বাংলাদেশ বিষয়াবলী-৩৭

প্রশ্নঃ ‘সূর্যদীঘলবাড়ী’-উপন্যাসের রচয়িতা কে?
ক. শওকত আলী
খ. শওকত ইসলাম
গ. আবু ইসহাক
ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্বকাপ ক্রিকেটে কোন দলের বিরুদ্ধে বাংলাদেশ প্রথম জয় লাভ করে ?
ক. স্কটল্যান্ড
খ. মালয়েশিয়া
গ. পাকিস্তান
ঘ. কেনিয়া
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘গৌড়বহো’ বা ‘গৌড়বধ’ কাব্যের রচয়িতা কে?
ক. কলহন
খ. কালিদাস
গ. সন্ধ্যাকরনন্দী
ঘ. বাকপতিরাজ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ প্রথম বাংলাদেশি হিসেবে কে ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার লাভ করে?
ক. ড. সালেহ উদ্দিন আহমেদ
খ. ড. মুহাম্মদ ইউনূস
গ. ড. এ আতিক রহমান
ঘ. ড. কামাল হোসেন
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রথম বাংলাদেশী হিসাবে কে দু’বার একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) লাভ করেন?
ক. চাষী নজরুল ইসলাম
খ. তানভীর মোকাম্মেল
গ. তারেক মাসুদ
ঘ. নাফিস বিন জাফর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘কারাগারের রোজনামচা’ বইটির ইংরেজি অনুবাদক কে?
ক. অধ্যাপক ড. ফকরুল আলম
খ. অধ্যাপক ড. নাসরিন আহমেদ
গ. অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম
ঘ. অধ্যাপক তাহমিনা আহমেদ
উত্তরঃ ক

প্রশ্নঃ অভিষেক টেস্টে বাংলাদেশের প্রতিপক্ষ -(Bangladesh played inaugural cricket test match against -)
ক. Pakistan
খ. India
গ. Srilanka
ঘ. Zimbabwe
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশ সর্বশেষ গ্রান্ডমাস্টার খেতাব পেলেন –
ক. রাকিব
খ. রাজিব
গ. রিফাত
ঘ. জিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ ১৯৯৭ সালে কোন দেশকে হারিয়ে বাংলাদেশ আইসিসি ট্রফি জিতে নেয় ?
ক. স্কটল্যান্ড
খ. হংকং
গ. মালয়েশিয়া
ঘ. কেনিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ “সব ক’টি জানালা খুলে দাও না” গানটির সুরকার কে ?
ক. সত্য সাহা
খ. আজাদ রহমান
গ. ইমতিয়াজ বুলবুল
ঘ. আলতাফ মাহমুদ
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী’ রচয়িতা –
ক. শামসুর রহমান
খ. আলতাফ মাহমুদ
গ. হাসান হাফিজুর রহমান
ঘ. আবদুল গাফফার চৌধুরী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন চরণটি সঠিক ?
ক. ধন ধান্যে পুষ্পে ভরা
খ. ধন্য ধান্যে পুষ্পে ভরা
গ. ধণ্যে ধান্যে পুষ্পে ভরা
ঘ. ধন্যে ধান্য পুষ্পে ভরা
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের?
ক. রাঙ্গামাটি
খ. রংপুর
গ. কুমিল্লা
ঘ. সিলেট
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাউল গানের বিশেষত্ব কি?
ক. মরমীবাদ
খ. মারেফাত
গ. আধ্যাত্ন্য বিষয়ক
ঘ. প্রেম বিষয়ক
উত্তরঃ গ

প্রশ্নঃ এশিয়াকাপ ক্রিকেট, ২০১২ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ?
ক. বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
খ. শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম
গ. বাংলাদেশ আর্মি স্টেডিয়াম
ঘ. রাজশাহী স্টেডিয়াম
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ঝুমুর’ কোন অঞ্চলের নাচ হিসেবে স্বীকৃত ?
ক. রংপুর ও রাজশাহী
খ. দিনাজপুর ও পঞ্চগড়
গ. বরিশাল ও পটুয়াখালী
ঘ. ময়মনসিংহ ও কিশোরগঞ্জ
উত্তরঃ ক

প্রশ্নঃ পালাগান বা কিসসা প্রধানত কোন অঞ্চলের ?
ক. ময়মনসিংহ
খ. কুমিল্লা
গ. চট্টগ্রাম
ঘ. খুলনা
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশ কবে প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচ খেলে –
ক. ২৬ জুলাই, ২০০০
খ. ১০ নভেম্বর, ২০০০
গ. ১০ সেপ্টেম্বর, ২০০০
ঘ. ১০ ডিসেম্বর, ২০০০
উত্তরঃ খ

প্রশ্নঃ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয় কবে ?
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৫ সালে
গ. ১৯৮০ সালে
ঘ. ১৯৯৬ সালে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মা ও মণি হলো –
ক. একটি উপন্যাসের নাম
খ. একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম
গ. একটি প্রসাধনী শিল্পের নাম
ঘ. একটি গরীব মা ও মেয়ের গল্প কাহিনী
উত্তরঃ খ

সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশের গণমাধ্যম ও সংবাদপত্র:

প্রশ্নঃ ‘সমাচার দর্পণ’ প্রকাশিত হয় –
ক. ১৮১৮ সালে
খ. ১৮১৯ সালে
গ. ১৮২০ সালে
ঘ. ১৮২১ সালে
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি (Poet of Politics) আখ্যা দিয়েছেন?
ক. টাইম
খ. নিউজ উইক্‌স
গ. ইকোনোমিস্ট
ঘ. ইকোনোমিক এন্ড পলিটিক্যাল উইক্‌লি
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের সংবাদ সংস্থা –
ক. এপি
খ. রয়টার
গ. ইউএনবি
ঘ. এএফপি
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের প্রথম সিনেমা হল –
ক. পিকচার হাউস
খ. শাবিস্থান
গ. রূপমহল
ঘ. গুলিস্থান
উত্তরঃ ক

প্রশ্নঃ জাতীয় প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৫০ সালে
খ. ১৯৫৪ সালে
গ. ১৯৫৬ সালে
ঘ. ১৯৫৮ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র কোনটি ?
ক. বাঘা
খ. ওরা এগার জন
গ. সংগ্রাম
ঘ. হুলিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন সাময়িক পত্রটি ঢাকা থেকে প্রকাশিত হয় ?
ক. চতুরঙ্গ
খ. লোকায়ত
গ. পরিচয়
ঘ. কল্লোল
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রমথ চৌধুরীর ‘বীরবলী’ রীতির প্রচার মাধ্যম হিসেবে কোন পত্রিকা ভূমিকা রাখে ?
ক. সাহিত্য
খ. কল্লোল
গ. সবুজপত্র
ঘ. কালিকলম
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের রেডিও স্টেশনের সংখ্যা –
ক. ৭ টি
খ. ৯টি
গ. ১২টি
ঘ. ১৫টি
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!