ড
ঘ. মাঞ্চুরিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ নেপোলিয়ান কোথায় জন্মগ্রহণ করেন?
ক. সিসিলি
খ. মাল্টা
গ. কর্সিকা
ঘ. সার্দিনিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ স্নায়ু-যুদ্ধ পরবর্তীকালে পূর্ব ইউরোপের যে দেশটি শান্তি পূর্ণভাবে বিভক্ত হয়েছে
ক. চেকোস্লোভাকিয়া
খ. ইউহোস্লোভিয়া
গ. হাঙ্গেরী
ঘ. পূর্ব জার্মানী
উত্তরঃ ক

প্রশ্নঃ ভারতের কোন অঞ্চলের সাতটি প্রদেশকে একত্রে ‘সেভেন সিস্টার্স’ বলা হয়?
ক. উত্তরাঞ্চল
খ. উত্তর-পশ্চিমাঞ্চল
গ. উত্তর-পূর্বাঞ্চল
ঘ. দক্ষিণাঞ্চল
উত্তরঃ গ

প্রশ্নঃ পারমানেন্ট স্ট্রাকচার্ড কো-অপারেশন (PESCO) কোন সংস্থার নিজস্ব প্রতিরক্ষা জোট?
ক. আফ্রিকান ইউনিয়ন
খ. ইউরোপীয় ইউনিয়ন
গ. ইসলামী সহযোগিতা সংস্থা
ঘ. আরবলীগ
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন সাবেক প্রধানমন্ত্রী আগে রাসায়নিক গবেষণাগারে কাজ করতেন?
ক. মার্গারেট থ্যাচার
খ. চন্দ্রিকা বন্দরনায়েক
গ. টনি ব্লেয়ার
ঘ. বেনজির ভুট্টো
উত্তরঃ ক

প্রশ্নঃ Wailing Wall অবস্থিত–
ক. বার্লিনে
খ. রোমে
গ. জেরুজালেমে
ঘ. মাদ্রিদে
উত্তরঃ গ

প্রশ্নঃ মদিনা শরীফের পুর্ব নাম-
ক. মদিনাতুর রাসুল
খ. আল-মদিনা
গ. আল-হারামাইন
ঘ. ইয়াসরিব
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আমেরিকার স্বাধীনতা যুদ্ধে যে ইংরেজ সেনাপতি ইংরেজ সৈন্য পরিচালনা করেন তার নাম কি?
ক. কর্নওয়ালিস
খ. লর্ড নর্থ
গ. হ্যামিল্টন
ঘ. জর্জ ওয়াশিংটন
উত্তরঃ ক

প্রশ্নঃ ২০১৫ সালে কোন বাংলাদেশি সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন ?
ক. সেলিনা হোসেন
খ. তাহমিমা আনাম
গ. ড.মুহাম্মদ ইউনুস
ঘ. স্যার ফজলে হাসান আবেদ
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন শহরকে ‘মোটরগাড়ির শহর’ বলা হয়?
ক. ডেট্রয়েট
খ. ম্যানচেস্টার
গ. টৌকিও
ঘ. বার্লিন
উত্তরঃ ক

প্রশ্নঃ কসোভোর রাজধানী-
ক. প্রিস্টিনা
খ. তিরানা
গ. বুদাপেস্ট
ঘ. নিকোশিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ ২০১৬ সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোন শহর?
ক. টোকিও (জাপান)
খ. ওয়ার্‌শ (পোল্যান্ড)
গ. বেইজিং (চীন)
ঘ. কোনাক্রি (গিনি)
উত্তরঃ খ

প্রশ্নঃ স্বাধীন ইসলাইল রাষ্ট্র কোন সনে ঘোষণা দেয়া হয়—
ক. ১৯৪৬
খ. ১৯৪৭
গ. ১৯৪৮
ঘ. ১৯৫০
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!