বাংলাদেশ বিষয়াবলী-৩৮

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকাটিতে অভিনন্দন বাণী দিয়েছিলেন ?
ক. সবুজপত্র
খ. শনিবারের চিঠি
গ. ধুমকেতু
ঘ. কল্লোল
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘বাংলাদেশ সংলাপ’ কি ?
ক. প্রচার অভিযান
খ. বিবিসির অনুষ্ঠান
গ. একটি এনজিও
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ নারী সমাজের উন্নতির জন্য ‘নারীশক্তি’ নামে পত্রিকাটি কে প্রকাশ করেছিলেন ?
ক. ডাঃ লুৎফর রহমান
খ. বেগম শামসুন্নাহার মাহমুদ
গ. কবি সুফিয়া কামাল
ঘ. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র?
ক. আগুনের পরশমনি
খ. মুক্তির গান
গ. একাত্তরের যীশু
ঘ. পতাকা
উত্তরঃ খ

প্রশ্নঃ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম –
ক. সংবাদ রত্নাবলী
খ. সংবাদ পূর্ণ চন্দ্রোদয়
গ. সাহিত্য
ঘ. আঙুর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় কত সনে ?
ক. ১৯৪৭ খৃঃ
খ. ১৯৫৮ খৃঃ
গ. ১৯৬৪ খৃঃ
ঘ. ১৯৬৫ খৃঃ
উত্তরঃ গ

প্রশ্নঃ জয়যাত্রা চলচিত্রের পরিচালক কে ?
ক. হুমায়ুন আহম্মেদ
খ. সালাউদ্দিন লাভলু
গ. কবীর আনোয়ার
ঘ. তৌকির আহমেদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ওরা এগারজন’ চলচ্চিত্রের মূল উপজীব্য ও পটভূমি হলো –
ক. সিপাহী বিদ্রোহ
খ. ৫২ –এর ভাষা আন্দোলন
গ. বাংলাদেশের মুক্তিযুদ্ধ
ঘ. ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি ?
ক. কল্লোল
খ. সবুজপত্র
গ. কালিকলম
ঘ. বঙ্গদর্শন
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোন পত্রিকাটি শিশু কিশোর পত্রিকা হিসেবে পরিচিত ?
ক. নবারুণ
খ. উন্মাদ
গ. অগত্যা
ঘ. ধান শালিকের দেশ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘চতুরঙ্গ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
ক. হুমায়ন কবির
খ. ফজল শাহাবুদ্দীন
গ. আবুল হোসেন
ঘ. মোজামেল হক
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে পুরাতন ইংরেজি দৈনিক কোনটি ?
ক. Daily Star
খ. Bangladesh Observer
গ. New Nation
ঘ. Independent
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘সূর্য দীঘল বাড়ী’ চলচ্চিত্রের পরিচালক কে?
ক. শেখ নিয়ামত শাকের
খ. জহির রায়হান
গ. খান আতা
ঘ. সুভাষ দত্ত
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশ বেতারের সদর দপ্তর ঢাকা শহরের কোথায় অবস্থিত ?
ক. শ্যামলী
খ. আগারগাঁও
গ. মিরপুর
ঘ. শাহবাগ
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন সাময়িক পত্রটি বেশি প্রভাবশালী হয়েছিল ?
ক. দিলরুবা
খ. উত্তরণ
গ. পরিক্রম
ঘ. সমকাল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাসস কি ? (What is BSS ?)
ক. একটি সংঘ (a club)
খ. একটি সংবাদ সংস্থা (a News Agency)
গ. একটি ম্যাগাজিন (a Magazine)
ঘ. একটি টিভি কেন্দ্র (a TV Station)
উত্তরঃ খ

প্রশ্নঃ নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য ছবি?
ক. ধীরে বহে মেঘনা
খ. কলমিলতা
গ. হুলিয়া
ঘ. চিৎকার
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের প্রথম বেসরকারি টিভি চ্যানেল কোনটি ?
ক. চ্যানেল আই
খ. এনটিভি
গ. এটিএন
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্প দৈর্ঘ্য ছবি ‘আগামী’ এর পরিচালক –
ক. জহির রায়হান
খ. মোরশেদুল ইসলাম
গ. কাজী জহির
ঘ. হুমায়ুন আহমেদ
উত্তরঃ খ

প্রশ্নঃ সাপ্তাহিক ‘সুধাকর’ এর সম্পাদক কে ?
ক. মুন্সি মোহাম্মদ মেহের উল্লা
খ. মুন্সি মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমদ
গ. শেখ আবদুর রহিম
ঘ. ইসমাইল হোসেন সিরাজী
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন ?
ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ. অক্ষয়কুমার দত্ত
গ. প্যারিচাঁদ মিত্র
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ খ

প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা –
ক. সওগাত
খ. কল্লোল
গ. মহাম্মাদী
ঘ. লাঙ্গল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘ধুমকেতু’ পত্রিকা সম্পাদনা করেছেন –
ক. জীবনানন্দ দাশ
খ. মাইকেল মধুসূদন দত্ত
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. মওলানা আকরাম খান
উত্তরঃ গ

প্রশ্নঃ ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র কোনটি ?
ক. সংবাদ
খ. ঢাকা প্রকাশ
গ. আজকের কাগজ
ঘ. ইত্তেফাক
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘দেশবার্তা’ নামক বাংলা পত্রিকা কোথায় প্রকাশিত হয় ?
ক. নিউইয়র্ক
খ. আবুধাবি
গ. মালয়েশিয়া
ঘ. লন্ডন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘মোসলেম ভারত’ নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন –
ক. মীর মশাররফ হোসেন
খ. মুন্সী মোহাম্মদ রেয়াজুদ্দীন আহমদ
গ. মোজাম্মেল হক
ঘ. রেয়াজুদ্দীন আহমদ মাশহাদী
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘গ্রামবার্তা প্রকাশিকা’ প্রকাশ করেছিলেন ?
ক. রাজা রামমোহন রায়
খ. দীনবন্ধু মিত্র
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. কাঙ্গাল হরিনাথ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম কি ?
ক. আজাদ
খ. বঙ্গদর্শন
গ. বেঙ্গল গেজেট
ঘ. সমাচার দর্পণ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ঢাকার রামপুরায় টেলিভিশন কেন্দ্র স্থাপিত হয় –
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৩ সালে
গ. ১৯৭৪ সালে
ঘ. ১৯৭৫ সালে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মাসিক ‘সওগাত’ পত্রিকা ইংরেজি কোন সালে প্রথম প্রকাশিত হয় ?
ক. ১৯১৫ সালে
খ. ১৯১৮ সালে
গ. ১৯৩০ সালে
ঘ. ১৯৪৮ সালে
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top