বিখ্যাত জলপ্রপাত সমূহ:
জলপ্রপাতের নাম অবস্থান উচ্চতা (মিটার) অ্যাঞ্জেল ভেনিজুয়েলা ৮০৭ মঙ্গেফসেন নরওয়ে ৭৭৪ কিউকুয়েনান ভেনিজুয়েলা ৬১০ উটিগার্ড নরওয়ে ৬০০ সাদারল্যান্ড নিউজিল্যান্ড ৫৮০ টাকাকো ব্রিটিশ কলাম্বিয়া ৫৬৫ রিবন ইয়োসিমাইট ক্যালিফোনিয়া ৪৯১ আপার ইয়োসিমাইট ক্যালিফোনিয়া ৪৩৫ কিং জর্জ গায়ানা ৪৩৫ গ্যাভার্নি ফ্রান্স ৪২১ তুগেলা দক্ষিণ আফ্রিকা ৪১০ ভিটিসফোস নরওয়ে ৩৬৬ স্টবাক সুইজারল্যান্ড ৩০০ মিডল কাসকেড ক্যালিফোনিয়া ২৭৭ গারসোপা ভারত ২৫৩ নায়াগ্রা যুক্তরাষ্ট্র ১৬৭
জলপ্রপাত সম্পর্কিত প্রশ্নোত্তরঃ বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি? অ্যাঞ্জেল। আয়তনে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত কোনটি? নায়াগ্রা। বিশ্বের গভীরতম খাল কোনটি? পানামা খাল। ভিক্টোরিয়া জলপ্রপাতটি কোন দেশে? জাম্বিয়া ও জিম্বাবুয়ে। অ্যাঞ্জেল কোন নদীর জলপ্রপাত? রিও কেরনি। পানি পতনের দিক থেকে বিশ্বের প্রধান জলপ্রপাত কোনটি? গুয়রাইয়া, উচ্চতাঃ ১৩০ ফুট। গুয়রাইয়া জলপ্রপাত থেকে গড়ে কি পরিমান পানি পতিত হয়? ৪,৭০,০০০ কিউসেক।
আরো পড়ুন: এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে
এখানে যানঃ
Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।
Share Messenger Whatsapp Email