রসায়ন-০৯

সাধারণ বিজ্ঞান, রসায়ন, পরমানুর গঠন:

প্রশ্নঃ ১ গ্রাম হাইড্রোজেন গ্যাসে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা-
ক. ১x১০২৩x১০২৩
খ. ৬.০২x১০২৩
গ. ৩.০১x১০২৩
ঘ. ১৪.০৪x১০২৩
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?/পরমাণুর কেন্দ্র গঠিত হয়-
ক. ইলেট্রন ও প্রোটন
খ. নিউট্রন ও প্রোটন
গ. নিউট্রন ও পজিট্রন
ঘ. ইলেক্ট্রন ও পজিট্রন
উত্তরঃ খ

প্রশ্নঃ পানিতে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত কত?
ক. ২:১
খ. ১:২
গ. ১৬:১
ঘ. ১:১৬
উত্তরঃ খ

প্রশ্নঃ পরমাণু (Atom) চার্জ নিরপেক্ষ হয়, কারণ পরমাণুতে-
ক. নিউট্রন ও প্রোটনের সংখ্যা সমান
খ. প্রোটন ও নিউট্রনের ওজন সমান
গ. ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান
ঘ. নিউট্রন ও প্রোটন নিউক্লিয়াসে থাকে
উত্তরঃ গ

প্রশ্নঃ পারমাণবিক ভর বা ওজন ধারণার প্রবর্তক কে?
ক. গাউস
খ. গে লুস্যাক
গ. জন ডাল্টন
ঘ. ডেমোক্রিটাস
উত্তরঃ গ

প্রশ্নঃ বস্তুর ধর্ম ধারণ করে এরকম ক্ষুদ্রতম কণিকার নাম
ক. অণু
খ. পরমাণু
গ. কণা
ঘ. মৌল
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে
ক. তার পরমাণুতে নিউট্রনের সংখ্যা
খ. তার পরমাণুতে প্রোটনের সংখ্যা
গ. তার পরমাণুতে নিউট্রন ও প্রোটনের সংখ্যা
ঘ. তার পরমাণুতে মৌলিক কণিকার সংখ্যা
উত্তরঃ খ

প্রশ্নঃ ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত?
ক. ৭২
খ. ৮২
গ. ৯২
ঘ. ১০২
উত্তরঃ গ

প্রশ্নঃ নিউট্রন আবিষ্কার করেন-
ক. কিউরি
খ. রাদারফোর্ড
গ. চ্যাডউইক
ঘ. থমসন
উত্তরঃ গ

প্রশ্নঃ পরমাণুর ভর বলতে কি বুঝায়?
ক. নিউট্রনের ভর
খ. প্রোটনের ভর
গ. নিউট্রন ও প্রোটনের ভর
ঘ. নিউট্রন, প্রোটন ও ইলেকট্রনের ভর
উত্তরঃ গ

প্রশ্নঃ বস্তুর আপেক্ষিক ভর কে আবিষ্কার করেন?
ক. বৈজ্ঞানিক আর্কিমেডিস
খ. বৈজ্ঞানিক ডাল্টন
গ. গ্যালিলও
ঘ. বৈজ্ঞানিক আইনস্টাইন
উত্তরঃ খ

প্রশ্নঃ একটি পারমাণবিক কণার-
ক. আয়তন নেই, ওজন আছে
খ. ওজন আছে, আয়তন আছে
গ. আয়তন আছে, ওজন নেই
ঘ. আয়তন নেই, ওজন নেই
উত্তরঃ খ

প্রশ্নঃ নিউক্লিয়ন সংখ্যা A, প্রোটন সংখ্যা P, নিউট্রন সংখ্যা N হলে, পারমাণবিক ভর সংখ্যা-
ক. A=P+N
খ. Z=A+P
গ. M=P+N
ঘ. N=A+P
উত্তরঃ ক

প্রশ্নঃ একটি এ্যাটমে কণিকার সংখ্যা কয়টি?
ক. তিনটি
খ. চারটি
গ. পাঁচটি
ঘ. ছয়টি
উত্তরঃ ক

প্রশ্নঃ আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক
ক. ভরসংখ্যা সমান থাকে
খ. নিউট্রন সংখ্যা একই থাকে
গ. প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান থাকে
ঘ. প্রোটন সংখ্যা সমান থাকে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত?
ক. ৩৯
খ. ৩২
গ. ৩৩
ঘ. ৩৪
উত্তরঃ গ

প্রশ্নঃ 3517Cl মৌলের নিউট্রন সংখ্যা কত?
ক. 17
খ. 18
গ. 35
ঘ. 70
উত্তরঃ খ

প্রশ্নঃ হাইড্রোজেনের পরমাণুতে কোনটি নেই?
ক. ইলেকট্রন
খ. প্রোটন
গ. নিউট্রন
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাদের বরা হয়-
ক. আইসোটোন
খ. আইসোমার
গ. আইসোটোপ
ঘ. আইসোবার
উত্তরঃ ক

প্রশ্নঃ পারমাণবিক ওজন কোনটির সমান?
ক. ইলেকট্রন ও নিউট্রনের ওজনের সমান
খ. প্রোটনের ওজনের সমান
গ. নিউট্রন ও প্রোটনের ওজনের সমান
ঘ. প্রোটন ও ইলেকট্রনে রওজনের সমান
উত্তরঃ গ

প্রশ্নঃ ইউরেনিয়ামের বহুল ব্যবহৃত আইসোটোপটির নাম কি?
ক. U233
খ. U235
গ. U238
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রতিটি ইলেকট্রনিক কক্ষে ইলেকট্রনের সংখ্যা
ক. n2
খ. 2n2
গ. 3n2
ঘ. 4n2
উত্তরঃ খ

প্রশ্নঃ অক্সিজেনের আণবিক ভর কত?
ক. ১৬
খ. ১৬ গ্রাম
গ. ৩২
ঘ. ৩২ গ্রাম
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কোনটি মূল কণিকা?
ক. নিউট্রিনো
খ. নিউট্রন
গ. পজিট্রন
ঘ. ডিউট্রেরন কণা
উত্তরঃ খ

প্রশ্নঃ যে সকল নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাদের কি বলা হয়?
ক. আইসোটোপ
খ. আইসোটোন
গ. আইসোবার
ঘ. আইসোমার
উত্তরঃ খ

প্রশ্নঃ যেসব পরমাণুর কেন্দ্রে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন হয়, সেগুলোকে বলা হয়
ক. আইসোটোন
খ. আইসোটোপ
গ. আইসোবার
ঘ. আইসোমার
উত্তরঃ খ

প্রশ্নঃ যেসব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান থাকে কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন হয়, তাদেরকে বলে-
ক. আইসোটোপ
খ. আইসোবার
গ. আইসোটোন
ঘ. আইসোমার
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটিতে ঋণাত্মক আধান থাকে?
ক. ইলেট্রন
খ. প্রোটন
গ. নিউট্রন
ঘ. নিউক্লিয়াস
উত্তরঃ ক

প্রশ্নঃ এটমিক সংখ্যা একই হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা বেশি হওয়ারফলে ভরসংখ্যা বেড়ে যায়, তাদেরকে বলে-
ক. আইসোটোপ
খ. আইসোমার
গ. আইসোটোন
ঘ. আইসোবার
উত্তরঃ ক

প্রশ্নঃ পারমাণবিক চুল্লীতে কোন মৌল জ্বালানী হিসাবে ব্যবহৃত হয়?
ক. পেট্রোলিয়াম
খ. ইউরেনিয়াম-২৩৫
গ. অক্সিজেন
ঘ. প্লাটিনাম
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!