আন্তর্জাতিক বিষয়াবলী-৮৩

প্রশ্নঃ দক্ষিণ এশিয়ার কোন দেশটি এক সময় স্পেনীয় সাম্রাজ্যের অন্তর্ভূক্ত ছিল?
ক. ভিয়েতনাম
খ. মালয়েশিয়া
গ. ফিলিপাইন
ঘ. সিঙ্গাপুর
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ডিজ আর্মিং ইরাক’ গ্রন্থটি রচয়িতা কে?
ক. সালমান রুশদি
খ. কুলদীপ নায়ার
গ. হ্যান্স ব্লিক্স
ঘ. হিলারী ক্লিনটন
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ নিম্নের কোন দেশের সরকার প্র্রধান হলেন প্রেসিডেন্ট?
ক. ইন্দোনেশিয়া
খ. থাইল্যান্ড
গ. জাপান
ঘ. অস্ট্রেলিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট কে?
ক. চিত্রালেখা যাদব
খ. সুস্মিতা ভাণ্ডারী
গ. ওনসারি ঘারতি মাগার
ঘ. বিদ্যাদেবী ভাণ্ডারী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নেপালের পার্লামেন্টের প্রথম নারী স্পিকার কে?
ক. শর্মা ঘারতি মাগার
খ. ওনসারি ঘারতি মাগার
গ. অনুরাধা থাপা মাগার
ঘ. ওনসারি থাপা মাগার
উত্তরঃ খ

প্রশ্নঃ “Imperialism, the Highest Stage of Capitalism” বইটি কার লেখা?
ক. টমাস হবসন
খ. ভি. আই লেলিন
গ. কার্ল মার্কস
ঘ. এন্টিনিও গ্রামসি
উত্তরঃ খ

প্রশ্নঃ চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে?
ক. ইথিওপিয়া
খ. জাম্বিয়া
গ. লাইবেরিয়া
ঘ. জীবুতি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন দেশ ‘তালেবান’ নামক রাজনৈতিক দলের ক্ষমতায় অধিষ্ঠিত ছিল?
ক. সুদান
খ. তিউনিসিয়া
গ. ইয়েমেন
ঘ. আফগানিস্তান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সুপারসনিক ক্ষেপণাস্ত্র ওয়াইজে-১৮ কোন দেশের?
ক. রাশিয়া
খ. যুক্তরাষ্ট্র
গ. যুক্তরাজ্য
ঘ. চীন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ চ্যান্সেলর কোন দেশের প্রধানমন্ত্রীর সমমর্যাদার পদ?
ক. অস্ট্রিয়া
খ. জার্মানী
গ. অস্ট্রেলিয়া
ঘ. সুইজারল্যান্ড
উত্তরঃ খ

প্রশ্নঃ রুয়ান্ডার প্যাট্রিয়টিক ফ্রন্ট সরকার কবে শপথ গ্রহণ করেন?
ক. ৮ জুলাই, ১৯৯৪
খ. ১৯ জুলাই, ১৯৯৪
গ. ২৪ জুলাই, ১৯৯৪
ঘ. ২৭ জুলাই, ১৯৯৪
উত্তরঃ খ

প্রশ্নঃ কানাডার মন্ট্রিল নগরীর প্রথম নারী মেয়র কে?
ক. Eva Aariak
খ. Céline Hervieux-Payette
গ. Valerie Plante
ঘ. Christy Clark
উত্তরঃ গ

প্রশ্নঃ স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীন ছিল?
ক. বৃটেন
খ. ফ্রান্স
গ. তুরস্ক
ঘ. স্পেন
উত্তরঃ খ

প্রশ্নঃ ২০১৬ সালে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে কে জয়লাভ করে প্রেসিডেন্ট নির্বাচিত হন?
ক. রুডি জুলিয়ান
খ. মিট রমনী
গ. হিলারি ক্লিনটন
ঘ. ডোনাল্ড ট্রাম্প
উত্তরঃ ঘ

প্রশ্নঃ তাঞ্জানিয়ার বর্তমান (২০১৫) প্রেসিডেন্ট কে?
ক. পিটার মাউরার
খ. থমাস জন
গ. জিওজি কনরট
ঘ. জন মাগুফুলি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন দেশ সমুদ্রে তলিয়ে যাওয়ার আশংকায় অন্যদেশে জমি ক্রয়ের চিন্তা করছে-
ক. শ্রীলংকা
খ. মালদ্বীপ
গ. ফিজি
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয় কবে?
ক. ২৯ সেপ্টম্বর ২০১৫
খ. ১৯ জুলাই ২০১৫
গ. ২৯ আগস্ট ২০১৫
ঘ. ১৯ জুন ২০১৫
উত্তরঃ খ

প্রশ্নঃ ফিনল্যান্ড এর প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি?
ক. এরনা সোলবার্গ
খ. তারজা হ্যালোনেন
গ. গ্রো হারলেম ব্রান্ডেটল্যান্ড
ঘ. আন্নোলি টুয়োলিক্কি জাতেনমিয়াকি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ২৯ মে ২০১৫ যুক্তরাষ্ট্র কোন দেশকে তার কালো তালিকা থেকে বাদ দেয়?
ক. আফগানিস্তান
খ. ইরাক
গ. কিউবা
ঘ. লিবিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ Sunshine Policy- এর সাথে কোন দুটি দেশ জড়িত?
ক. চীন, রাশিয়া
খ. উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া
গ. জাপান, থাইল্যান্ড
ঘ. তাইওয়ান, হংকং
উত্তরঃ খ

প্রশ্নঃ জিম্বাবুয়ে কত সালে স্বাধীনতা লাভ করে?
ক. ১৯৭৮
খ. ১৯৭৯
গ. ১৯৮০
ঘ. ১৯৮১
উত্তরঃ গ

প্রশ্নঃ গুয়াম এর গভর্নর এর নাম হচ্ছেঃ
ক. এ্যডি ক্যালভো
খ. ডোনাল্ড ডাক
গ. রন ব্লুম
ঘ. গ্লেন বেক
উত্তরঃ ক

প্রশ্নঃ সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে?
ক. ২৫%
খ. ৩৫%
গ. ৪৫%
ঘ. ৫৫%
উত্তরঃ ক

প্রশ্নঃ স্বাধীনতার পূর্বে ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল?
ক. স্পেন
খ. ফ্রান্স
গ. পর্তুগাল
ঘ. গ্রেট ব্রিটেন
উত্তরঃ গ

প্রশ্নঃ মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভের বর্তমান (২০১৫) স্পিকার কে?
ক. ড্যানিয়েল ওয়েবস্টার
খ. জন বোয়েনার
গ. পল রায়ান
ঘ. কেভিন ম্যাকার্থি
উত্তরঃ গ

প্রশ্নঃ জার্মানির ১২তম প্রেসিডেন্ট কে?
ক. ফ্রাংক ওয়াল্টার স্টেইনমিয়া
খ. আন্দ্রিয়া তোভার
গ. আইরিস মিতেঁরা
ঘ. ক্রিস্টিয়ান তোভার
উত্তরঃ ক

প্রশ্নঃ মিশর যে দেশের উপনিবেশ ছিল-
ক. জার্মানি
খ. নেদারল্যান্ড
গ. পর্তুগাল
ঘ. ব্রিটেন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ভারতের প্রথম নারী প্রতিরক্ষামন্ত্রী কে?
ক. ইন্দিরা গান্ধী
খ. উমা ভারতী
গ. প্রতিভা পাতিল
ঘ. সুষমা স্বরাজ
উত্তরঃ ক

প্রশ্নঃ মধ্য এশিয়ার কোন দেশটির সঙ্গে আফগানিস্তানের সীমান্ত নেই?
ক. তুর্কেমেনিস্তান
খ. তাজিকিস্তান
গ. উজবেকিস্তান
ঘ. কাজাকিস্তান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘পানামা পেপারস’ ফাঁস হয় কবে?
ক. ৫ এপ্রিল ২০১৬
খ. ৯ এপ্রিল ২০১৬
গ. ৩ এপ্রিল ২০১৬
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!